আজকের অনুষ্ঠানে আমাদের বিষয়বস্তু হচ্ছে নারী । আশা করি , আপনারা অনুষ্ঠানটি পছন্দ করবেন ।
নারী , আমাদের বিশ্বে বিভিন্ন রূপর ও ভূমিকরয় বিচরণ করেন । বাবা-মায়ের সামনে , তারা হচ্ছেন ভালো মেয়ে , সমাজে তারা হচ্ছেন চতুর নারী , স্বামীর সামনে , তারা হচ্ছেন কোমলমতি স্ত্রী , ছেলে-মেয়ের সামনে তারা হচ্ছেন সর্বংসহা মা , বন্ধুদের মধ্যে তারা হচ্ছন দয়ালু ঘনিষ্ঠ বন্ধু । তাই , নারী হওয়া , সত্যিই সহজ নয় , তাই , আমাদের জীবনের প্রত্যেকেরই নারীকে সম্মান প্রদর্শন করা উচিত । কারণ , তারা ছেলে-মেয়ের জীবন দিয়েছেন ।
ওকে , এখন আমাদের সংগে একটি সুন্দর গান শুনবেন , তা হচ্ছে চীনের শিল্পী চেন হিয়ে ওয়েনয়ের গাওয়া অপরিহার্য নামে একটি সুন্দর গান ।
হ্যাঁ , অনেক নারির ভূমিকা অপরিহার্য । কিন্তু , বিভিন্ন পর্যায়ে বিভিন্ন লোকের নিজের বিশেষত্ব আছে । তাই , বিশ বছর বয়স , ত্রিশ বছর বয়স আর চল্লিশ বছর বয়সের নারীদের মন ভিন্ন হয়েছে ।
বিশ বছর বয়সে , নারীদের প্রধান কাজ হলো পড়া-লিখা । সেসময় , খুবই সুন্দর , আমাদের পাশে অনেক বন্ধু আছে , প্রতিদিন তাদের মন খুব ভালো । কারণ , এই পর্যায়ে , আমাদের কোনো চাপ নেই । হাসি , বসন্তকালে ফুটানো ফুলের মতো , খুবই সুন্দর , খুবই উজ্জ্বল । বাইশ-তেইশ বছর বয়সে আমরা কর্মজীবনে প্রবেশ করার পর ,আমাদের সমবয়সী খুবই কম বলে , প্রত্যেক সহকর্মী আমাদের যত্ন করেছেন । কাজে আমরা কঠিন সমস্যার সম্মুখীন হবার সময়ে , অনেক ভালো মানুষ আমাদের সাহায্য দেন , কাজের পর , সবসময় , কিছু ঘনিষ্ঠ বন্ধুদের সংগে খাবার খান , অপেরা দেখেন আর কোফি বা বিয়ার খান , প্রতিদিন খুবই সুন্দর । কিন্তু টের পাওয়ার আগে আমরা ত্রিশ বছর বয়সে প্রবেশ করবো , ত্রিশ বছর বয়সের নারী কি জানতে চান ? গানের পর , আমি আপনাদের বলবো ।
গানের নাম হচ্ছে বিশ বছর বয়সী , ত্রিশ বছর বয়সী , চল্লিশ বছর বয়সী।
বয়স বৃদ্ধির সংগে সংগে আমাদের জীবন আরো জটিল হয়েছে । ত্রিশ বছর বয়সী নারীদের বেশীর ভাগই ইতিমধ্যেই বিয়ে করেছেন , কিছু কিছু নারীর ছেলে-মেয়েও আছে । তাই , এখন তাদের জীবনের প্রধানবিষয় হলো পরিবার । আমি মনে করি , এ পর্যায়ের নারীদের জীবন সহজ নয় , এবং খুব ব্যস্ত । কারণ তাদের নিজেদের পরিবারের যত্ন নেয়া প্রয়োজন, এবং কাজকর্মে তাদের চাপ আগের চেয়েও বেশী । প্রতিদিনকার কাজ করা ছাড়াও , বাড়িতেও অনেক কাজ করতে হয়। তাই , বেশীর ভাগ জনগন মনে করেন , বিশ বছর বয়সী নারী সুশ্রী , ত্রিশ বছর বয়সী নারী আকর্ষনীয়া, চল্লিশ বছর বয়সীর নারী সুন্দর। আপনারা যারা এ অনুষ্ঠান শুনছেন,তারা এই দৃষ্টিভংগীতে একমত? আশা করি , অনুষ্ঠান শেষ হবার পর , আপনারা আপনাদের নিজের কথা আমাদের বলবেন । হয়তো আপনি নিজের বন্ধুর বর্ণনা আমাদের দেবেন , হয়তো আপনার ঠিক পাশের নারীর কথা আমাদের বলবেন । আমি জানি না , বাংলাদেশ আর ভারতের নারীরা , এই দশকে কি কি সবচেয়ে পছন্দ করেন ? আশা করি , আপনারা এবারকার অনুষ্ঠানটি পছন্দ করবেন ।
ওকে , এখন আপনাদের একটি গান উপহার দেবো । তার নাম : ভালো কি মন্দ ।
ঠিক তাই , ভবিষ্যত ভালো কি মন্দ, আমরা বিবেচনা করবো না , তবে প্রত্যেকেরই উচিত বর্তমানের মুখকে গুরুত্ব দেয়া । এখন অধিক থেকে অধিকতর সংখ্যক নারী বাড়ী থেকে সমাজে প্রবেশ করেছেন । আমাদের জীবনে , অধিক থেকে অধিকতর নারী নেতা আবির্ভূত হয়ে, তারা শুধু বাড়িতে দায়িত্ব পালন করেন তাই নয় , বরং সমাজ আর রাষ্ট্রীয় দায়িত্বও পালন করছেন । তাই আমি প্রত্যেক নারী নেতাকে খুব সম্মান করি । সমাজে নারীদের স্থান দিন দিন উন্নত হয়েছে , নারীদের চাপ দিন দিন বেশী হয়েছে । চীনে অনেক পুরোনো মানুষ বলেছেন যে , নারী পানির মতো , খুব পরিশ্কার , খুব নরম এবং শান্ত । তাই , আমি একজন নারী বলে আমি খুব খুশী ।
অবশ্যই, নারীদের অনেক বৈশিষ্ট্য আছে , যেমন প্রায়ই সকল নারী সুন্দর জিনিস পছন্দ করেন, যেমন সুন্দর কাপড় , সুন্দর ফুল আর সুন্দর মানুষ ;তাছাড়া , বেশীর ভাগের নারী পরিশ্কার পরিবেশ পছন্দ করেছেন । আমি মনে করি , নারীদের জীবন খুবই বৈচিত্র্যময় ।
ওকে, এখন বিশ্বের সকল নারীদের কাছে একটি সুন্দর গান উপহার দেবো , তার নাম :নারী।
আজকের অনুষ্ঠানের সময় বেশী নেই । আশা করি এর বিষয়বস্তু আপনারা পছন্দ করবেন । আমি আশা করি , বিশ্বের প্রত্যেক নারী স্বাধীনভাবে কার্জ করতে পারবেন , এবং নিজেকে সম্মান করবেন , কারণ শুধু আপনিই নিজেই সম্মান প্রদর্শন করেন , অন্যান্য জনগন আপনাকে সম্মান প্রদর্শন করতে পারেন ।
|