v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-01-17 15:13:45    
নারী

cri
    আজকের অনুষ্ঠানে আমাদের বিষয়বস্তু হচ্ছে নারী । আশা করি , আপনারা অনুষ্ঠানটি পছন্দ করবেন ।

    নারী , আমাদের বিশ্বে বিভিন্ন রূপর ও ভূমিকরয় বিচরণ করেন । বাবা-মায়ের সামনে , তারা হচ্ছেন ভালো মেয়ে , সমাজে তারা হচ্ছেন চতুর নারী , স্বামীর সামনে , তারা হচ্ছেন কোমলমতি স্ত্রী , ছেলে-মেয়ের সামনে তারা হচ্ছেন সর্বংসহা মা , বন্ধুদের মধ্যে তারা হচ্ছন দয়ালু ঘনিষ্ঠ বন্ধু । তাই , নারী হওয়া , সত্যিই সহজ নয় , তাই , আমাদের জীবনের প্রত্যেকেরই নারীকে সম্মান প্রদর্শন করা উচিত । কারণ , তারা ছেলে-মেয়ের জীবন দিয়েছেন ।

    ওকে , এখন আমাদের সংগে একটি সুন্দর গান শুনবেন , তা হচ্ছে চীনের শিল্পী চেন হিয়ে ওয়েনয়ের গাওয়া অপরিহার্য নামে একটি সুন্দর গান ।

    হ্যাঁ , অনেক নারির ভূমিকা অপরিহার্য । কিন্তু , বিভিন্ন পর্যায়ে বিভিন্ন লোকের নিজের বিশেষত্ব আছে । তাই , বিশ বছর বয়স , ত্রিশ বছর বয়স আর চল্লিশ বছর বয়সের নারীদের মন ভিন্ন হয়েছে ।

    বিশ বছর বয়সে , নারীদের প্রধান কাজ হলো পড়া-লিখা । সেসময় , খুবই সুন্দর , আমাদের পাশে অনেক বন্ধু আছে , প্রতিদিন তাদের মন খুব ভালো । কারণ , এই পর্যায়ে , আমাদের কোনো চাপ নেই । হাসি , বসন্তকালে ফুটানো ফুলের মতো , খুবই সুন্দর , খুবই উজ্জ্বল । বাইশ-তেইশ বছর বয়সে আমরা কর্মজীবনে প্রবেশ করার পর ,আমাদের সমবয়সী খুবই কম বলে , প্রত্যেক সহকর্মী আমাদের যত্ন করেছেন । কাজে আমরা কঠিন সমস্যার সম্মুখীন হবার সময়ে , অনেক ভালো মানুষ আমাদের সাহায্য দেন , কাজের পর , সবসময় , কিছু ঘনিষ্ঠ বন্ধুদের সংগে খাবার খান , অপেরা দেখেন আর কোফি বা বিয়ার খান , প্রতিদিন খুবই সুন্দর । কিন্তু টের পাওয়ার আগে আমরা ত্রিশ বছর বয়সে প্রবেশ করবো , ত্রিশ বছর বয়সের নারী কি জানতে চান ? গানের পর , আমি আপনাদের বলবো ।

    গানের নাম হচ্ছে বিশ বছর বয়সী , ত্রিশ বছর বয়সী , চল্লিশ বছর বয়সী।

    বয়স বৃদ্ধির সংগে সংগে আমাদের জীবন আরো জটিল হয়েছে । ত্রিশ বছর বয়সী নারীদের বেশীর ভাগই ইতিমধ্যেই বিয়ে করেছেন , কিছু কিছু নারীর ছেলে-মেয়েও আছে । তাই , এখন তাদের জীবনের প্রধানবিষয় হলো পরিবার । আমি মনে করি , এ পর্যায়ের নারীদের জীবন সহজ নয় , এবং খুব ব্যস্ত । কারণ তাদের নিজেদের পরিবারের যত্ন নেয়া প্রয়োজন, এবং কাজকর্মে তাদের চাপ আগের চেয়েও বেশী । প্রতিদিনকার কাজ করা ছাড়াও , বাড়িতেও অনেক কাজ করতে হয়। তাই , বেশীর ভাগ জনগন মনে করেন , বিশ বছর বয়সী নারী সুশ্রী , ত্রিশ বছর বয়সী নারী আকর্ষনীয়া, চল্লিশ বছর বয়সীর নারী সুন্দর। আপনারা যারা এ অনুষ্ঠান শুনছেন,তারা এই দৃষ্টিভংগীতে একমত? আশা করি , অনুষ্ঠান শেষ হবার পর , আপনারা আপনাদের নিজের কথা আমাদের বলবেন । হয়তো আপনি নিজের বন্ধুর বর্ণনা আমাদের দেবেন , হয়তো আপনার ঠিক পাশের নারীর কথা আমাদের বলবেন । আমি জানি না , বাংলাদেশ আর ভারতের নারীরা , এই দশকে কি কি সবচেয়ে পছন্দ করেন ? আশা করি , আপনারা এবারকার অনুষ্ঠানটি পছন্দ করবেন ।

    ওকে , এখন আপনাদের একটি গান উপহার দেবো । তার নাম : ভালো কি মন্দ ।

    ঠিক তাই , ভবিষ্যত ভালো কি মন্দ, আমরা বিবেচনা করবো না , তবে প্রত্যেকেরই উচিত বর্তমানের মুখকে গুরুত্ব দেয়া । এখন অধিক থেকে অধিকতর সংখ্যক নারী বাড়ী থেকে সমাজে প্রবেশ করেছেন । আমাদের জীবনে , অধিক থেকে অধিকতর নারী নেতা আবির্ভূত হয়ে, তারা শুধু বাড়িতে দায়িত্ব পালন করেন তাই নয় , বরং সমাজ আর রাষ্ট্রীয় দায়িত্বও পালন করছেন । তাই আমি প্রত্যেক নারী নেতাকে খুব সম্মান করি । সমাজে নারীদের স্থান দিন দিন উন্নত হয়েছে , নারীদের চাপ দিন দিন বেশী হয়েছে । চীনে অনেক পুরোনো মানুষ বলেছেন যে , নারী পানির মতো , খুব পরিশ্কার , খুব নরম এবং শান্ত । তাই , আমি একজন নারী বলে আমি খুব খুশী ।

    অবশ্যই, নারীদের অনেক বৈশিষ্ট্য আছে , যেমন প্রায়ই সকল নারী সুন্দর জিনিস পছন্দ করেন, যেমন সুন্দর কাপড় , সুন্দর ফুল আর সুন্দর মানুষ ;তাছাড়া , বেশীর ভাগের নারী পরিশ্কার পরিবেশ পছন্দ করেছেন । আমি মনে করি , নারীদের জীবন খুবই বৈচিত্র্যময় ।

    ওকে, এখন বিশ্বের সকল নারীদের কাছে একটি সুন্দর গান উপহার দেবো , তার নাম :নারী।

    আজকের অনুষ্ঠানের সময় বেশী নেই । আশা করি এর বিষয়বস্তু আপনারা পছন্দ করবেন । আমি আশা করি , বিশ্বের প্রত্যেক নারী স্বাধীনভাবে কার্জ করতে পারবেন , এবং নিজেকে সম্মান করবেন , কারণ শুধু আপনিই নিজেই সম্মান প্রদর্শন করেন , অন্যান্য জনগন আপনাকে সম্মান প্রদর্শন করতে পারেন ।