চীন গ্রামাঞ্চলের শ্রমশক্তিকে স্বল্পকালিন প্রশিক্ষণ দানের "সূর্যালোক প্রকল্প" প্রবর্তনের এক বছরে গ্রামাঞ্চলের চব্বিশ লক্ষ শ্রমশক্তি প্রশিক্ষণ পেয়েছে ।
চৌদ্দ তারিখে প্রকাশিত চীনের কৃষি মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান থেকে দেখা গেছে , প্রশিক্ষণপ্রাপ্তদের সাতাশি শতাংশেরই কর্মসংস্থান হয়েছে । প্রশিক্ষণপ্রাপ্তদের আয়ের মান সাধারণত: বেশ বিরাটমাত্রায় বেড়েছে , তাদের মাসিক আয় অ-প্রশিক্ষণপ্রাপ্তদের চেয়ে প্রায় দু'শো ইউয়ান বেশী ।
কৃষি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ব্যক্তি বলেছেন , "সূর্যালোক প্রকল্প"-এর বাস্তবায়ন ত্বরান্বিত করার জন্য গত বছর চীনের কেন্দ্রীয় সরকার মোট ২৫ কোটি ইউয়ান রেনমিনপি বরাদ্দ করেছে ।
|