আর্থ-সামাজিক উন্নয়নের সংগে সংগে আমাদের জীবনযাত্রাও দিন দিন উন্নত হয়েছে । বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি আমাদের কাছে অনেক সুবিধা বয়ে এনেছে। যেমন , এখন আমরা বন্ধু বা পরিবারের সংগে যোগাযোগ করতে চাইলে , শুধু একটি টেলিফোন করবো বা ইমেইল পাঠাবো , খুব সহজ । ইন্ট্যারন্যাট দিন দিন আমাদের মধ্য যোগাযোগের সুষ্ঠু উপায়ে পরিণত হয়েছে । কারণ এটা খুব সহজ , খুব দ্রুত এবং খুব সস্তা । চীনে ইন্ট্যারনেটের উন্নয়নের গতি খুব দ্রুত , তা জনগনের দৈনন্দিন জীবনে একটি অপরিহার্য ব্যাপারে পরিণত হয়েছে । তার মাধ্যমে আমরা প্রথমতে চীন আর বিশ্বের বিভিন্ন জায়গায় সংঘটিত ঘটনা জানতে পারি , তার মাধ্যমে আমরা বিভিন্ন জেলা ও বিভিন্ন দেশের বন্ধুদের সংগে পরিচিত হতে পারি , তার মাধ্যমে আমরা ভালো জিনিস কেনা-বেচা করতে পারি , তার মাধ্যমে আমরা পড়া-লিখা করতে পারি । তাই , বর্তমানের চীনে ইন্টারনেটের ভুমিকা খুবই বেশী , তা জনগনের জন্য অনেক সুবিধা বয়ে এনেছে ।
এখন আমরা এক সংগে একটি গান শুনবো , তার পর , আমি ইন্টারনেটেরভুমিকা আপনাদের বলবো । এই গানের নাম হলো এক তিন এক চার , গানের পর , আমি আপনাদের কাছে তার অর্থ বর্ণনা করবো ।
আপনারা এই গানটি পছন্দ করেন কিনা ? এই গানের মানে খুবই মজার। তার অর্থ হলো : চিরদিন । এমন কথা চীনে খুব বেশী প্রচলিত, এবং প্রায় প্রত্যেক যুবক-যুবতী তা জানেন, যেমন এক তিন এক চার মানে চিরদিন , আট আট ছয় মানে খোদাহাফেজ , সাত সাত পাঁচ আট আট পাঁচ মানে আমাকে চুমু দিন,আমাকে আলিংঙ্গন করুন ,পাঁচ দুই শুন্য মানে আমি তোমাকে ভালবাসি ইত্যাদি ,খুব মজার,তাই না? আমি জানি না, দুরদুরান্তের বাংলাদেশ বা ভারতে এমন কথা আছে কিনা , থাকলে , দয়া করে ইমেইলের মাধ্যমে আমাদের বলবেন , আমাদের ইমেইলের ঠিকানা হলো :---- আশা করি , সকল ইন্টারনেট-প্রেমী বন্ধু আমাদের পরিবারে যোগ দেবেন ।
এখন চীনে , প্রতিদিন জনগনের পেশাগত কাজ করার পর , প্রথম কাজ হচ্ছে , ইন্টারন্যাটের মাধ্যমে খবর পড়া। কারণ প্রত্যেকে নিজের কাজকর্মের পদ্ধতির সর্বশেষ অবস্থা জানাতে চান। তাই , খবর পড়া আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর প্রথম কাজে পরিণত হয়েছে । ইন্টারন্যাট হচ্ছে এখন বিশ্বের সবচেয়ে দ্রুত গন-মাধ্যম । তাই , কাজের ক্ষেত্রে আমরা ইন্টারন্যাট ত্যাগ করবো না । অবশ্যই , ইন্টারনেটের আরো বেশী ভুমিকা আছে , গানের পর , আমরা অব্যাহতভাবে বলবো ।
গানের নাম হলো : সুখী , এতো দুরন্ত , এতো মিষ্টি ।
এই গানের কথা আমি খুব পছন্দ করি , তাতে জনগনের মধ্যকার পারস্পরিক প্রেম আর সহযোগিতা প্রতিফলিত হয়েছে । এটাও ইন্টারন্যাটের আরো একটি ভুমিকা । তার মাধ্যমে , আমরা কিছু অ-পরিচিত বন্ধুদের কাছে আমাদের মনের কথা বলতে চাই। কারণ , তিনি আমার পরিচয় নন , তাই ইন্টারন্যাটের মাধ্যমে আমাদের যোগাযোগে কোনো বাধা নেই । তাই , ইন্টারন্যাট দিনে দিনে আমাদের নিজেদের মনের কথা প্রকাশের একটি গুরুত্বপূর্ণ উপায়ে পরিণত হচ্ছে । আমার অনেক বন্ধু তাদের প্রেম ইন্টারন্যাটের মাধ্যমে খুঁজে পেয়েছেন। আমার মনে হয় , প্রেম সম্পর্কে একটি অনুষ্ঠানে , আমি আমার বন্ধুর ইন্টারন্যাটের মাধ্যমে প্রেম করার প্রক্রিয়া আপনাদের বলেছি , আপনাদের মনে আছে ? এমন উদাহরণ আমাদের বাস্তব জীবনে আরো বেশী আছে , তাই , তা হচ্ছে ইন্টারন্যাটের আরো একটি ভুমিকা ।
তাছাড়া , আমিও মনে করি , ইন্টারন্যাট হচ্ছে একটি অদ্ভুত বিশ্ব , গানের পর , আমি অব্যাহতভাবে বলবো , গানের নাম হচ্ছে : অদ্ভুত বিশ্ব ।
কেনো , ইন্টারন্যাট হচ্ছে একটি অদ্ভুত বিশ্ব ? কারণ , এখানে আমরা যুবকে পরিণত হতে চাই, যুবতীতে পরিণত হতে চাই এবং আমরা নিজের স্বপ্ন বাস্তবায়ন করতে চাই । আপনি প্রেম করতে চাইলে , এখানে একজন সুন্দর প্রেমিক-প্রেমিকা খুজেঁ বের করতে চান, আপনি নতুন কোর্সে পড়া-লিখা করতে চাইলে , এখানে আপনি আপনার সকল পছন্দের কোর্স খুজেঁ বের করতে চান , ইন্টারন্যাট একটি বিপনী কেন্দ্র , একটি বিশ্বকোষের মতো । তা শুধু আমাদের জন্যে অসংখ্য সুবিধা বয়ে এনেছে তাই নয় , বরং জনগনের মধ্যকার ব্যবধান কমিয়েছে। তাই , আমি মনে করি , তা হচ্ছে একটি অদ্ভুত বিশ্ব , অনুষ্ঠান শোনার আপনারা আমার সংগে একমত ? আপনাদের দেশে ইন্টারনেটের অবস্থা আমি জানি না , আশা করি , আপনারা আমাকে বলবেন । আরেকবার আমাদের যোগাযোগের উপায় বলবো , আমাদের ইমেইল ঠিকানা হলো :----- আমি দুরপ্রাচ্যের পেইচিংয়ে আপনাদের খবরের অপেক্ষা করবো।
ওকে , এখন আমরা এক সংগে সর্বশেষ গান শুনবো , তার নাম দ্বিতীয় স্বর্গ । আশা করি , আপনারা তা পছন্দ করবেন।
|