v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-01-14 14:33:35    
৮ই - ১৪ই জানায়ারী

cri

    ১. চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ১২ তারিখে পেইচিংয়ে সফররত পর্তুগীজ প্রেসিডেন্ট জর্জ সাম্পাইওয়ের সংগে বৈঠক করেছেন, দু'পক্ষ একমত হয়েছে যে, বিভিন্ন ক্ষেত্রে ও পর্যায়ে দু'দেশের আদান-প্রদান ও সহযোগিতা উন্নয়ন করবে এবং নতুন শতাব্দীতে সার্বিকভাবে চীন-পর্তুগাল বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্ক উন্নয়ন করবে। বৈঠককালে হু চিন থাও বলেছেন, চীন পক্ষ পর্তুগালের সংগে একত্রে পারস্পরিক রাজনৈতিক আস্থা জোরদার করে, দ্বিপাক্ষিক বাণিজ্যিক সহযোগিতা আরো গভীর করে, উচ্চ শিক্ষ,বিজ্ঞান ও প্রযুক্তি,আইন ইত্যাদি ক্ষেত্রের আদান-প্রদান সম্প্রসারিত করবে। আন্তর্জাতিক ব্যাপারাদিতে দু'দেশের সমন্বয় ও সহযোগিতা আরো জোরদার করবে। দু'দেশ একসংগে পৃথিবীর শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষা করবে, যাতে মিলিত উন্নয়ন ত্বরান্বিত করা যায়। সাম্পাইও বলেছেন,চীনের সংগে সম্পর্ক অব্যাহতভাবে উন্নয়ন করা আর একচীন নীতি অনুসরণ করা হলো পর্তুগালের পররাষ্ট্র নীতির গুরুত্বপূর্ণ দিক। তিনি বলেছেন, পর্তুগাল চীনের সংগে প্রয়াস চালিয়ে ব্যবস্থা নিয়ে দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহতভাবে উন্নয়ন করতে ইচ্ছুক।

    ২. ভারত মহাসাগরের ভূমিকম্প আর সুনামি-বিধ্বস্ত অঞ্চলে চীন সরকারের পাঠানো দ্বিতীয় আন্তর্জাতিক সাহায্য দল ১১ তারিখে দুর্গত অঞ্চলের উদ্দেশ্যে পেইচিং ত্যাগ করেছে। জানা গেছে, এ দলের ৩৫ সদস্যের মধ্যে চিকিত্সা ও মহামারী বিষয়ক কর্মকর্তা বেশী। তাঁরা ৯ টন ওজনের চিকিত্সা সরঞ্জাম আর ওষুধ সংগে নিয়েছেন। এর আগে চীনের প্রথম আন্তর্জাতিক সাহায্য দল ইন্দোনেসিয়ার দুর্গত অঞ্চলে ৭ হাজারেরও বেশী দুর্গতকে সাহায্য দিয়েছে। আরো জানা গেছে, ১১ তারিখে আরো ৩ মিলিয়ন ইউয়ান রেনমিনপি মূল্যের ত্রাণ-সামগ্রী উত্তর চীনের থিয়ান চিন শহর থেকে মালদ্বীপে পাঠানো হয়েছে। ১১ তারিখে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী উ তা ওয়েইর নেতৃতে চীনের সরকারি সমবেদনা জ্ঞাপন ও পর্যবেক্ষন দল শ্রীলংকার হিক্কাদুওয়া দুর্গত অঞ্চলে পৌঁছেছে, তারা সেখানকার চীনের স্বাস্থ্য সেবা দলের সংগে দেখা করেছেন। এর আগে পর্যবেক্ষণ দল ইন্দোনেসিয়া আর মালদ্বীপে গিয়েছে।

    ৩. চীনের বড় প্যান্ডার সংরক্ষণ গবেষণা কেন্দ্র সূত্রে জানা গেছে , চীনের গবেষকরা বড় প্যান্ডার রক্তের ধরণ নিয়ে গবেষণা চালাবেন । বিশেষজ্ঞরা বলেছেন , মানুষের মতো বড় প্যান্ডারও রক্তের বিভিন্ন ধরণ আছে । কিন্তু বর্তমানে বড় প্যান্ডার রক্তের ধরণ সম্পর্কে গবেষকরা বেশী জানেন না। এবারের জরীপের লক্ষ্য হচ্ছে বড় প্যান্ডার রক্তের ধরণগুলো নির্ধারণ করা এবং ভবিষ্যতে মাঠে-জংগলে বড় প্যান্ডার জরুরী রক্ষার জন্য প্রস্তুতি নেয়া । তাছাড়া আহত ও রুগ্ন বড় প্যান্ডাকে জরুরীভাবে বাঁচানো ছাড়াও তার রক্তের মধ্যে সমৃদ্ধ বংশগতির তথ্যও বড় প্যান্ডার বংশবৃদ্ধি গবেষণার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

    ৪. ভারত এবং পাকিস্তানের কর্মকর্তারা ৭ তারিখে বিতর্কিত বাগলিহার বাঁধ সমস্যায় মতৈক্য অর্জন করতে পারেন নি। পাকিস্তানের কর্মকর্তা বৈঠকের পর সাংবাদিকদের বলেছেন , ভারতের বাঁধ নির্মান গুরুতরভাবে পাকিস্তানের কৃষি জলসেচ প্রভাবিত করবে। বৈঠক ব্যর্থ হওয়ার পর পাকিস্তান পক্ষপরিকল্পনার অনুযায়ী বিশ্ব ব্যাংকের কাছে এ সমস্যার সমাধানে সাহায্য করার জন্যে নিরপেক্ষ অধিষ্ঠান পোষণকারী জলসেচ বিশেষজ্ঞদের পাঠানোর দাবি জানাবে। ভারত এবং পাকিস্তান দু' পক্ষ এ মাসের ৪ তারিখে বাঁধ সমস্যা নিয়ে আলাপ পরামর্শ শুরু করে। অগ্রগতি অর্জন করার জন্যে দু' পক্ষ পরিকল্পিত দু'দিনব্যাপী আলাপ পরামর্শকে একদিন বাড়িয়েছে, কিন্তু তাতেও কোনো ফল হয়নি।

    ৫. ফিলিস্তিন মুক্তি সংস্থার প্রধান দল—ফোতাহের পদপ্রার্থী মাহামুদ আবাস ৯ই জানুয়ারী তারিখে নিরংকুশ প্রাধান্য নিয়ে ফিলিস্তিনী জাতীয় ক্ষমতা সংস্থার নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন । সেদিন সন্ধ্যায়ে আবাস বলেছেন যে , ভবিষ্যতে তিনি ফিলিস্তিনী জনগন আর বিভিন্ন পার্টির সংগে মিলে একটি নিরাপদ , স্বাধীন আর মুক্ত ফিলিস্তিন প্রতিষ্ঠা করার জন্যে প্রচেষ্টা চালাবেন , ফিলিস্তিনের রাজধানী হবে জেরুজালেমে । একই দিন ইসরাইলের প্রেসিডেন্ট বলেছেন যে , আবাস নির্বাচিত হবার পর যদি বাস্তব পদক্ষেপ গ্রহণ করে , ইসরাইলের বিরুদ্ধে আঘাত হানার তত্পরতা বন্ধ করতে পারেন , তাহলে ফিলিস্তিন আর ইসরাইলের মধ্যে শান্তি প্রক্রিয়া আবার শুরু করা আর স্বাধীন ও স্বতন্ত্র ফিলিস্তিন দেশ প্রতিষ্ঠার সম্ভাবনা থাকবে । ইউরোপীয় ইউনিয়ান আর মার্কিন যুক্তরাষ্ট্র এবারকার সাধারণ নির্বাচন সাফল্যজনকভাবে আয়োজনের জন্যে অভিনন্দন জানিয়েছে । আরেকটি খবরে জানা গেছে , সম্প্রতি ফোতাহ হামাসের সংগে অস্ত্র জমা দেয়ার সমস্যা সম্পর্কে আলাপ-পরামর্শ করছে , এবং কিছু ক্ষেত্রে তারা একমত হয়েছে ।

    ৬. যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের মুখপাত্র স্কট ম্যাক্লেলান ১২ তারিখে স্বীকার করেছেন : ইরাকে অস্ত্র সন্ধানকারী মার্কিন গ্রুপের কাজ সমাপ্ত হয়েছে, যুক্তরাষ্ট্রের ইরাক-যুদ্ধ শুরু হবার আগে ইরাকে যে ব্যাপক গণবিধ্বংসী অস্ত্র ছিল,তার কোনো প্রামাণ পাওয়া যায় নি । তিনি তথ্যজ্ঞাপন সভায় বলেছেন, অস্ত্র সন্ধানকারী গ্রুপের বেশীর ভাগ কাজ শেষ হয়েছে, বর্তমানে হয়ত গ্রুপটির খুব অল্পসংখ্যক সদস্য এখনও অস্ত্র খুঁজছেন । তিনি বলেছেন, অস্ত্র সন্ধানের রিপোর্ট এখন সংশোধন করা হচ্ছে, আগামী মাসেই চূড়ান্ত রিপোর্ট প্রকাশিত হবে । উল্লেখ্য যে, " ইরাকে ব্যাপক গণবিধ্বংসী অস্ত্র আছে "--এই কারণ দেখিয়েই বুশ সরকার ২০০৩ সালে ইরাকের বিরুদ্ধে যুদ্ধ বাধিয়েছে ।

    ৭. চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাও সিং ১৩ তারিখে মৌরিশাসের রাজধানী পোর্ট লুইসে অনুষ্ঠিত জাতিসংঘ উন্নয়নমুখী ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রগুলোর টেকসই উন্নয়ন সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে একটি ভাষণ দিয়েছেন এবং চীন সরকারের পক্ষ থেকে উন্নয়নমুখী ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রগুলোর টেকসই উন্নয়ন সমস্যায় তিনদফা প্রস্তাব উত্থাপন করেছেন । এই তিনদফা প্রস্তাব হলো : প্রথমত: অভিন্ন হুমকির মোকাবিলা করে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলো সহ উন্নয়নমুখী দেশগুলোর উন্নয়নের জন্য উত্তম ভৌত পরিবেশ গড়ে তোলা । আন্তর্জাতিক রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থার উন্নতি ত্বরান্বিত করা এবং পুঁজি , প্রযুক্তি ও সামর্থ্য গঠনের ক্ষেত্রে আন্তর্জাতিক সমাজের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়িত করা ; দ্বিতীয়ত: উন্নয়নমুখী ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রগুলোর মৌলিক স্বার্থজড়িত সমস্যাগুলো সমাধান করা ; তৃতীয়ত: সামর্থ্যের গঠন জোরদার করে ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রগুলোকে সার্বিকভাবে টেকসই উন্নয়নের রণনীতি অনুসরণ করতে সাহায্য করা ।

    ৮. সুদান সরকার এবং দক্ষিণাংশের সরকার বিরোধী সশস্ত্রসংস্থা--- সুদান গণ মুক্তি আন্দোলন ৯ তারিখে কেনিয়ার রাজধানী নাইরোবিতে সার্বিক শান্তি চুক্তি স্বাক্ষর করেছে। এ থেকে প্রমাণিত হয়েছে যে, দু পক্ষ সুদানের দক্ষিণাঞ্চলে স্থায়ী ২১ বছরের গৃহযুদ্ধ সম্পূর্ণরূপে অবসান হয়েছে। আন্তর্জাতিক সমাজ এর প্রতি স্বাগত জানিয়েছে। সার্বিক শান্তি চুক্তি ৮টি সংশ্লিষ্ট দলিল নিয়ে গঠিত, এর মধ্যে অন্তর্ভুক্ত আছে ছয় বছর অন্তর্বর্তিকালে সামরিক বন্দোবস্ত, সম্পদ এবং রাষ্ট্রের ক্ষমতার বিভাজন , সার্বিক যুদ্ধবিরতি এবং অন্তর্বর্তিকাল শেষ হবার পর সুদানের দক্ষিণাংশের প্রদেশ স্বাধীনতার জন্য গণ ভোট করতে পারবে কিনা প্রভতি বিষয়। একই দিন জাতি সংঘের মহাসচিব কোফি আন্নান চুক্তি স্বাক্ষরের জন্য অভিনন্দন জানিয়েছেন, তিনি মনে করেন, এই চুক্তি হচ্ছে সুদানে শান্তি বাস্তবায়নের গুরুত্বপুর্ণ ভিত্তি, এবং এর মাধ্যমে গোটা সুদানে সত্যিকার শান্তি বাস্তবায়ন ত্বরান্বিত করার আশা প্রকাশ করেছেন। ইউরোপীয় ইউনিয়নের কমিটি মনে করে, এই চুক্তির স্বাক্ষর এই অঞ্চলের স্থিতিশীলতা জোরদার করা এবং অন্যান্য আঞ্চলিক উত্তেজনাসংকুল অবস্থার উদ্ভব প্রতিরোধ করার জন্য সহায়ক হবে। স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিতকারী চীনের সরকারী বিশেষ দুত, সহকারী পররাষ্ট্রমন্ত্রী লিউ কুও জেন একই দিন সুদানের প্রেসিডেন্ট বাশিরের সঙ্গে সাক্ষাত্ করার সময়ে বলেছেন, শান্তি চুক্তির স্বাক্ষর কেবল সুদানের জনগণের মৌলিক স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ নয়, বরং এই অঞ্চলের শান্তি , স্থিতিশীলতা এবং উন্নয়নের জন্যও হিতকর।

    ৯. উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আট তারিখে পিংইয়ংয়ে উত্তর কোরিয়ার পারমানবিক সমস্যা সম্পর্কে উত্তর কোরিয়ার অধিষ্ঠান পুনর্ঘোষণা করেছেন এবং জোর দিয়ে বলেছেন যে , উত্তর কোরিয়ার পারমানবিক সমস্যা সমাধানের চাবিকাঠি হচ্ছে উত্তর কোরিয়ার প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রুতামূলক নীতি পরিত্যাগ করা । এটা হচ্ছে দুই হাজার পাঁচ সালে পদার্পণের পর পারমানবিক সমস্যা সম্পর্কে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের প্রথম বক্তব্য । তিনি বলেছেন , উত্তর কোরিয়ার পারমানবিক সমস্যা হচ্ছে উত্তর কোরিয়ার প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রুতামূলক নীতির ফলশ্রুতি । এই সমস্যার প্রক্রিয়া যে বারবার স্থগিত হচ্ছে তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রই পুরোপুরি দায়ী । মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে , উত্তর কোরিয়ার উপর আক্রমণ চালানোর ইচ্ছা তার নেই , কিন্তু প্রকৃতপ্রস্তাবে সে উত্তর কোরিয়ার ব্যবস্থা উচ্ছেদের লক্ষ্যে একগুঁয়েভাবে তাকে প্রথমে পারমানবিক পরিকল্পনা পরিত্যাগ করতে বলছে।   

    ১০. আফ্রিকান ইউনিয়নের শান্তি ও নিরাপত্তা পরিষদের সম্মেলন ১০ তারিখ রাতে গ্যাবোনের রাজধানী লিব্রাভিলে সমাপ্ত হয়েছে। সম্মেলনে প্রকাশিত একটি ইস্তাহারে আলাদা আলাদাভাবে কোটে ডি-ভ, কঙ্গো এবং সুদানের দারফুর অঞ্চলের সংঘর্ষের উপর সম্মেলনের অধিষ্ঠান ব্যাখ্যা করা হয়েছে। ইস্তাহারে বলা হয়েছে যে, সম্মেলন কোটি ডি-ভার উপর জাতি সংঘের অস্ত্রশস্ত্র বিষয়ক নিষেধাজ্ঞার প্রস্তাব সমর্থন করেছে। কঙ্গোর সংঘর্ষ সমস্যা প্রসংগে সম্মেলন আফ্রিকান ইউনিয়নের কাছে রোয়ান্ডার সরকারবিরোধী সশস্ত্র শক্তির আচরন বন্ধ করার জন্যে আরো বেশী পদক্ষেপ নেয়ার আহবান জানিয়েছে। ইস্তাহারে আরো জোর দিয়ে বলা হয়েছে যে, আফ্রিকান ইউনিয়নের শান্তি ও নিরাপত্তা পরিষদ সুদান সরকার এবং দক্ষিণাঞ্চলের সরকার বিরোধী সশস্ত্র শক্তির মধ্যে স্বাক্ষরিত সার্বিক শান্তি চুক্তির জন্যে আনন্দিত।

    ১১. ১২ তারিখে ইরান পারমাণবিক আলোচনার প্রতিনিধি হোসেইন মৌসাভিয়ান সর্তক করে বলেছেন যে, ইরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিদর্শকদেরকে ইরানের পারচিন সামরিক স্থাপনার ভেতরে প্রবেশ করে পরিদর্শন করার অনুমোদন করবে না। একই দিন হোসেইন মৌসাভিয়ান সাক্ষাত্কারে বলেছেন, যুক্তরাষ্ট্র"ইরানের পারচিন সামরিক স্থাপনায় পারমাণবিক গবেষণা ও উন্নয়নের তত্পরতা চলছে" বলে যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশ যে গুজর রটিয়েছে তা ভেংগে দেয়ার জন্যে ইরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিদর্শকদেরকে এই সামরিক স্থাপনা অঞ্চলে প্রবেশের অনুমতি দিয়েছে, এবং যত তাড়াতাড়ি সম্ভব এবারকার পরিদর্শন শেষ করতে হবে। কিন্তু পরিদর্শরকরা এই স্থাপনার বাইরে পরিবেশের নমুনা সংগ্রহ করতে পারেন, এই স্থাপনার ভেতরে প্রবেশের দরকার নেই। একই দিন, ইরান সর্বোচ্চ রাষ্ট্রী নিরাপত্তা কমিটির মহাসচিব হাসান রোহানি বলেছেন, ইরান অদূর ভবিষ্যতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে তার ইউরোনিয়াম ঘনিভূত করা তত্পরতা আবার শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।