v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-01-14 13:03:29    
মার্কিন শ্রেষ্ঠ  ভলিবলা খেলোয়াড়--হাইমান

cri
    ফ্লোরা হাইম্যান ছিলেন একজন খ্যাতনামা মার্কিন নারী ভলিবল খেলোয়াড়।তিনি মার্কিন নারী ভলিবলের স্বর্ণযুগের প্রথম দলের প্রধান খেলোয়াড়। পৃথিবীর প্রথম স্কোরার বলে তাঁর নাম আছে। ১৯৮১ সালে বিশ্ব কাপ প্রতিযোগিতায় তিনি শ্রেষ্ঠ খেলোয়াড় পদক অর্জন করেন।

    লস এঞ্জেলেসের একটি নিগ্রো পরিবারে তাঁর জম্ম।মাত্র ১০ বছর বয়েসে তাঁর উচ্চতা ছিলো ১.৮ মিটার। ১৬ বছর বয়সে তিনি ভলিবলের সংগে যুক্ত হয়েছেন।এবং খুব তাড়াতাড়ি তিনি এই খেলায় আকর্ষণ সৃষ্টি করেছেন।এভাবেই তাঁর ভলিবল জীবন শুরু হয়।শেষ পর্যন্ত তার উচ্চতা দাঁড়ায় ১.৯৬ মিটারে আর ওজন হয় ৭৯ কিলোগ্রাম।তিনি পৃথিবীতে নারী ভলিবলের জগতে সবচেয়ে উঁচু খেলোয়াড়।তিনি খুবই নমনীয় ,তাঁর খেলার কৌশল খুবই ভাল এবং পূর্ণাংগ।হাইম্যান পৃথিবীর সবচেয়ে ভাল নারী ভলিবল খেলোয়াড়।তিনি ভলিবলের প্রতিরক্ষা ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন।তিনি এবং আরেকজন নিগ্রো খেলোয়াড় গোলগোট বিশ্ব ভলিবলের দু'টি "কালো মুক্তা" বলে প্রশংসিত হয়েছেন।তাঁরা মার্কিন পুরুষ আর ক্রিড়া অনুরাগীদের প্রতিমা ছিলেন।

    বিখ্যাত প্রশিক্ষক সাইলিংগারের নেতৃত্বে হাইম্যান আর তাঁর দলের সহ -খেলোয়াড়দের নিয়ে মার্কিন ভলিবলের ইতিহাসের সবচেয়ে উন্নত দল প্রতিষ্ঠিত হয়।তিনি পুরো দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়।মার্কিন ভলিবল পৃথিবীতে দ্বাদশ থেকে চতুর্থস্থানে উন্নীত হয়েছে।তার মধ্যে হাইম্যান গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন।যদিও বিশ্ব প্রতিযোগিতায় মার্কিন নারী ভলিবল দল দু'বার শীরোপা অর্জনকারী চীনের নারী ভলিবল দলকে পরাজিত করেছে, তবু ১৯৮২ সালে মার্কিন ভলিবল দল বিশ্ব চ্যাম্পিয়নশীপে চতুর্থ হয়েছে এবং ১৯৮৪ সালে ওলিম্পিক গেমসে দ্বিতীয় হয়েছে।হাইম্যান মোট ৪০০ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।

    কিন্তু লস এঞ্জেলেস ওলিম্পিক গেমসের দু'বছর পর তিনি জাপানে মারা গেছেন ।তখন তাঁর বয়স শুধু ৩২ বছর। পৃথিবীর ক্রিড়া মহল তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে।তাঁর সম্মানে যুক্তরাষ্ট্রে হাইম্যান তহবিল প্রতিষ্ঠিত হয়েছে।