v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-01-13 18:09:28    
তিব্বতী ওষুধ ক্ষেত্রে নারী শিল্পপতি লেই জুফাং

cri
    দশাধিক বছর আগে লেই জুফাং নামে হান জাতির একজন নারী একাই নিজের দেশ কানসু প্রদেশ থেকে ছিংহাই-তিব্বত মালভূমিতে অবস্থিত তিব্বত স্বায়তশাসিত অঞ্চলে এলেন ।অতি মহত ও সুন্দর বরফ-ঢাকা পাহাড় আর তৃণভুমি পার হয়ে সুগভীর ও প্রাচীনতমতিব্বতী সংস্কৃতি স্পর্শ করার পর ম্যাডাম লেই জুফাং মালভূমির আশ্চর্য চিকিত্সা গুনসম্পন্ন ভেষজ উপাদান দেখে বিমোহিত হন । আজ লেই জুফাং ইতিমধ্যে তিব্বত প্রভৃতি অঞ্চলে বার্ষিক বিক্রয়মূল্য ২০কোটি রেনমিনপিসম্পন্ন চীনের বৃহতম তিব্বতী ঔষুধ উত্পাদনকারী শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠাকরেছেন ।

    তিব্বতী ঔষুধ চীনের ঐতিহ্যিক ঔষুধভান্ডারের এক গুরুত্বপূর্ণঅংশ,তার লিপিবদ্ধ করার ইতিহাস ১৩০০ বছর পুরানো ,এতে তিব্বতী জনগনের নানা রোগের সংগে সংগ্রাম করার মূল্যবান অভিজ্ঞতা সন্চিত আছে, এর বিশেষ চিকিত্সা ও ঔষুধের তাত্ত্বিক ব্যবস্থা ও জাতির প্রগাঢ বৈশিষ্ট্য আছে ।ছিচেন নামে তিব্বতী ঔষুধ গ্রুপের প্রেসিডেন্ট হিসেবে লেই জুফাং প্রায় এক হাজার সদস্য বিশিষ্ট গ্রুপ নেতৃত্ব করছেন ।তিব্বত, কানসু আর পেইচিং প্রভৃতি এলাকায় তার ঔষুধ উপাদান , উত্পাদন_ঘাঁটি, গবেষনা ঘাঁটি আর বিক্রয়-কেন্দ্র আছে ।ছিচেন তিব্বতী ঔষুধ গ্রুপ প্রতিষ্ঠার আগে চীনে আকার বিশিষ্ট তিব্বতী ঔষুধ শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা অত্যন্ত কমছিল ।দীঘকাল ধরে তিব্বতী ঔষুধ বহুলোকের কাছে অপরিচিত ছিল ।সবার কাছে ঔষুধটি অত্যন্ত রহস্যপূণ। পক্ষান্তরে লোকেরা ঔষুধটির সমৃদ্ধ ঐতিহাসিক সংস্কৃতি আর আশ্চয ফলপ্রসূতা সম্পকে জানেন না ।এটি উপলব্ধি করে ম্যাডাম লেই জুফাং তিব্বতে এসে এখন চীনে বিখ্যাত তিব্বতী ঔষুধ শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন । এ সম্পকে তিনি বলেছেন ,তিব্বতী ঔষুধ এমন একটি ঔষুধ,যার সম্বন্ধে বহু লোকে জানেন না, তবে তার নিজস্ব প্রাধান্য আর উজ্জ্বল ভবিষ্যত আছে ।তার আছে পরিপুণ তাত্ত্বিক ব্যবস্থা আর প্রাচুয অনুশীলনের অভিজ্ঞতা । সুতরাং ছিচেন তিব্বতী ঔষুধ ক্ষেত্রে প্রবেশ করতে সক্ষম এক ভাগ্যবান শিল্পপ্রতিষ্ঠান ।

    তিব্বতের বেশির ভাগের উদ্ভিদ সমুদ্র পৃষ্ঠ থেকে চার-পাঁচ হাজার মিটার উঁচু শীতল জায়গায় থাকে , এগুলোর মধ্যে অনেক ঔষুধ উপাদানের দশ-বারো মিলিমিটার থেকে তিন সেন্টিমিটার বাড়তে বেশ কয়েক বছর লাগবে ।বেশির ভাগ তিব্বতী ঔষুধ সরাসরি টাটকা উপাদান ব্যবহার করে তৈরী হয় , সাধারনতঃ তিব্বতী ঔষুধ গরম করার দরকার নেই, এর ফলাফল অত্যন্ত ভাল ।

    তিব্বতী ঔষুধ তৈরীর প্রক্রিয়ায় লেই জুফাং সাবিকভাবে বৈজ্ঞানিক কলাকৌশল ব্যবহার করেন ।তার কিছু নতুন উত্ভাবন যেমন তিব্বতী ঔষুধের প্রকার তেমনি উত্পাদনের মানও উন্নত করেছে ।একই সময়ে তিব্বতী ঔষুধ শিল্পের বিকাশে দিনদিন সরকারী বিভাগগুলোর সমথনও পেয়েছে । এসম্পকে ম্যাডাম লেই জুফাং বলেছেন ,১৯৯৫ সালে সরকার তিব্বতী ঔষুধকে প্রধান স্থানীয় শিল্প হিসেবে গ্রহন করেনি , ২০০০সালে তিব্বত হোক , ছিংহাই, কানসু , সিছুয়ান , ইয়ুন্নান প্রদেশ হোক, যেখানে তিব্বতী জাতি বসবাস করে আর যেখানে তিব্বতী চিকিত্সা ও ঔষুধের সংস্কৃতি প্রচলিত আছে সরকার শ্পষ্টভাবে সেখানকার তিব্বতী ঔষুধকে স্থানীয় প্রধান শিল্প হিসেবে তালিকাভুক্ত করে ।

    সরকারের সমথন পেয়ে ছিচেন তিব্বতী ঔষুধ গ্রুপের বাষিক বিক্রয়-মূল্য ২০শতাংশ হারে বাড়ে । ২০০৩ সালে ছিচেন গ্রুপের বিক্রয়-মূল্য ২৫কোটি রেনমিনপি হয়েছে । ২০০৪ সালে এর বিক্রয়-মূল্য ৩০কোটি রেনমিনপিতে দাড়াবে বলে অনুমান করা যায় ।বতমানে ছিচেন গ্রুপ পঞ্চাশটির বেশি নতুন ঔষুধ গবেষনা ও তৈরী করেছে ।

    নিজের বিকাশের সংগে সংগে ছিচেন তিব্বতী ঔষুধ গ্রুপ সমাজকে প্রতিদানও দেয় । লেই জুফাং বলেছেন ,ছিচেন গ্রুপ প্রত্যেক বছরে তিব্বতের শিক্ষা, সংস্কৃতি আর দারিদ্র বিমোচনে ২০ লক্ষ রেনমিনপি দান করে ।

    জানা গেছে , বিগত দশাধিক বছরে ছিচেন তিব্বতী ঔষুধ গ্রুপ রাষ্ট্রকে ১০ কোটি ইউয়ান কর দিয়েছে এবং সমাজকে দুকোটি রেনমিনপি মূল্যের জিনিসপত্র উপহার দিয়েছে।

    শিল্পপ্রতিষ্ঠান সম্প্রসারিত হয়েছে বলে ম্যাডাম লেই জুফাং আরও ব্যস্ত হয়েছেন। তিনি বছরে কমপক্ষে এক-তৃতীয়াংশ সময় তিব্বতে থাকেন ।দীঘকাল ধরে মালভূমিতে বসবাস করার কারনে ম্যাডাম লেই জুফাং ইতিমধ্যে খাঁটী হানজাতির মহিলা থেকে তিব্বতী নারীতে পরিনত হয়েছেন ।তার তিব্বতী সহকমীরা কখনো তাকে বাইরের লোক হিসেবে দেখেননি । তার সচিব , তিব্বতী মেয়ে সোনাইয়াংচিন বলেছেন ,তিনি তিব্বতের সংস্কৃতিকে অত্যন্ত সম্মান করেন , এজন্যে আমরা খুব গৌরবান্বিত ।ছিচেন গ্রুপে তিব্বতী মানুষের বেশ মযাদা আছে , আমাদের অভিন্ন কতব্য আছে , তিব্বতী ঔষুধ যাতে আরও বেশী লোক জানতে পারে তার প্রচেষ্টা বরা প্রত্যেক তিব্বতীর আশাআকাঙক্ষা ।

    সোনাইয়াংচিন চীনের কেন্দ্রীয় জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ছাত্রী ।ম্যাডাম লেইর মহতী ব্যক্তির আকষণে তিনি ছিচেন তিব্বতী ঔষুধ গ্রুপ বেছে নিয়েছেন ।আজকের ছিচেন তিব্বতী ঔষুধ গ্রুপে ঔষুধ গবেষনা,তৈরী আর বিক্রয়ের বিশেষ ব্যক্তি সহ সোনাইয়াংচিনের মতো বহু লোক ম্যাডাম লেইর চার পাশে কাজ করছেন ।

    জানা গেছে , বতমানে তিব্বতী ঔষুধ বিশাধিক দেশে বিক্রি হচ্ছে । যুক্তরাষ্ট্র , কানাডা, অষ্ট্রেলিয়া ,মেক্সিকো , সংযুক্ত আরব আমিরাত ছিচেন গ্রুপের সংগে সহযোগিতা করছে ।