পিপলস ডেইলি পত্রিকার খবরে প্রকাশ: এই বছরে চীনের স্বাস্থ্য বিষয়ক কর্তব্যের কেন্দ্র হলো গ্রামীন স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন সাধন, যাতে গ্রামীন চিকিত্সা ব্যবস্থা উন্নত হয়।
১১ তারিখে প্রকাশিত পিপলস ডেইলি পত্রিকার এই খবরে চীনের স্বাস্থ্য মন্ত্রী গাও ছিয়াংয়ের ১০ তারিখে জাতীয় স্বাস্থ্য সম্মেলণে দেয়া ঘোষাণা প্রকাশিত হয়েছে। তিনি বলেছেন, সম্প্রতি সারা চীনের শুধু ২০ শতাংশ চিকিত্সা সম্পদ গ্রামীন অঞ্চলে থাকে। কৃষকদের ওষুধপত্রের অভাবের অবস্থার পরিবর্তন হয় নি। চিকিত্সা নেয়ার জন্য অনেক কৃষককে খুব দূরে যেতে হবে। তা ছাড়া, ৮০ শতাংশ কৃষকদের চিকিত্সা বীমা নেই, তাদের চিকিত্সার ভারী। তাতে দেখা যায় চীনে গ্রামীন স্বাস্থ্য সেবার কর্তব্য জোরদার করা উচিত।
|