v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-01-10 11:29:55    
চীনের চীনামাটির পাত্রের ইতিহাস

cri
    চীনে প্রকৃত চীনামাটির পাত্রের উত্পত্তি হয় তেইশ সাল থেকে দুইশো বিশ সাল পর্যন্ত স্থায়ী পূর্ব হান রাজবংশের আসলে । প্রথমে দক্ষিণাঞ্চলের চেচিয়াং প্রদেশে এবং তার পর চীনামাটির পাত্র তৈরী প্রযুক্তি উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়ে আরো যথেষ্ট অগ্রগতি অর্জন করে । এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো সাদা চীনামাটির উত্পত্তি ।

    সাদা চীনামাটি সবুজ চীনামাটি থেকে বিবর্তিত হয়ে এসেছে । দুয়ের মধ্যে পার্থক্য হচ্ছে আদিম নমুনা ও চক্চকে করবার প্রলেপের মধ্যে লোহার পরিমানের তারতম্যু । সাদা চীনামাটির উত্পত্তি চীনামটির পাত্রাএর বিকাশের উপর অত্যন্ত সুদূরপ্রসারী প্রভাব ফেলে ।

    খ্রীষ্টীয় দশম শতাব্দী থেকে এয়োদশ শতাব্দীর প্রথমদিক পর্যন্ত স্থায়ী থাং আর সুং রাজবংশের আসলে চীনে চীনামাটির পাত্র তৈরীর প্রযুক্তি আরো বিকশিত হয় । এই সময়পর্বে তৈরী একধরনের রঙিন মাটি ও চীনামাটির শিল্পকর্মের নাম থাং সান ছাই । এতে চীনের ঐতিহ্যিক চাইনিজ পেন্টিং , খোদাইকর্ম ও ভাস্কর্য্য ইত্যাদি শিল্পের বৈশিষ্ট্যের প্রয়োগে কয়ে প্রকারের চিত্র ব্যবহার করা হয়েছে । একই বস্তুর উপর একই সময় লাল , সবুজ ও সাদা প্রলেপ ব্যবহার করে উচ্চতাপে পোড়ানোর পর এই তিনটি রঙ একাকার হয়ে গিয়ে রঙবেঙ হয়ে যায় ।

    তেরো শো আটষট্রি থেকে ষোলো শো চুয়অল্লিশ খৃষ্টাব্দ পর্যন্ত স্থায়ী মিং রাজবংশ এবং ষোলো শো চুয়াল্লিশ থেকে উনিশ শো এগারো খৃষ্টাব্দ পর্যন্ত স্থায়ী ছিং রাজবংশের আসল ছিল চীনে চীনামাটির পাত্র তৈরীর স্বর্ণযুগ । এই যুগে তৈরী চীনামাটির পাত্রের সংখ্যা আর গুনগত মান সর্বোচ্চশিখরে পৌঁছেছে । চীনের দক্ষিণাঞ্চলের চিন তে চেন শহর "চীনামাটির পাত্রের নগর" হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর কয়েকশো বছর স্থায়ী মিং ও ছিং রাজবংশের আসলের চীনামাটির পাত্রের জগতে এরই প্রাধান্য । আজ পর্যন্ত চীনের সবচেয়ে দায়ী চীনামাটির পাত্রগুলো এই জায়গারই তৈরী ।

    বিদেশে চীনামাটির পাত্রের রফতানির ইতাহাস শুরু হয় অষ্টম শতাব্দীতে । এর সংগে সংগে "চীনামাটির পাত্রের রাষ্ট্র" হিসেবে চীনের খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে ।

    প্রথমে প্রাধানতঃ এশিয় অঞ্চলে চীনের মৃত্পাত্র ও চীনামাটির পাত্র রফতানি হতো । সপ্তদশ শতাব্দিতে পদার্পনের পর পশ্চিম ইউরোপের রাজদরবারে চীনের চীনামাটির পাত্র সংগ্রহ করার হিড়িক পড়ে যায় । পর্তুগাল নতুন পরিবহন লাইন চালু করার পর চীনামাটির পাত্র ইউরোপীয় সমাজের সবচেয়ে মূল্যবান উপহারসামগ্রিতেও পরিণত হয় । একটি অসম্পূর্ণ পরিসংখ্যান অনুযায়ী সপ্তদশ শতাব্দীতে চীন প্রতিবছর প্রায় দুই লক্ষ চীনামাটির পাত্র রফতানি করেছে । কিন্তু অষ্টাদশ শতাব্দীতে প্রতিবছর সর্বোচ্চ প্রায় দশ লক্ষ চীনামাটির পাত্র রফতানি করেছে ।

    চীনের চীনামাটির পাত্র সারা বিশ্বে রফতানি হচ্ছে এবং বিশ্বপণ্যে পরিণত হয়েছে । ইংরেজী চায়না শব্দটিও চীনের চীনামাটির পাত্রাএর সংগে বৃটেন তথা ইউরোপ মহাদেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে চীনামাটির পাত্রাএর নামান্তরে পরিণত হয়েছে । ফলে ইংরেজী চায়না শব্দটি "চীন" ও "চীনামাটির পাত্র" এই দুই অর্থ প্রকাশ করেছে । চীনের প্রাচীনকালের মৃত্পাত্র ও চীনামাটির পাত্র তৈরীর গৌরব অজ্জ্বল সাফল্য এবং এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ার কল্যাণে চীনের নিজস্ব বৈশিষ্ট্যসম্পন্ন এই ধরণের বস্তু বিশ্ব জনগণের কাছে ব্যাপক সমাদর পেয়েছে । চীন এবং চীনামাটির পাত্র চিরকাল একাকার হয়ে থাকবে ।