১৯১২ সালের ৫ই মার্চ থেকে ২২শে জুলাই পর্যন্ত সুইন্ডেনের রাজধানী স্টকহোমে পঞ্চম ওলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়। আসলে প্রথমে সেবারকার ওলিম্পিক গেমস জর্মানীর বার্লিনে আয়োজিত হওয়ার কথা ছিল। তবে ১৯০৯ সালের মে মাসে বার্লিনে আন্তর্জাতিক ওলিম্পিক কমিটির দ্বাদশ অধিবেশন আয়োজনের কয়েক মাস আগে জার্মানীর সেবারকার ওলিম্পিক কমিটির চেয়ারম্যান হঠাত্ মারা যান।এই কারণে জার্মানী সেবারকার ওলিম্পিক গেমস আয়োজনের সুযোগ পরিত্যাগের কথা ঘোষণা করে। সুতরাং সুইজল্যান্ড ইতস্তত না করে পঞ্চম ওলিম্পিক গেমস আয়োজনের দায়িত্ব গ্রহণ করে।
সেবারকার ওলিম্পিক গেমসের অর্থ সংগ্রহ করার জন্যে সুইজল্যান্ডে প্রথমবার বিশেষ লটারি টিকিট আর ভিউ-কার্ড প্রকাশিত হয়। একটি বিশাল স্ট্যাডিয়াম নিমিত হয় যাতে ৩৭ হাজার দর্শক বসতে পারে। এই স্ট্যাডিয়াম এখনও ব্যবহার করা হচ্ছে।
১৯১২ সালের জুলাই মাসের ৭ তারিখে পঞ্চম ওলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠনের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সুইডেনের নারীদের দলগত জিমন্যাসিকস প্রদর্শনী দেখানো হয়। মোট ২০৫৪ জন ক্রিড়াবিদ সেবারকার ওলিম্পিক গেমসে অংশ নেয়।ক্রিড়াবিদের মধ্যে ৫৭ জন নারী। ২৮টি দেশ সেই ওলিম্পিক গেমসে যোগ দেয়। এশিয়ার জাপান প্রথম বার সেবার ওলিম্পিক গেমসে দু জন ক্রিড়াবিদ পাঠায়। সেবারকার ওলিম্পিক গেমসে কোনো কোনো ইভেন্ট কিছুটা পূর্ণবিন্যস্ত করা হয়।অতিরিক্ত ঝঁকিপূর্ণ ,শরীরের পক্ষে ক্ষতিকর এবং জনপ্রিয় নয় এমন ইভেন্ট বাতিল করা হয়। যেমন মুষ্টিযুদ্ধ ফ্রিস্টাইল কুস্তি,ভারোক্তোলন ,হকি ,সুটিং ইত্যাদি।তবে ইত্যেমধ্যে কয়েকটি নতুন ইভেন্টও সংযোগ করা হয়। যেমন পেনটাজলন , নারী সাতার এবং প্রচীন ওলিম্পিক গেমসে দেখানো শিল্পকর্ম ইভেন্ট ইত্যাদি।চতুর্থ ওলিম্পিক গেমসের নিয়ম অনুযায়ী প্রত্যেক ইভেন্টে প্রতি দেশের ১২ জন ক্রিড়াবিদ অংশ নিতে পারতো।কিন্তু চতুর্থ ওলিম্পিক গেমসের ভিক্তিতে পঞ্চম ওলিম্পিক গেমসে আরো তিন জনের স্থান দেওয়া হয়।
সেবারকার ওলিম্পিক গেমসের দৌড়-ঝাপ-নিক্ষেপে প্রথম বার স্টপ ওয়াচ এবং গন্তব্য লাইলে টিভির ব্যবস্থ করা হয়। যার ফলে দৌড় প্রতিযোগিতার প্রথম ছয় নম্বরের রেকর্ড লিপিবদ্ধ করা হয়। সেবারকার ওলিম্পিক গেমসের সুটিং প্রতিযোগিতায় ফ্রান্সের ক্রিড়াবিদ সামরিক রাইফেলের ৬০০ মিটার আর ঐচ্ছিক রাইফেলের ৩০০ মিটার ইভেন্টের চ্যাম্পীয়ন হন।অতীতে এই ইভেন্টে সব সময়ে বৃটিশ আর মার্কিন ক্রিড়াবিদরা শীরোপা পেতেন। হরিণ সুটিং প্রতিযোগিতায় ৬৪ বছর বয়স্ক সুইজল্যান্ডের নিশানাবিদ সিভ্যান ২৫ রিং অর্জন করে শীরোপা পেয়ে ওলিম্পিক ইতিহাসে সবচেয়ে বয়স্ক চ্যামপীয়ন।তা ছাড়া সেবারকার ওলিম্পিক গেমসে ৪৬ জন নারী সাতারু সাতার প্রতিযোগিতায় অংশ নেন। উল্লেখ্য অতীতে নারীরা শুধু লংটেনিস ,সুটিং , গল্ফ ইত্যাদি প্রতিযোগিতায় যোগ দেয়।
প্রচীন ওলিম্পিক গেমসের ঐতিহ্য পরিস্ফুর্ত করার উদ্দেশ্যে সেবারকার ওলিম্পিক গেমসে প্রথম চারূ ও কারুশিল্প যুক্ত করা হয়। প্রতিযোগিতাকে পাচটি ইভেন্টে ভাগ করা হয়। এ পাচটি ইভেন্ট ছিল ,স্থাপত্য,আঁকা,ভাস্কর্ষ, সংগীত আর সাহিত্য। সুতরাং এই প্রতিযোগিতাকে পাচ ইভেন্টের সংস্কৃতি বলে গণ্য করা হতো।
সেবারকার ওলিম্পিক গেমসে অংশ গ্রহণকারী ক্রিড়াবিদদের মধ্যে পরে কয়েক জন লোক হোমরাচোমরা হয়ে গেলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন মার্কিন ক্রিড়াবিদ বুলিনভিজি যিনি ৪০ বছর পর অর্থাত্ ১৯৫২ সালে আন্তর্জাতিক ওলিম্পিক কমিটির চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হন। তিনি এই পদে ২০ বছর স্থায়ী ছিলেন।আরেক জন মার্কিন ক্রিড়াবিদ যিনি দ্বিতীয় মহা যদ্ধে বিশ্ব -বিখ্যাত জেরারেল। তার নাম হলেন বাদন। জার্মানীর ক্রিরাবিদ হায়টে পরেও এবজন বিখ্যাত ব্যক্তি হন। তিনি আন্তর্জাতিক ওলিম্পিক কমিটির সদস্য ও জার্মানীর ওলিম্পিক গেমসে প্রথম বার দর্শনের সংখ্যাণিরুপিত হয়। ৩২৭ ,২৮৮ জন দর্শক পঞ্চম ওলিম্পিক গেমস চলাকালে আন্তর্জাতিক অপেশাগত দৌড়-ঝাঁপ-নিক্ষেপ সৌসাইতি গড়ে তোলা হয়।
ওলিম্পিক গেমসের সমাপ্নী অনুষ্ঠান শুরু হওয়ার আগে প্রথম বারের মতো অশ্বারোহী খেলার প্রতিযোগিতা হয়। যার ফলে সমাপ্নী অনুষ্ঠানের পরিবেশ আরো প্রাণবন্ড হয়। এই ধরনের বন্তোবস্ত পরে একটি ঐতিহ্যে পরিণত হয়। পদক বিতরণ অনুষ্ঠানে রাজা স্বর্ণ পদক বিতরণ করেন। সেবারকার ওলিম্পিক গেমস অপেক্ষাকৃতভাবে সফল হয় এবং একটি যোগ্য আধুনিক তাত্পর্যসম্পন ওলিম্পিক গেমস বলে গণ্য করা হয়।
|