আজকের অনুষ্ঠানে আমাদের প্রধান বিষয় হচ্ছে "বিবাহ"। আমাদের প্রত্যেকের জীবনে বিবাহ একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে ।কিন্তু কে জানে ,বিবাহ আমার জন্যে কি অর্থ? হয়তো ,এই সমস্যা অনেক লোক বিবেচনা করেন না ,কারণ এটা আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ পরিবর্তন করেছে ,এটা হচ্ছে একটি রেওয়াজ । চীনে প্রত্যেক লোক ২৫ বছর বয়সের কাছাকাছি সময়ে বিবাহের সমস্যা বিবেচনা করছেন ,এটা আমাদের একটি রেওয়াজের মতো । কিন্তু আমি মনে করি, বিবাহ সম্পর্কে বিভিন্ন মনোভাব ,আমাদের জীবনের গুনমান স্থির করতে পারে । এই বিষয় বলার আগে , আমাদের সংগে একত্রে একটি গান শোনবেন । তার নাম হচ্ছে :আমি বিশ্বাস করি ।
গানের কথা হলো :
আমি বিশ্বাস করি,মায়ের অশ্রু আর ছেলে -মেয়ের চোখ,
আমি বিশ্বাস করি, এই পৃথিবীতে আন্তরিক প্রেম আছে ,
আমি বিশ্বাস করি, প্রেম খুবই দৃঢ় ,
আর forgive হচ্ছে একটি সুন্দর বৈশিষ্ট্য ।
আমি বিশ্বাস করি, নিঃস্বার্থ উত্সর্গ করা আন্তরিক প্রেমের উত্স্য ।
আচ্ছা ,আমার প্রিয় বন্ধুরা,আমি বিশ্বাস করি, যার জীবনে প্রেম আছে,তার জীবন সুন্দর হয়, তাই না ?বিবাহ সম্পর্কে আপনাদের ধারণা কি? কিছু লোক মনে করেন ,বিবাহ হচ্ছে জীবনের একটি প্রক্রিয়া, তাই ২৫ বছর বয়সে তাঁরা অন্যজনকে খুঁজে বের করে একসংগে একটি নতুন পরিবার গঠিত করেন । কিন্তু সমাজের উন্নতির সংগে সংগে আরো বেশী লোক মনে করেন, শুধু তারা পরস্পরকে ভালবাসলেই কেবল তারা বিবাহ করবেন । আমাদের বেশীর ভাগ লোক প্রেম করার মাধ্যমেই বিয়ে করেছেন । কিন্তু আমি মনে করি, বিবাহ প্রেমের গন্তব্যস্থান নয়, তা হচ্ছে একটি নতুন প্রেমের সূচনা । তাই আমরা আগেচেয়ে তার ওপর বিবিড় দৃষ্টি রাখবো ।সম্প্রতি আমি বিবাহ সম্পর্কে একটি নতুন ধারণা শুনেছি । আমি মনে করি তার মধ্যে কিছু অংশ সঠিক। এই নতুন ধারণার প্রধান বিষয় হচ্ছে নিজের দায়িত্ব । গানের পর, আমি বিস্তারিভাবে আপনাদের একটি ধারণা বর্নণা করবো । এই গানের নাম হচ্ছে আমার প্রেম তোমার সংগে।
গানের কথা হলো :
আমার প্রেম তোমার সংগে ,
আমি মনে প্রাণে তোমাকে ভালোবাসি,
আমার প্রেম তোমার সংগে ,
কোনো অসুবিধা আমি ভয় করি না ।
আমার সামনে কোনো বাধা নেই ,
সকল গভীর প্রেম আমি তোমাকে দিয়েছি ।
খুবই সুন্দর একটি গান ,এতে প্রেমিক-প্রেমিকার স্বপ্ন বলা হয়েছে । ওকে, এখন আমি আবার বিবাহের বিষয়ে ফিরে আসি । "নিজের দায়িত্ব"নামে এই নতুন ধারণা একটি অনুষ্ঠানে আমার একজন বন্ধু আমাকে জানিয়েছেন ।তার অর্থ হলো: বিবাহে ,প্রত্যেক জনের নিজের দায়িত্ব আছে ,যেমন নারীর দায়িত্ব হচ্ছে ভালোভাবে বাড়ির বিষয়াদি সমাধান করা, পুরুষের দায়িত্ব হচ্ছে স্ত্রী,ছেলে-মেয়ে আর বাবা-মার জন্যে আরো ভালো পরিবেশ সৃষ্ট করা, শুধু প্রত্যেকজন নিজের দায়িত্ব ভালোভাবে পালন করলেই ,কেবল তার জীবন সুন্দর হবে । এই ধারণা সম্পর্কে আপনাদের মতামত কি? আমি তার মধ্যে কিছু অংশ ঠিক বলে মনে করি । অন্য অংশের সংগে এক মত হতে পারছি না ।হ্যাঁ,বিবাহে আমাদের প্রত্যেকের সত্যিই নিজের দায়িত্ব আছে ,কিন্তু বিভিন্ন বাড়িতে বিভিন্ন দায়িত্ব আছে । তাই, আমি মনে করি, একটি সুন্দর বিবাহের জন্যে আপনাদের পরস্পরের আস্থা আর সমঝোতা সবচেয়ে গুরুত্বপূর্ণ ।তাই,আপনারা বিয়ের আগে নিজেকে একটি প্রশ্ন করবেন ,দুজনের মধ্যকার প্রেম কত বেশী ?এই সম্পর্কে আমরা একসংগে একটি গান শুনবো ।তার নাম হচ্ছে আগামীকাল আমার বিয়ে হবো ।
গানের কথা হলো:
আমার মনে সময় মিনিটে মিনিটে কেটেছে ,
আমার চোখে অনেক অমীমাংসীত সমস্যা আছে ,
আমার মন খুব তাড়াতাড়ি ছটফট করছে ,
আমি প্রশ্ন করছি যে, আমাদের প্রেম কত বেশী ?
আগামীকাল আমি তোমার সংগে বিয়ে করবো ,
আমার মনে যেমন আনন্দ তেমনি উত্তজনা।
বিবাহ আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ পর্ব । তা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সুন্দরতম আর সবচেয়ে মুল্যবান সময় দখল করেছে । তাই , আমাদের প্রত্যেকের প্রেমে নিজের বিবাহকে সম্মান প্রদর্শন করা উচিত ।আমি মনে করি, শুধু বিবাহের দুজনের মধ্যে পারস্পরিক আস্থা আর সমঝোতা থাকলেই কেবল তাদের বিবাহ আনন্দ হবে ।কারণ, বিবাহের অভিজ্ঞতা হচ্ছে পরস্পরের সাহয্য আর নির্ভর করার একটি প্রক্রিয়া । আমাদের এই সবচেয়ে মুল্যবান সময়ে,অনেক ঘটনা ঘটবে , এবং অনেক বাছাই আছে । এই সময়ে আমরা আমাদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে । তাই, এই সময়ে পরস্পরের সমর্থন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।কারণ তা আমাদের জীবনের পথ পভাবিত করবে । দূর-দূরান্তের আপনারা আমার এই ধারণার সংগে একমত? আমরা আশা করি ,আরো বেশি বন্ধু আমাদের কাছে আপনাদের নিজেদের ধারণা বলবেন। এখন সকল বন্ধুর কাছে একটি গান উপহার দেবো । তার নাম হচ্ছে :প্রিয়তমা।
গানের কথা হলো :
আশা করি,
আমার প্রেম স্থায়ীভাবে তোমার সংগে ।
তুমি জানো, আমি তোমার জন্যে উদ্বিগ্ন।
আমাকে আস্থা দেবে,
তোমার প্রেম স্থায়ীভাবে আমার মনে থাকবে ।
তুমি জানো,
আমার প্রেম চিরকাল অপরিবর্তিত থাকবে ।
আমরা পরস্পরের এই প্রেম রক্ষা করবো ,
কারণ, জীবনে ঘনিষ্ঠ প্রেমিক বা প্রেমিকা খুঁজে বের করা ,খুবই কঠিন ।
|