তিব্বতী জাতি চীনের ছাপ্পান্নটি জাতির অন্যতম।তিব্বতের লোকসংখ্যা প্রায় ৪০ লক্ষ। অধিকাংশ তিব্বতী থাকে পৃথিবীর ছাদ বলে পরিচিত ছিং-জাং মালভূমিতে । ছিং-জাং মালভূমির আয়তন পঁচিশ লক্ষ বর্গ কিলোমিটার এবং তা চীনের মোট আয়তনের এক চতুর্থাংশ। উত্তর ছিং-জাং মালভূমি একটি প্রাকৃতিক চারন ভূমি।
উত্তর ছিং-জাং মালভূমি নামক এই গান বিমূর্ত হয়েছে মালভূমির হৃদয়গ্রাহী দৃশ্য,আকাশ ছোঁয়া পর্বতের চুড়ায় সারা বছর থাকে জমাট বাঁধা বরফ। পর্বতের পাদদেশের ঘন সবুজ ঘাসের মধ্য দিয়ে কলকল করে বয়ে চলছে স্বচ্ছ ঝরনার পানি। এখানে সেখানে রংবেরংয়ের ফুল ফুটেছে। মালভূমির মেয়েরা আবেগাপ্লুত কন্ঠে গান গেয়ে মনের বাণী ব্যক্ত করছে।
ছিং-জাং মালভূমির জুমোলাংমা শৃংগ পৃথিবীর সর্বোচ্চ শৃংগ, তিব্বতী ভাষায় লাংমা মানে দেবী।
তিব্বতী জনসাধারণ ইয়ালুজাংপু নদীকে মাতৃনদী বলে ডাকেন । নৌকা বাওয়ার সময়ে মাঝিরা যে ঝড় আর উত্তাল তরংগোচ্ছাসের সংগে সংগ্রাম করে অদম্য মনোবলের পরিচয় দেয় এবং তাদের নিরাপত্তার জন্য মেয়েরা সর্বান্তকরনে প্রার্থনা জানায়, তা এই গানে ফুটিয়ে তোলা হয়েছে।
|