v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2004-12-31 09:47:56    
ছিল তুল হল ঢেঁকি: লোনান গ্রাম আজ বড়ই সুখী

cri
    দক্ষিণ চীনের উপকূলীয় কুয়াংতুং প্রদেশের নান্হাই শহরে লোনান ছুন নামে একটি গ্রাম আছে। এই গ্রামের পরিবেশ খুব সুন্দর। গ্রামে পাকা সড়ক আছে আর গ্রামবাসীদের বাড়িঘরের চারপাশ সবুজ গাছপালায় ঘেরা। এই গ্রাম কিন্ডারগাটেন ও প্রাথমিক স্কুল আছে। শহরের বৃদ্ধবৃদ্ধাদের মতো এই গ্রামের বৃদ্ধবৃদ্ধাদের অবসর ভাতা আছে। তাছাড়া গ্রামের ক্লিনিকে গ্রামবাসীদের জন্য বিনাপয়সায় চিকিত্সার ব্যবস্থাও করা হয়। নিজেদের সুখী জীবন প্রসংগে লোনান গ্রামের লোকেরা তাদের গ্রামের পাটি-শাখার সম্পাদক আর লোনান চীনা মাটি ও চীনা মাটির তৈজসপত্র শিল্প গোষ্ঠীর চেয়ারম্যান কুয়ান রেন ইয়াও-এর খুব প্রশংসা করেন।

    দশ বারো বছর আগে লোনান গ্রাম খুব স্বচ্ছল ছিল না। গ্রামবাসীরা ঐতিহ্যিক কৃষিকর্মের উপর নির্ভর করে' কোনোরকমে নিজেদের অন্ন-এর সমস্যা সমাধান করতেন। তার পর গ্রামে কয়েকটি ছোট প্রকৃইয়াকরন কারখানা স্থাপন করা হয়েছে এবং এ সব কারখানা ব্যবস্থাপনা করার জন্য তখনকার ২৯ বছর বয়স্ক কুয়ান রেন ইয়াওকে ক্ষমতা দেয়া হয়েছে।তখন থেকে কুয়ান রেন ইয়াও শিল্প সংস্থা চালাবার উপর নির্ভর করে গ্রামবাসীদের জীবনযাত্রায় সচ্ছলতা আনার চেষ্টা করে আসছেন।

    এক বাজার জরীপ রিপোর্ট থেকে দেখা যায়, চীনের শহর ও গ্রামাঞ্চলের জনসাধারণের জীবনযাত্রার মান উন্নত হওয়ার সংগে সংগে নির্মানকাজে ব্যবহার্য চীনা মাটি ও চীনা মাটির তৈরী সামগ্রীর ব্যাপক ভবিষ্যত সম্ভাবনা আছে। ১৯৮৮ সালে তিনি চীনা মাটি ও চীনা মাটির তৈজসপত্র উত্পাদন লাইন গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছেন। এই ক্ষেত্রে পেশাগত প্রশিক্ষন গ্রহনের জন্য তিনি ইতালি গিয়েছিলেন। উত্পন্ন দ্রব্যের নির্ভরযোগ্য গুনগত মানের ভিত্তিতে লোনান মার্কা চীনা মাটি ও তাদিয়ে তৈরী তৈজসপত্র ব্যাপক বাজার পেয়েছে। মাত্র এক বছরের মধ্যেই তার বিনয়োজিত এক কোটি ইউয়ান পূঁজি ফিরে পেয়েছেন তিনি। তার পর যে মুনাফা হয়েছে, তা ব্যবহার করে' কুয়ান রেন ইয়াও প্রতিবছর দু-একটি করে চীনা মাটি ও চীনা মাটির তৈজসপত্র করখানা নির্মান করেন। গত দশ বারো বছরে লোনান শিল্প সংস্থা একটি ছোট কারখানা থেকে চীনা মাটি ও চীনা মাটির তৈজসপত্র,প্যাকিং ও ছাচ বিশিষ্ট একটি শিল্প গোষ্ঠীতে পরিনত হয়েছে। ১৯৯৯ সালে এই শিল্প গোষ্ঠীর আয় ৮০ কোটি ইউয়ান, গ্রামবাসীদের মাথাপিছু গড়পড়তা আয় ১২ হাজার ইউয়ান আর সমগ্র গ্রামের মাথাপিছু গড়পড়তা পূঁজি এক লক্ষ ইউয়ান দাঁড়িয়েছে।

    গ্রাম ও গ্রামবাসীরা সমৃদ্ধ হয়েছেন। শিল্প সংস্থার চেয়ারম্যান ও গ্রামের দায়িত্বশীল ব্যক্তি-হিসেবে কুয়ান রেন ইয়াও সর্বপ্রথমে গ্রামের পরিবেশ উন্নত করার কথা বিবেচনা করেছেন। লোনান গ্রামের সার্বিক পরিবেশ উন্নত করার একটি কার্যক্রম প্রনয়ন করার জন্য তিনি বিশেষজ্ঞদের আস-এন জানিয়েছেন। গ্রামের সড়ক পূনঃনির্মানের জন্য তিনি লোনান চীনা মাটি ও চীনা মাটির তৈজসপত্র শিল্প গোষ্ঠীর থেকে ৮ কোটি ইউয়ান অর্থ বরাদ্দ করেছেন। গ্রামবাসীদের উপকারের জন্য গ্রামের বুনিয়দি ব্যবস্থার নির্মান কাজে তিনি যে প্রানপণ প্রচেষ্টা চালিয়েছেন, তাতে গ্রামবাসীরা খুব মুগ্ধ হয়েছেন। এখন লোনান গ্রামে ২০ কিলোমিটারেরও বেশি দার্ঘ পাকা সড়ক নির্মান করা হয়েছে। লোনান গ্রাম কয়েকটি ওয়ার্ড বিভক্ত। প্রতিটি ওয়ার্ডে একটি করে' পার্ক, একটি করে' সাংস্কৃতিক কেন্দ্র আর একটি করে' আলোকসজ্জিত খেলার মাঠ আছে।

    এখন বহু গ্রামবাসী খেলতে পছন্দ করেন। প্রতি বছর কুয়ান রেন ইয়াওয়ের উদ্যোগে দু'একবার গ্রামবাসীদের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হয়। গ্রামে মোট ১ হাজারেরও বেশী বাস্কেটবল ও ফুটবল খেলোয়াড় আছে, ১৫টি নারী বাস্কেটবল দল আছে। ৫০ বছরেরও বেশি বয়সী কোনো কোনো গ্রামবাসীও বাস্কেটবল প্রতিযোগিতায় অংশ নেন।

    কুয়ান রেন ইয়াওয়ের সমর্থনে গ্রামে কিন্ডারগার্টেন ও প্রাথমিক স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। ছেলেমেয়েদের পড়াশুনার একটি আরামদায়ক পরিবেশ গড়ে তোলার জন্য তার অর্থ বরাদ্দে প্রাথমিক স্কুলে কম্পিউটার ক্লাস্রুম প্রতিষ্ঠিত হয়েছে। চীনের অন্যান্য গ্রামাঞ্চলে এটা খুবই বিরল।

    জ্ঞান ও বুদ্ধির উপর গুরুত্ব আরোপ করে গ্রামের তরুনতরুনীদের উত্সাহ দেয়ার জন্য কুয়া রেন ইয়াও গ্রামের নিয়মবিধি প্রনয়ন করেছেন। এই নিয়মিবিধি অনুযায়ী, ছেলেমেয়েরা উচ্চ মাধ্যমিক স্কুল থেকে স্মাতক হতে না পারলে গ্রামের শিল্প সংস্থায় তাদের জন্য কর্মসংস্থান হবে না। যারা উচ্চ মাধ্যমিক স্কুল লেখাপড়া করে, তাদের জন্য প্রত্যেক বছর ১ হাজার ইউয়ানের অর্থ ভর্তুকী দেয়া হবে এবং যারা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, তাদের জন্য প্রত্যেক বছর ২ হাজার ইউয়ান ভর্তুকী দেয়া হবে। বর্তমানে লোনান গ্রামের বেশির ভাগ লোক উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বা উচ্চ মাধ্যমিক স্কুল পর্যায়ের শিক্ষা পেয়েছেন। তা ছাড়া গ্রামে এম বি এ কোর্স চালু করার জন্য কুয়ান রেন ইয়াও দক্ষিণ চীনের কুয়াংতুং প্রদেশের প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়-ছুংসান বিশ্ববিদ্যালয়ের প্রফেসারকেও আমন্ত্রন জানিয়েছেন।