v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2004-12-30 10:46:33    
বুড়িমা হাও ও তার বৌমা মিস লী

cri
    অনেকেই বলে থাকেন যে, শ্বাশুড়ি আর বৌমার সম্পর্ক এক সবচেয়ে কঠিন সম্পর্ক,এই সম্পর্ক এমন এক প্রাকৃতিক দ্বন্দ্ব যা সমাধান করা যায় না ।কথাটা কি সত্য?প্রবন্ধটিতে যে শ্বাশুড়ি আর বৌমার গল্প জানানো হবে তাদের সম্পর্ক খুব ভাল,তারা হচ্ছেন বুড়িমা হাও আর তার বৌমা মিসেস লি ।

    আমাদের জীবিত থাকার পরিবেশের পরিবর্তনের সংগে সংগে মানুষে-মানুষে সম্পর্কের সামান্য পরিবর্তনও হয় ।শ্বাশুড়ির ব্যবহার সম্পর্কে বৌমা মিস লি বলেছেন , শ্বাশুড়ি আমার আপন মার মতো আমাকে অত্যন্ত আদর করেন ।সারা দিনের কাজ শেষে যখন আমি বাড়ি ফিরে আসি তখন তিনি সন্ধ্যার খাবার আর তরকারী সব প্রস্তুত করেছেন। আমি কিছু সাহায্য করতে চাইলে তিনি বলবেন, বিশ্রাম নাও, সারা দিন অফিসে কাজ করায় তোমাদেরও ক্লান্তি হয় । আমি করতে পারি ।

    বৌমা সম্পর্কে বুড়িমা হাও বলেছেন , আমার বৌমা আমার সাথে অত্যন্ত ভাল ব্যবহার করে, দেখুন, আমার গায়ের কাপড়- চোপড় সবই বৌমা কিনেছে ,সে আমাকে বলেছে , রংবেরংয়ের পোষাক পরলে বুড়ো মানুষকে কম বয়সী মনে হয় ।তাই সে আমাকে লাল ,সবুজ রঙের অথবা ফুলতোলা    সুন্দর সুন্দর কাপড় কিনে দেয়। আমার সহকর্মী, বন্ধু , প্রতিবেশীরা আমাকে খুব ঈর্ষা করে , আমিও অত্যন্ত খুশি । আমি এক ভাল বৌমা পেয়েছি ।

    বুড়িমা হাও আর তার বৌমা লি আপন মা- মেয়ের মতো সহাবস্থান করে দিন কাটাছেন , তবে তাদের মধ্যে কখনো কোনো দ্বন্দ্ব বা সংঘাত নেই?মানুষে-মানুষের ভালবাসা থাকার মতো মানুষেমানুষে দ্বন্দ্বও আছে । এসম্পর্কে বুড়িমা হাও বলেছেন , আছে, খরচ, আর বাচ্চাকে শিক্ষা দেয়ার ব্যাপারে আমাদের দ্বন্দ্ব আছে। যেমন শাকসব্জী কেনার সময়ে আমি সস্তায় কিনি, কিন্তু বৌমা যেটা ভাল এবং দামী সেটা কিনে ।তার কাপড়চোপড় বেশি,সে কোনোটা একবার পরে,কোনোটা একবারও পরে না , নতুন এবং পছন্দসই কিছু দেখলেই সে-সব ফেলে নতুনটা কিনতে চায়,তার এই অমিত্যব্যয়িতার আচরণ আমি পছন্দ করি না । বাইরে গেলে নাতির যাই পছন্দ হয় আমি তাকে তা কিনে দেব এবং আমি চাই না ছোটো বাচ্চাকে অতিরিক্ত শেখাতে ।

    বৌমা লি বলেছেন ,সাধারনতঃ আমি টাটকা এবং পুষ্টিকর সব্জী কিনি এবং ফল খাওয়ার সময়ে যেটা ভাল সেটা আগে খাব ,তাহলেই আমরা সবসময়ে টাটকা আর ভাল ফল খেতে পারি। শিক্ষার ব্যাপারে আমি চাই মেয়েকে ছোটোবেলা থেকে বেশী শেখাতে, বেশি শিখে নিলে বড় হওয়ার পর তার উপকার হবে। আমি তরুনি মানুষ , নতুন পোষাক পছন্দ করি , যেটা পছন্দ হয় সেটা কিনব,আমার আশেপাশে বন্ধুরা,এখনকার যুবকযুবতিরা আমার মতো, হয়ত এটা যুগের স্রোতের সংগে সামন্জস্যপূর্ণ ।

    বুড়িমা হাওয়ের দুই ছেলে আছে । বৌমা লি তার ছোটো ছেলের স্ত্রী । দুই বৌমাকে শ্বাশুড়ি একই দৃষ্টিতে দেখেন কিনা সে সম্পর্কে বৌমা লি বলেছেন , বড় ভাই আর ভাবির ছেলে হয়েছে আর আমাদের মেয়ে হয়েছে ।প্রথমে আমি মনে করি ,মেয়ের চেয়ে শ্বাশুড়ি ছেলেকে বেশি গুরুত্ব দেন,তাই তিনি আমার মেয়ে অর্থাত নাতিনীর চেয়ে ভাবির ছেলে অর্থাত তার নাতিকে বেশি আদর করেন ।বুড়িমা হাও বলেন, তার চোখে নাতি নাতিনী একই, তিনি দুজনকে একইভাবে আদর করেন । কিছুকিছু ব্যাপারে তাদের পার্থক্য আছে ।

    বুড়িমা হাও আর তার বৌমা লির মধ্যে পরস্পরকে মুগ্ধ করার এমন গল্প আছে অনেক । এসম্পর্কে বৌমা লি বলেছেন, কোনো এক শরত্কালের একদিন বৃষ্টি হচ্ছিল, কিন্তু আমার ছাতা ছিল না , আমার খুব চিন্তা ছিল যে, কি করব,ছাতা না থাকলে ভিজে যাবো । কিন্তু বাস থেকে নামার সংগে সংগে আমি দেখলাম, আমার শ্বাশুড়ি ছাতা নিয়ে বাস স্টেশনে দাঁড়িয়ে আছেন, তার হাতে আর একটা ছাতা ছিল, ওটা আমার জন্যেই এনেছেন তিনি ।এত ভারী বৃষ্টিতে তিনি কতক্ষন যে অপেক্ষা করেছিলেন ,তাই ভেবে আমার চোখ দুটো জলে ভরে যায় । আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি ।আমি মনে করি , যদি আমাদের মধ্যে কোনো না কোনো দ্বন্দ্ব থাকে এখন তা আর গুরুত্বপূর্ণ নয় ।

    বৌমার কি কি আচরনে তিনি মুগ্ধ হয়েছেন এ সম্পর্কে বুড়িমা হাও বলেছেন , ২০০২ সালের শীত্কালের এক সকালে বরফ পড়ছিলো ।তখন আমি পার্কে শরিরচর্চা করছিলাম, অসাবধানে আমি হোঁচট খেয়ে মাটিতে পড়ে যাই, কোমরে প্রচন্ড ব্যথা ।পায়ের হাঁড় ভেংগে গেছে ।নড়াচড়া করা এমন কি হাতপা ধুয়া , বাথরুমে যাওয়া ইত্যাদি অসুবিধা হয়েছে আমার । কে আমাকে দেখাশোনা করবে? বৌমা? সে কি সম্ভব? না ,সে আধুনিক,সুন্দরসুন্দর কাপড় পরে আমাকে দেখাশোনা করার সময়ে নিজের কাপড় নঙরা হতে পারে ,তার ভয় নেই ?পক্ষান্তরে আমাদের মধ্যে দ্বন্দ্ব আছে, সংঘাতও হয়েছে, সে আমাকে যত্ন করে দেবে ?অসম্ভব । কিন্তু এসময়ে আমার এই ছোটো বৌমা আমাকে দেখাশোনা করার জন্যে অফিসে যাওয়া বন্ধ করলো,আমি যা খেতে চাই সে তা রান্না করতো বা দোকানে গিয়ে তা কিনতো, এমনকি সে আমাকে পায়খানা করতেও সাহায্য করতো । আমি কখনো ভাবতে পারিনি, আমি এমন একভাল বৌমা পেতে পারি , একথা ভাবতে ভাবতে আমি আন্তরিকভাবে খুশি হই ।আমি আত্ম-সমালোচনা করি যে, আগে আমি তাকে ভুল বুঝেছি । আমরা শ্বাশুড়ি আর বৌমা এক পরিবারের লোক , পরে কোনো কথা থাকলে আমি বৌমার সংগে আলাপপরামর্শ করব, আমাদের মধ্যে আর আগের মতো সংঘাত হবে না ।

    নিজের দৃষ্টিতে সুখের কি অর্থ দাঁড়ায়? এ সম্পর্কে বৌমা লি বলেছেন ,আমার শ্বাশুড়ির স্বাস্থ্য ভাল , আমাদের ভুল বুঝাবুঝি মিটে গেছে,আমরা আনন্দের সংগে এক সাথে সহাবস্থান করি , শ্বাশুড়ি আমাকে আদর করেন ,আমি তাকে শ্রদ্ধা করি,এটা সত্যিই এক অত্যন্ত সুখের ব্যাপার ।বুড়িমা হাও বলেছেন ,আমার এক ভাল বৌমা আছে ,এটা আমার সবচেয়ে সুখের ব্যাপার ।

    বুড়িমা হাও আর বৌমা লি দুজনই আমাদের সকলেরই অভিন্ন আশা-আকাঙক্ষা ব্যক্ত করেছেন ,তাদের দৈনদিন জীবন আরো সুখী ,আরো আনন্দময় হবে বলে আমরা আশা করি ।পৃথিবীর সব বন্ধুদের সুখী আর আনন্দের জীবন কামনা করি ।