আজকের অনুষ্ঠানে আমি আপনাদের সংগে বিশ্ববিদ্যালয়ের বন্ধু সম্পর্কে কিছু বলবো । শুরু করার আগে আমাদের সংগে একটি সুন্দর গান শুনুন। তার নাম যৌবন ।
গানের কথা হলো :
স্বপ্নের আকাশ খুবই বড়ো ,
কিন্তু আমি তোমার চোখে পড়েছি ।
স্বপ্নের সময় খুবই বেশী ,
কিন্তু আমি শুধু বাড়ী ফিরে যেতে চাই ।
আমি আমার সকল গান এই সবুজ পাহাড়ে সমাহিত করেছি ,
আশা করি , ভবিষ্যতে এক দিন তা পৃথিবীতে জনপ্রিয় হবে ।
আচ্ছা , আমি বিশ্বাস করি , যৌবনে আমাদের প্রত্যেকের নিজস্ব স্বপ্ন আচ্ছে এবং অনেক ঘনিষ্ঠ বন্ধু আছে । যদি এখন আপনি বিশ্ববিদ্যালয়ে পড়া-লিখা করছেন, আপনি হচ্ছেন সবচেয়ে ভাগব্যান মানুষ, কারণ অনেক বন্ধু আপনার জীবনে রয়েছেন , যদি এখন বিশ্ববিদ্যালয় ত্যাগ করেছেন , আমি বিশ্বাস করি , বিশ্ববিদ্যায়ের বন্ধু সবচেয়ে অবিস্মরণীয় ।আমার মনে আছে , আমি বিশ্ববিদ্যালয়ে পড়ালিখার সময়ে , আমার জন রুমমেট ছিলো। প্রতিদিন আমারা একসংগে ক্লাস করেছি , খাবার খেয়েছি । প্রতিদিনভোরে আমরা একসংগে ঘুম থেকে উঠেছি । আমার একটি বদভ্যাস ছিলো। তা হচ্ছে অনেক রাত পর্যন্ত জেগে থাকা। তাই , প্রতিদিনভোরে আমার সাতজন বন্ধুর একটি দায়িত্ব হচ্ছে আমাকে ঘুম থেকে উঠানো। তার পর আমারা এক সংগে রেস্তোরায় সকালের নাস্তা খেয়েছি , তার পর ক্লাস করেছি । আমার মনে হয় , সেসময়ে , আমরা নৈশ ভোজ খেতাম সূর্যাস্তের পরপর । তাই রাত নয় বা দশটার সময়ে আবার ক্ষিধে পেতো, তখন আমরা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি রেস্তোরায় কিছু খাবার খেয়েছি ।যখন ক্লাস নেই , আটজন একসংগে বাইরে গিয়ে অনেক সুন্দর জিনিস কিনেছি । সে সময়কার অনেক অনেক মিষ্টিস্মৃতি আছে । ওকে , এখন আপনাদের আর আমার বিশ্ববিদ্যালয়ের সকল বন্ধুদেরএকটি সুন্দর গান উপহার দেবো , তার নাম আমাদের পরিচয় ।
গানের কথা হলো:
অনেক কথা আমি বলতে চাই ,
কিন্তু সময় নেই ।
আমি জানি ,
তুমি আশা করো, আমরা চিরদিন সাথে থাকবো ।
ভবিষ্যতে আমি কথায় থাকবো , আমি জানি না ,
আমি শুধু আশা করি ,
আজ রাতে , আমরা সবাই গল্প গল্প করবো।
এখন আমি আন্তরিকভাবে আমাদের বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সংগে গল্প করতে চাই , কিন্তু সুযোগ নেই । কারণ , প্রত্যেকেই খুবই ব্যস্ত । আশা করি , আপনারা সময় পেলে , আপনাদের বন্ধুদের কাছে টেলিফোন করবেন । আচ্ছা , আরেকবার বন্ধু সম্পর্কে কিছু বলবো । বিশ্ববিদ্যালয়ে আমার সবচেয়ে অবিস্মরণীয় ঘটনা হচ্ছে , একবার আমার জ্বর হয়েছে , আমাদের বন্ধুরা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছে এবং প্রতিদিন আমার জন্যে অনেক ফল আর ভালো খাবার কিনেছে । তাদের মমতা ও যত্নেআমি শীগ্গীরই ভালো হয়েছি । এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আমার সবচেয়ে অবিস্মরণীয় একটি ঘটনা । বিশ্ববিদ্যালয়ের চার বছরের পড়ালিখার সময় , আমাদের মধ্যে গভীর মৈত্রী গড়ে উঠেছে । এখন আমি এসব বন্ধুদের বলতে চাই : আমি তোমাকে চাই ।
গানের কথা হলো:
হয়তো তুমি আমার কাছ থেকে খুব দূরে ,
হয়তো আমি তোমাকে খুবই মিস্ করি ,
হয়তো যৌবন খুবই অস্থায়ী ,
হয়তো আমার মন খুব খারাপ ,
হয়তো স্বপ্ন খুবই সুন্দর ,
হয়তো কিংবদন্তী খুবই সহজ ,
আমি শুধু আশা করি , তোমার সামনে আসি ,
তোমার কাছে বলবো , আমার বন্ধু , আমি তোমাকে মিস্ করি ।
এই গানটি আমার সকল বন্ধুদের আর আপনাদের কাছে উপহার দেবো । আমি শুধু বলতে চাই , আমি আন্তরিকভাবে আশা করি , আপনাদের সংগে কাটানোর সময় আরো বেশী হোকএবং আপনারা প্রতিদিন খুশী হোন। এটা হচ্ছে আমার উত্তম আনন্দ ।
দূরদূরান্তের প্রিয় বন্ধুরা , আমি আশা করি , আপনাদের মধ্যে আরো বেশী বন্ধু আমাদের কাছে আপনাদের মনের কথা বলবেন , এই অনুষ্ঠান হচ্ছে একটি মঞ্চ , তাই এতে অনেক সুবিধে আছে , নতুন বন্ধু পাবার এবং এবং পুরনো বন্ধুকে আকে আপন করে নেবার সুযোগ ।তাই যত তাড়াতাড়ী সম্ভব আমাদের সংগে যোগাযোগ করবেন ।
এখন আমাদের হাতে আপনাদের গল্প বেশী নয় বলে, আগামী মাস থেকে আমাদের সারামাসে একটি নিয়মিত বিষয়বস্তু থাকবে না । আমি আপনাদের চিঠি বা ই-মেইলের বিষয়বস্তু অনুযায়ী আমাদের অনুষ্ঠানের প্রধানবিষয় নির্ধারণ করবো । আশা করি , আরো বেশী বন্ধু তা পছন্দ করবেন । আজকের অনুষ্ঠানের শেষে আপনাদের সংগে যৌবনের পথে সহযাত্রা নামে একটি গান উপভোগ কররো ।
গানের কথা হলো:
যৌবনের পথে ,আমরা হাতে হাত রেখে একসাথে চলেছি,
অভিন্ন বিপদ আছে সামনে ,
অভিন্ন স্পন পূরনের প্রয়াস চলে ।
যৌবনের পথে , আমরা হাতে হাত রেখে একসাথে চলেছি
আন্দ,বেদনায় ,একে অপরের সাথী হয়েছি ।
|