v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2004-12-30 10:29:39    
বিশ্ববিদ্যালয়ের বন্ধু

cri
    আজকের অনুষ্ঠানে আমি আপনাদের সংগে বিশ্ববিদ্যালয়ের বন্ধু সম্পর্কে কিছু বলবো । শুরু করার আগে আমাদের সংগে একটি সুন্দর গান শুনুন। তার নাম যৌবন ।

    গানের কথা হলো :

    স্বপ্নের আকাশ খুবই বড়ো ,

    কিন্তু আমি তোমার চোখে পড়েছি ।

    স্বপ্নের সময় খুবই বেশী ,

    কিন্তু আমি শুধু বাড়ী ফিরে যেতে চাই ।

    আমি আমার সকল গান এই সবুজ পাহাড়ে সমাহিত করেছি ,

    আশা করি , ভবিষ্যতে এক দিন তা পৃথিবীতে জনপ্রিয় হবে । 

    আচ্ছা , আমি বিশ্বাস করি , যৌবনে আমাদের প্রত্যেকের নিজস্ব স্বপ্ন আচ্ছে এবং অনেক ঘনিষ্ঠ বন্ধু আছে । যদি এখন আপনি বিশ্ববিদ্যালয়ে পড়া-লিখা করছেন, আপনি হচ্ছেন সবচেয়ে ভাগব্যান মানুষ, কারণ অনেক বন্ধু আপনার জীবনে রয়েছেন , যদি এখন বিশ্ববিদ্যালয় ত্যাগ করেছেন , আমি বিশ্বাস করি , বিশ্ববিদ্যায়ের বন্ধু সবচেয়ে অবিস্মরণীয় ।আমার মনে আছে , আমি বিশ্ববিদ্যালয়ে পড়ালিখার সময়ে , আমার জন রুমমেট ছিলো। প্রতিদিন আমারা একসংগে ক্লাস করেছি , খাবার খেয়েছি । প্রতিদিনভোরে আমরা একসংগে ঘুম থেকে উঠেছি । আমার একটি বদভ্যাস ছিলো। তা হচ্ছে অনেক রাত পর্যন্ত জেগে থাকা। তাই , প্রতিদিনভোরে আমার সাতজন বন্ধুর একটি দায়িত্ব হচ্ছে আমাকে ঘুম থেকে উঠানো। তার পর আমারা এক সংগে রেস্তোরায় সকালের নাস্তা খেয়েছি , তার পর ক্লাস করেছি । আমার মনে হয় , সেসময়ে , আমরা নৈশ ভোজ খেতাম সূর্যাস্তের পরপর । তাই রাত নয় বা দশটার সময়ে আবার ক্ষিধে পেতো, তখন আমরা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি রেস্তোরায় কিছু খাবার খেয়েছি ।যখন ক্লাস নেই , আটজন একসংগে বাইরে গিয়ে অনেক সুন্দর জিনিস কিনেছি । সে সময়কার অনেক অনেক মিষ্টিস্মৃতি আছে । ওকে , এখন আপনাদের আর আমার বিশ্ববিদ্যালয়ের সকল বন্ধুদেরএকটি সুন্দর গান উপহার দেবো , তার নাম আমাদের পরিচয় ।

    গানের কথা হলো:

    অনেক কথা আমি বলতে চাই ,

    কিন্তু সময় নেই ।

    আমি জানি ,

    তুমি আশা করো, আমরা চিরদিন সাথে থাকবো ।

    ভবিষ্যতে আমি কথায় থাকবো , আমি জানি না ,

    আমি শুধু আশা করি ,

    আজ রাতে , আমরা সবাই গল্প গল্প করবো।

    এখন আমি আন্তরিকভাবে আমাদের বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সংগে গল্প করতে চাই , কিন্তু সুযোগ নেই । কারণ , প্রত্যেকেই খুবই ব্যস্ত । আশা করি , আপনারা সময় পেলে , আপনাদের বন্ধুদের কাছে টেলিফোন করবেন । আচ্ছা , আরেকবার বন্ধু সম্পর্কে কিছু বলবো । বিশ্ববিদ্যালয়ে আমার সবচেয়ে অবিস্মরণীয় ঘটনা হচ্ছে , একবার আমার জ্বর হয়েছে , আমাদের বন্ধুরা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছে এবং প্রতিদিন আমার জন্যে অনেক ফল আর ভালো খাবার কিনেছে । তাদের মমতা ও যত্নেআমি শীগ্গীরই ভালো হয়েছি । এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আমার সবচেয়ে অবিস্মরণীয় একটি ঘটনা । বিশ্ববিদ্যালয়ের চার বছরের পড়ালিখার সময় , আমাদের মধ্যে গভীর মৈত্রী গড়ে উঠেছে । এখন আমি এসব বন্ধুদের বলতে চাই : আমি তোমাকে চাই ।

    গানের কথা হলো:

    হয়তো তুমি আমার কাছ থেকে খুব দূরে ,

    হয়তো আমি তোমাকে খুবই মিস্ করি ,

    হয়তো যৌবন খুবই অস্থায়ী ,

    হয়তো আমার মন খুব খারাপ ,

    হয়তো স্বপ্ন খুবই সুন্দর ,

    হয়তো কিংবদন্তী খুবই সহজ ,

    আমি শুধু আশা করি , তোমার সামনে আসি ,

    তোমার কাছে বলবো , আমার বন্ধু , আমি তোমাকে মিস্ করি ।

    এই গানটি আমার সকল বন্ধুদের আর আপনাদের কাছে উপহার দেবো । আমি শুধু বলতে চাই , আমি আন্তরিকভাবে আশা করি , আপনাদের সংগে কাটানোর সময় আরো বেশী হোকএবং আপনারা প্রতিদিন খুশী হোন। এটা হচ্ছে আমার উত্তম আনন্দ ।

    দূরদূরান্তের প্রিয় বন্ধুরা , আমি আশা করি , আপনাদের মধ্যে আরো বেশী বন্ধু আমাদের কাছে আপনাদের মনের কথা বলবেন , এই অনুষ্ঠান হচ্ছে একটি মঞ্চ , তাই এতে অনেক সুবিধে আছে , নতুন বন্ধু পাবার এবং এবং পুরনো বন্ধুকে আকে আপন করে নেবার সুযোগ ।তাই যত তাড়াতাড়ী সম্ভব আমাদের সংগে যোগাযোগ করবেন ।

    এখন আমাদের হাতে আপনাদের গল্প বেশী নয় বলে, আগামী মাস থেকে আমাদের সারামাসে একটি নিয়মিত বিষয়বস্তু থাকবে না । আমি আপনাদের চিঠি বা ই-মেইলের বিষয়বস্তু অনুযায়ী আমাদের অনুষ্ঠানের প্রধানবিষয় নির্ধারণ করবো । আশা করি , আরো বেশী বন্ধু তা পছন্দ করবেন । আজকের অনুষ্ঠানের শেষে আপনাদের সংগে যৌবনের পথে সহযাত্রা নামে একটি গান উপভোগ কররো ।

    গানের কথা হলো:

    যৌবনের পথে ,আমরা হাতে হাত রেখে একসাথে চলেছি,

    অভিন্ন বিপদ আছে সামনে ,

    অভিন্ন স্পন পূরনের প্রয়াস চলে ।

    যৌবনের পথে , আমরা হাতে হাত রেখে একসাথে চলেছি

    আন্দ,বেদনায় ,একে অপরের সাথী হয়েছি ।