v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2004-12-28 21:23:59    
চীনের বিখ্যাত আধুনিক গানের কন্ঠশিল্পী লি হুয়ান

cri
    চীনের সংগীত মহলে কন্ঠশিল্পী লিউ হুয়ান এক রহস্যময় ব্যক্তি । তবে গানের অনুষ্ঠানে তিনি কম গান করেন , দু হাজার তিন সালের নববর্ষ উপলক্ষে অনুষ্ঠিত এক সংগীতানুষ্ঠানে লিউ হুয়ান অপেরা ' খামেনের' এক আরিয়া গেয়ে দর্শকদের বার বার করতালি জয করেছেন । গত শতাব্দীর আশির দশকের মাঝামাঝি সময় চীনের কেন্দ্রীয় টেলিভিশন সংস্থার এক অনুষ্ঠানে লিউ হুয়ানের একটি গান দর্শকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে । তার গলার স্বর বৈশিষ্ট্যময় , তার প্রানবন্ত ও আবেগময় গান দ্রুত দর্শক ও শ্রোতার মন জয করেছে । ১৯৮৬ সালে ' সাদা পোশাক পরা পুলিশ ' নামক এক সিরিজ নাটক অনেক দর্শক পছন্দ করেন , দর্শকরা এই নাটকের কাহিনী ও অভিনেতা-অভিনেত্রীর অভিনয়ের জন্য মুগ্ধ হন , বিশেষ করে লিউ হুয়ানের গাওয়া নাটকের আবহ সংগীতের গুরু গম্ভীর ও বেদনাময় সুর দর্শকদের মর্ম স্পর্শ করেছে । তখন থেকে লিউ হুয়ান অনেক ছায়াছবি অথবা সিরিজ নাটকে গান গেয়েছেন , প্রতিটিই দর্শকদের সমাদর পেয়েছে । ১৯৯৩ সালে লিউ হুয়ান সিরিজ নাটক ' নিউইয়ক-প্রবাসী পেইচিংয়ের মানুষের' জন্য গান ও সুর রচনা করেছেন। এই সিরিজ নাটকে যুক্ত রাষ্ট্রে চীনা নাগরিকদের জীবনের সুখ-দুঃখ বর্ণনা করা হয়েছে । লিউ হুয়ান যুক্ত রাষ্ট্র ও ইউরোপের সংগীতের প্রতি তার দীর্ঘ দিনের উপলব্ধি অনুসারে এই নাটকের জন্য ' হাজার বার প্রশ্ন করি ' নামে একটি গান রচনা করেন , এই গানের আধুনিক শৈলী ও মধুর সুর চীনের সংগীতজ্ঞদের দৃষ্টি আকর্ষন করেছে , এই গান সেই বছরের শ্রেষ্ঠ গান নির্বাচিত হয়েছে , এই গানের সিডি বিক্রি হয়েছিলো দশ লক্ষের বেশী । প্রাচীন চীনের বিখ্যাত সাহিত্য রচনা ' জলের কিনারার ' ভিত্তিতে তৈরী সিরিজ নাটক ' জলের কিনারায়' লিউ হুয়ান যে ' জোয়ানের গান ' নামক একটি গান গেয়েছেন , তা এতো জনপ্রিয় হয়েছিল যে চীনের আবালবৃদ্ধবনিতার মুখে মুখে গান ছড়িয়ে পড়ে । ১৯৯০ সালে চীনে এশিয় গেম্স অনুষ্ঠিত হয়েছে , লিউ হুয়ান গেম্সের উদ্বোধনী অনুষ্ঠানে  ' এশিয়ার জোরালো বাতাস ' নামে একটি গান গেয়েছেন , এই গান চীনের তথা গোটা এশিয়ার প্রবল শক্তি দেখিয়েছে। তখন থেকে লিউ হুয়ান চীনের বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে সবার স্বীকৃত শ্রেষ্ঠ গায়ক হিসেবে অনেক গান গেয়েছেন। লিউ হুয়ান সিঙ্গাপুর , জাপান , ফ্রান্স আর যুক্ত রাষ্ট্রে সফর করেছেন এবং যুক্ত রাষ্ট্র সফরকালে নিউইর্য়কের কার্নেগি মিউজিক হলে সংগীতানুষ্ঠানের আয়োজন করে চীনের আধুনিক গান শুনিয়েছেন ।

    গান চর্চার অভিজ্ঞতা সম্বন্ধে লিউ হুয়ান বলেছেন , আমি শিক্ষকের কাছ থেকে গান শিখি নি , গান আমার শখ , আমি মাধ্যমিক স্কুলে পড়ার সময় থেকেই গান ও বাদ্যযন্ত্র পছন্দ করি , সেই সময আমি পিয়ানো ও বেহালা বাজাতে শিখেছি । ১৯৮১ সালে লিউ হুয়ান পরীক্ষার মাধ্যমে পেইচিং আন্তর্জাতিক সম্পর্ক ইন্সটিটিউনে ভর্তি হন , এই ইন্সটিটিউটে ফরাসী ভাষা শেখার সংগে সংগে তিনি গান চর্চা শুরু করেন । ইন্সটিটিউনের রোম্যান্টিক জীবন লিউ হুয়ানের গান চর্চা ও সুর রচনার উত্স । ইন্সটিটিউটে পড়ার সময় লিউ হুয়ান ইন্সটিটিউনের একটি পিয়ানো আবিষ্কার করেছেন , এই পিয়ানো একটা খালি কক্ষে পড়েছিলো , বাজানোর কেউ ছিলো না , কাজেই দুপুর বেলার খাওয়া শেষ করে সহপাঠীরা যখন বিশ্রাম করেন , লিউ হুয়ান পিয়ানো বাজাতে যান , এই ভাবে তিনি একটানা দু বছর ধরে এক দিনও দুপুর বেলায় বিশ্রাম করেন নি । পিয়ানো ছাড়া লিউ হুয়ান গিটারও পছন্দ করেন , ইন্সটিটিউনের নাচ অনুষ্ঠানে লিউ হুয়ান বাদ্যদলের সদস্য হিসেবে গিটার বাজিয়ে সহপাঠীর জন্য সেবা করেন , তিনি সহপাঠীদের সংগে কবিতা ও গানের কথা রচনা করতে পছন্দ করেন। ইন্সটিটিউনের জীবস স্মরণ করে লিউ হুয়ান বলেছেন , ইন্সটিটিউটের জীবন আনন্দদায়ক , আমাদের কোনো চাপ ছিল না , আমাদের মাথায় শুধু স্বপ্ন ও আশা ,পড়াশুনা ছাড়া ইচ্ছামতো কাজ করতে পারি । লিউ হুয়ান সেই আমলের জীবন বর্ণনা করে বলেছেন , সেই সময় আমরা বাইরের পৃথিবী দেখি নি , ঠিক যেন একজন লোক সমুদ্র দেখেন নি , তাই এক গামলা পানিকেও সাগরের মতো বড় মনে হয় । পরে বয়স ও অভিজ্ঞতা বাড়ার সংগে সংগে নিজেই আমরা নিজেদের সীমাবদ্ধতা দেখেছি । লিউ হুয়ান বিভিন্ন পর্যায় আর বিভিন্ন স্টাইলের গান ও সুর অধ্যয়নের প্রয়াস করেছেন , ইন্সটিটিউট থেকে স্নাতক হওয়ার প্রাক্কালে লিউ হুয়ান চীনে ফ্রান্সের দুতাবাসের উদ্যাগে অনুষ্ঠিত এক ফরাসি গানের প্রতাযোগিতায় পুরষ্কার পেয়েছেন এবং এই প্রতিযোগিতার অন্য চারজন পুরষ্কার বিজয়ীর সংগে বিনাপয়সায় ফ্রান্সে বেড়াতে গিয়েছেন ।

    ১৯৮৫ সালে ইন্সটিটিউটের পড়াশুনা শেষ করে লিউ হুয়ান ইন্সটিটিউটের শিক্ষক হিসেবে যোগ দেন , একই বছর ইন্সটিটিউট তাকে অল্প সময়ের জন্য উত্তর পশ্চিম চীনের একটি স্কুলে পাঠিয়েছে । সেখানকার জীবন কষ্টকর , লিউ হুয়ান একা পাহাড়ের উপরে উঠতে পছন্দ করেন , এটা তার নিঃসঙ্গতা দূর করার একটি উপায় । সেই সময় লিউ হুয়ান উত্তর পশ্চিম চীনের কিছু গান রচনা করেছেন । লিউ হুয়ান যখন পেইচিং ফিরে আসেন , তিনি আবিষ্কার করেছেন চীনের সংগীত মহলে প্রচুর উত্তর পশ্চিম চীনের গান প্রচলিত । তখন তিনি নিজের লেখা গানগুলো বের করেন নি , অন্য লোকের পিছনে অনুসরণ করা তার অভ্যাস নয় ।

    লিউ হুয়ান যেমন চীনের ও পাশ্চাত্যের সংগীত ও গান পছন্দ করেন , তেমনি প্রাচীন ও আধিনিক কালের গানও পছন্দ করেন । গান চর্চা ছাড়া তিনি গানের কথা ও সুর রচনা করেন । তার গাওয়া গান যেমন আছে আধুনিক গান , অপেরা ও লোকসংগীত, তেমনি আছে ইংরাজী ও ফরাসী গানসহ বিদেশী গান । লিউ হুয়ান চীনের সংগীত মহলের একজন স্বীকৃত প্রতিভাবান গায়ক । লিউ হুয়ান একজন সতর্ক ব্যক্তি , তিনি সব সময় আলোক উদ্ভাসিত গান গাওয়ার মঞ্চে দাড়াতে চান না । তিনি বলেছেন , আমার ধারনা , ঘন ঘন অনুষ্ঠান করা ভালো নয় , এতে গান পরিবেশনের গুনমান ব্যাহত হবে , একজন লোকের শক্তি সীমিত , সব ধরনের গান করা অথবা সব ধরনের গানের সুর দেয়া ও কথা রচনা করা সম্ভব নয় । তিনি মনে করেন , স্ববৈশিষ্ট্যময ব্যক্তিত্বের পরিচয় দেয়া একজন শিল্পীর মূল্য , মঞ্চে গান করার সময় তিনি কখনও মঞ্চে নেমে দর্শকদের সংগে করমর্দন করেন না , তিনি তা দর্শকদের তোষামোদ মনে করেন , এই ধরনের কাজ তার পক্ষে অসহনীয় । তিনি বলেছেন , দর্শক ও শিল্পী দু পক্ষই শিল্পের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানে এসেছেন , শিল্পের সামনে দর্শক ও কন্ঠশিল্পী সমান , সৌন্দর্য্য উপভোগ করার জন্য প্রয়োজনীয় ব্যবধান দরকার ।

    লিউ হুয়ান চীনের অর্থনীতি ও বানিজ্য ইন্সটিটিউটের একজন শিক্ষক , তিনি যে পাঠ্যক্রম শিখান , তার নাম পাশ্চাত্যের সংগীতের ইতিহাস । তার ক্লাসে সব সময় ছাত্রছাত্রীর ভীড় জমে , প্রতিটি ক্লাসে ছাত্রছাত্রীর সংখ্যা চার শ'র বেশী । লিউ হুয়ান বলেছেন , আমি শিক্ষকতার কাজ পছন্দ করি , এই ভাবে আমি সব সময় অল্পবয়সীদের সংগে থাকতে পারি এবং অবসর সময় গান চর্চা করতে পারি । এতে গান চর্চা ও রচনার ক্ষেত্রে আমার চাপ কম হবে , এটা গান রচনার পক্ষে ভালো ।

    দৈনন্দিন জীবনে লিউ হুয়ান একজন রোম্যান্টিক ধরনের ব্যক্তি, দশ বারো বছর আগে তিনি তার স্ত্রীর সংগে পরিচিত হওয়ার ৯ দিন পরই বিয়ে করেছেন , এখনও তাদের পারিবারিক জীবন সুখী । লিউ হুয়ানের সবচেয়ে বড় আশা হলো স্ত্রী ও মেয়ের সংগে শান্তিপূর্ণ ও উষ্ণ পরিবেশে দীর্ঘ দিন জীবন যাপন করা ।