v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2004-12-28 13:21:24    
পশ্চিম চৌ গোষ্ঠীর সংক্ষিপ্ত তথ্যচিত্র

cri
    পশ্চিম চৌ(খৃঃ পূঃ একাদশ শতাব্দী থেকে খৃঃ পূঃ ৭৭১) শাং রাজবংশের রাজত্বের শেষের কয়েকটি বছরে বর্তমানকালের শানসী প্রদেশের ওয়েই নদী উপত্যকায় চৌ রাজ্যের লোকেরা বিদ্রোহ শুরু করে । চৌ রাজা শাং রাজত্বের অবসান ঘটিয়ে ঠিক কোন সময়ে চৌ বংশের শাসন পত্তন করে তা জানা যায় না । প্রচলিত প্রবাদ অনুসারে খৃঃ পূঃ একাদশ শতাব্দীর শেষার্ধে চৌ শাং বংশকে পরাভূত করে । ঐতিহাসিক ঘটনা বিবরণ' গ্রন্থের "দ্বাদশ রাজকুমারদের কালক্রম" অধ্যায় শুরু হয়েছে খৃঃ পূঃ ৬৪১ থেকে । আর ঐ বছর থেকে শুরু করে চীনা ঐতিহাসিক গ্রন্থে যে দিন-কাল বর্ণিত হয়েছে তা সব নিখুঁত ।

    চৌ বংশের প্রারম্ভিক যুগে রচিত লোকগাঁথা থেকে আমরা জানতে পারি যে, চৌ রাজবংশের প্রথম শাসকের নাম ছিল ছি এবং তিনি ছিলেন দেবকন্যা চিয়াং ইউয়ানের পুত্র । কথিত আছে, ছি হলেন সর্বপ্রথম ব্যক্তি যিনি এক ধরণের জোয়ার রোপণ করেন । এই ধরণের জোয়ার খুব সহজেই চাষ করা যেত আর তা লোকেদের মুখ্য খাদ্যশস্যে পরিণত হয় । কৃষিক্ষেত্রে এই বিরাট অবদানের জন্য ছি কৃষি-দেবতা বলে পূজিত হন এবং তাকে হৌ-চি অর্থাত্ কৃষি-স্বামী উপাধিতে সম্মানিত করা হয় ।

    প্রবাদ, আদিতে চৌ গোষ্ঠীর লোকেরা থাই অঞ্চলের অর্থাত্ বর্তমান শা'নসী প্রদেশের উকোং জেলার বাসিন্দা ছিল । প্রত্নতাত্ত্বিকদের সমীক্ষা এবং  প্রারন্ভিক খননকার্য থেকে জানা যায় যে, ওয়েই নদী উপত্যকায় প্রাপ্ত পুরানিদর্শন চৌ ছিশান ও বর্তমান সিআনের ফেং এবং ছাও নামক স্থানে দেখা যায় ।

    চৌ গোষ্ঠীর লোকেরা বহুবার তাদের বাসস্থান পরিবর্তন করেছে । যখন তারা তাদের গোষ্ঠীপতি থাই ওয়াং-এর নেতৃত্বে বর্তমান সেনসী প্রদেশের ছিশান জেলার 'চৌ মালভূমিতে' বসবাস করতে এল তখন থেকে তারা ক্রমশঃ শক্তিশালী হতে থাকল এবং তাদের অধিকৃত খূখন্ডের নাম দিল চৌ । থাই ওয়াং-এর পুত্র ওয়াং চি এক শক্তিশালী শাসকে পরিণত হয়েছেলেন । কিন্তু পরে শাং রাজা ওয়েন তিং তাকে হত্যা করেন ।কচ্ছপের খোল এবং হাড়ে খোদিত লিপি থেকে জানা যায় যে এক সময়ে চৌ রাজ্য শাং রাজবংশের অধীনে এক সামন্ত রাজ্য ছিল ।

    ওয়াং চি'র পুত্র ছিলেন রাজা ওয়েন । তিনি পার্শ্ববর্তী ক্ষুদ্র রাজ্যগুলিকে পরাভূত করে সমগ্র ওয়েই নদী উপত্যকা অঞ্চল তার শাসনাধীনে আনেন । তিনি তাঁর রাজধানী ওয়েই নদীর নিম্নভাগে ফেং নামক স্থানে (বর্তমান সিআনের নিকটবর্তী) স্থানান্তরিত করেন এবং তার আধিপত্য বর্তমান কালের শানসী ও হোনান প্রদেশ পর্যন্ত বিস্তৃত ছিল । তাঁর পুত্র রাজা উ শাং রাজাকে পরাস্ত করে চৌ বংশ স্থাপিত করেন এবং রাজধানী ফেং থেকে হাওচিং(বর্তমান সিআন)-এ স্থানাস্তরিত করেন । পশ্চিম দিকে রাজধানী স্থানান্তরিত করার জন্য ঐতিহাসিকেরা এই রাজত্বকে পশ্চিম চৌ নামে আখ্যা দিয়ে থাকেন ।