v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2004-12-28 09:05:40    
শৈশবের বন্ধু

cri
    আমাদের জীবনে কেউ বন্ধু ত্যাগ করতে পারেন না । কারণ , আমাদের খুশীর সময়ে বন্ধু আমাদের সংগে উপভোগ করেন , আমাদের বেদনার সময়ে বন্ধু আমাদের সংগে কষ্টের ভাগ নেন, তাই আমরা কেউ বন্ধু ত্যাগ করতে পারি না । কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বন্ধুর দরকার হয় । আমি মনে করি , শিশুকালে আমি অনেক অনেক ঘনিষ্ঠ বন্ধু পেয়েছি । সেই সময়ে , প্রতিদিন আমি আমার বন্ধুদের সংগে খেলা করেছি । আমাদের মনে কোনো চিন্তা নেই , সেই সময় হচ্ছে একটি অবিম্মরণীয় সময় । শৈশবের বন্ধুর কথা স্মরণ করার সময়ে , আমদের মন খুবই সুন্দর

    এখন আপনাদের সংগে একটি সুন্দর গান উপভোগ করবো , তার নাম শৈশব ।

    গানের কথা হলো :

    কেউ কেউ আমাকে বলেন ,

    সূয কেনো পাহাড়ের ওপাশে অস্ত যায় ।

    কেউ কেউ আমাকে বলেন ,

    পাহাড়ে দেবতা আছে কি ?

    প্রতিদিন একা একা আকাশের দিকে তাকাই ,

     এটা হচ্ছে সুন্দর শৈশব , এটা হচ্ছে প্রাঞ্জল শৈশব ।

     খুবই সুন্দর একটি গান , তাই না ? আমি মনে করি , আমার শৈশবে এই গান আমি খুবই পছন্দ করি । অনেক বছর পর , আরেকবার এই গান শুনেছি , অনেক শৈশবের ঘটনা আমার মনে পড়ে যায় । আপনারা আপনাদের শৈশবের বন্ধুদের কথা মনে রেখেছেন তো ? যদি মনে আছে , তাহলে তাদের টেলিফোন করবেন , কারণ এই সময়ের বন্ধু খুবই মূল্যবান , কারণ , সেসময়ে আমাদের মন খুবই পরিচ্ছন্ন ।

     আসলে , আমাদের শৈশবে আরো কিছু ঘনিষ্ঠ বন্ধু আছে । হয়তো তা হচ্ছে আপনার খেলনা , হয়তো তা হচ্ছে আপনার পোষাপ্রাণী । আমার শৈশবে একটি খুবই আদুরে বিড়াল ছিলো । আমি তাকে খুবই পছন্দ করি । তা হচ্ছে আমার চার বছর বয়সে আমার বাবার দেয়া জন্মদিনের উপহার । মনে করি , সেদিন সকালে , আমার বাবা অফিসে যাবার আগে , আমাকে বলেছেন , আজ হচ্ছে তোমার চতুর্থ জন্মদিন , তুমি কি উপহার চাও ? আমি বলেছি , আমি একটি পোষাপ্রাণী চাই । সেই দিন সন্ধ্যায় আমার বাবা একটি সাদা বাক্স বয়ে এনেছেন । আমি বাবার কাছে উপহারের দাবি জানানোর সময়ে , তিনি এই বাক্স আমাকে দেন । যখন আমি এই বাক্স খুলেছি , তখন একটি খুবই আদুরে বিড়াল আমার চোখে পড়েছে । তা হচ্ছে একটি সাদা বিড়াল , খুবই ছোট । তখন তার শুধু একটি নীল চোখ ছিলো । ঠিক সেখান থেকেই , সে আমার ঘনিষ্ঠ বন্ধু হয়। আমি বাবার সংগে তার জন্যে গোলাপী কাপড় দিয়ে একটি সুন্দর বাড়ী বানিয়েছি এবং আমরা তাকে মিমি নাম দিয়েছি । তার পর , প্রতিদিন আমি মিমির সংগে টেলিভিশন দেখেছি , খাবার খেয়েছি । আমি টেলিভিশন দেখার সময়ে , মিমি আমার পায়ের উপর লাফালাফি করতো , আমার সংগে সেও টেলিভিশন দেখেছে খুবই আদুরে । প্রতিদিন ভোরে সে আমার বিছানার উপর লাফালাফি করতো , জিভ দিয়ে আমার মুখ চাটতো । সেই সময় খুবই অবিস্মরণীয় । আমার সাত বছর বয়সে আমি স্কুল জীবনে প্রবেশ করি । তার পর , আমার একজন ঘনিষ্ঠ বন্ধু আমার এই বিড়াল খুবই পছন্দ করে ,তাই আমার মা তার কাছে মিমিকে দিয়েছেন । আমার মনে আছে , সেই সময়ে প্রতিদিন আমি কান্না করেছি । অনেক বছর পর , আমি আরো দুটি বিড়াল পেয়েছি , তাদের নাম হচ্ছে হেহে আর মিমি , যাতে আমার সেই আদুরে বিড়াল হারানোর কষ্ট আমি মুছেছি ।

    ওকে , এখন আপনাদের কাছে বো স বিড়াল নামক একটি গান উপহার দেবো ।

     গানের কথা হলো:

    তোমার আওয়াজ খুবই সুন্দর ,

    তুমি আমার একাকীত্ব মুছে দিয়েছো ।

    যখন ঘুম পায় , তখন আমি ঘুমিয়েছি ,

    টেলিফোন করি না , ইন্টারনেটে ঢুকি না ,

    প্রতিদিন তোমার সংগে কাটাবো ।

    আমি বিশ্বাস করি , আমাদের প্রত্যেকের শৈশবে অনেক অবিস্মরণীয় ঘটনা আছে । কিছু কিছু সময় এগুলো স্মরণ করলে , আমাদের জীবন আরো সুন্দর হবে ।

    আপনাদের কিছু অবিস্মরণীয় অভিজ্ঞতা থাকলে , আমাদের কাছে বলবেন , আমাদের ইমেইল ঠিকানা হচ্ছে ----- , তার বানান হচ্ছে ---- । আশা করি , আরো বেশী বন্ধু চিঠি বা ইমেইলের মাধ্যমে তাদের গল্প বলবেন ,তাহলে আমাদের অনুষ্ঠান আরো চমত্কার হবে বলে আমি বিশ্বাস করি ।

   ওকে , শৈশবের বন্ধু ছাড়াও আমাদের আরো অনেক বন্ধু আছে । কাজ করার পর , বন্ধু আমাদের জন্য আগের চেয়ে আরো গুরুত্বপূর্ণ । কারণ কাজকর্মে , বন্ধু আমাদের কাছে বিভিন্ন সাহায্য করতে পারেন । যেমন , আমদের এশীয় শিল্পকলা উত্সবের বিশেষ অনুষ্ঠান । আমি মনে করি , আপনাদের জন্যে একটি ভালো অনুষ্ঠান উপহার দেবার জন্যে আমরা একটানা ১৮টি ঘন্টা কাজ করেছি । আমাদের চারজন খুবই ঐক্যবদ্ধ । তাই , অনুষ্ঠান শেষ হবার পর , যদিও আমরা খুবই ক্লান্ত , কিন্তু আমাদের মন খুবই আনন্দিত এটা হচ্ছে মৈত্রীর শক্তি । এটা হচ্ছে আমি সি আর আই বাংলা বিভাগে যোগ দেয়ার পর , সবচেয়ে অবিস্মরণীয় একটি ঘটনা । কারণ আমার এই তিনজন বন্ধুর সাহায্য , আমি এই কাজ সম্পন্ন করতে পেরেছি । তাই , এটা আমার জন্যে তাত্পর্যসম্পন্ন ।

    আচ্ছা , এখন আমাদের এই তিনজন ঘনিষ্ঠ বন্ধু এবং অনুষ্ঠানটি পছন্দ করার জন্যে আপনাদের একটি সুন্দর গান উপহার দেবো । তা হচ্ছে আমার চেয়ে তোমার দিন আরো ভালো যাক নামক একটি সুন্দর গান ।

    গানের কথা হলো :

    জানি না , তোমার মন কেমন আছে ?

    আমার জীবনে তোমার হাসি সবচেয়ে দামী ।

    যখন তোমার মন ভালো নেই ,

    তখন কি আমার কথা ভেবেছো ?

    কারণ , আমি চিরদিন তোমার পাশে থাকি ।

    আমার চেয়ে তোমার দিন আরো ভালো যাক ,

    এ আমার উত্তম কামনা ।

    এই গান আমার সকল বন্ধুদের উপহার দিয়েছি । কারণ এটা আমার মনের কথা । আপনাদের সাহায্য আর সমর্থন ছাড়া , আমি কোনো কাজ করতে পারি না । তাই , আশা করি , আমি আমাদের সকল বন্ধুদের সংগে স্থায়ীভাবে থাকবো ।