আমাদের জীবনে কেউ বন্ধু ত্যাগ করতে পারেন না । কারণ , আমাদের খুশীর সময়ে বন্ধু আমাদের সংগে উপভোগ করেন , আমাদের বেদনার সময়ে বন্ধু আমাদের সংগে কষ্টের ভাগ নেন, তাই আমরা কেউ বন্ধু ত্যাগ করতে পারি না । কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বন্ধুর দরকার হয় । আমি মনে করি , শিশুকালে আমি অনেক অনেক ঘনিষ্ঠ বন্ধু পেয়েছি । সেই সময়ে , প্রতিদিন আমি আমার বন্ধুদের সংগে খেলা করেছি । আমাদের মনে কোনো চিন্তা নেই , সেই সময় হচ্ছে একটি অবিম্মরণীয় সময় । শৈশবের বন্ধুর কথা স্মরণ করার সময়ে , আমদের মন খুবই সুন্দর
এখন আপনাদের সংগে একটি সুন্দর গান উপভোগ করবো , তার নাম শৈশব ।
গানের কথা হলো :
কেউ কেউ আমাকে বলেন ,
সূয কেনো পাহাড়ের ওপাশে অস্ত যায় ।
কেউ কেউ আমাকে বলেন ,
পাহাড়ে দেবতা আছে কি ?
প্রতিদিন একা একা আকাশের দিকে তাকাই ,
এটা হচ্ছে সুন্দর শৈশব , এটা হচ্ছে প্রাঞ্জল শৈশব ।
খুবই সুন্দর একটি গান , তাই না ? আমি মনে করি , আমার শৈশবে এই গান আমি খুবই পছন্দ করি । অনেক বছর পর , আরেকবার এই গান শুনেছি , অনেক শৈশবের ঘটনা আমার মনে পড়ে যায় । আপনারা আপনাদের শৈশবের বন্ধুদের কথা মনে রেখেছেন তো ? যদি মনে আছে , তাহলে তাদের টেলিফোন করবেন , কারণ এই সময়ের বন্ধু খুবই মূল্যবান , কারণ , সেসময়ে আমাদের মন খুবই পরিচ্ছন্ন ।
আসলে , আমাদের শৈশবে আরো কিছু ঘনিষ্ঠ বন্ধু আছে । হয়তো তা হচ্ছে আপনার খেলনা , হয়তো তা হচ্ছে আপনার পোষাপ্রাণী । আমার শৈশবে একটি খুবই আদুরে বিড়াল ছিলো । আমি তাকে খুবই পছন্দ করি । তা হচ্ছে আমার চার বছর বয়সে আমার বাবার দেয়া জন্মদিনের উপহার । মনে করি , সেদিন সকালে , আমার বাবা অফিসে যাবার আগে , আমাকে বলেছেন , আজ হচ্ছে তোমার চতুর্থ জন্মদিন , তুমি কি উপহার চাও ? আমি বলেছি , আমি একটি পোষাপ্রাণী চাই । সেই দিন সন্ধ্যায় আমার বাবা একটি সাদা বাক্স বয়ে এনেছেন । আমি বাবার কাছে উপহারের দাবি জানানোর সময়ে , তিনি এই বাক্স আমাকে দেন । যখন আমি এই বাক্স খুলেছি , তখন একটি খুবই আদুরে বিড়াল আমার চোখে পড়েছে । তা হচ্ছে একটি সাদা বিড়াল , খুবই ছোট । তখন তার শুধু একটি নীল চোখ ছিলো । ঠিক সেখান থেকেই , সে আমার ঘনিষ্ঠ বন্ধু হয়। আমি বাবার সংগে তার জন্যে গোলাপী কাপড় দিয়ে একটি সুন্দর বাড়ী বানিয়েছি এবং আমরা তাকে মিমি নাম দিয়েছি । তার পর , প্রতিদিন আমি মিমির সংগে টেলিভিশন দেখেছি , খাবার খেয়েছি । আমি টেলিভিশন দেখার সময়ে , মিমি আমার পায়ের উপর লাফালাফি করতো , আমার সংগে সেও টেলিভিশন দেখেছে খুবই আদুরে । প্রতিদিন ভোরে সে আমার বিছানার উপর লাফালাফি করতো , জিভ দিয়ে আমার মুখ চাটতো । সেই সময় খুবই অবিস্মরণীয় । আমার সাত বছর বয়সে আমি স্কুল জীবনে প্রবেশ করি । তার পর , আমার একজন ঘনিষ্ঠ বন্ধু আমার এই বিড়াল খুবই পছন্দ করে ,তাই আমার মা তার কাছে মিমিকে দিয়েছেন । আমার মনে আছে , সেই সময়ে প্রতিদিন আমি কান্না করেছি । অনেক বছর পর , আমি আরো দুটি বিড়াল পেয়েছি , তাদের নাম হচ্ছে হেহে আর মিমি , যাতে আমার সেই আদুরে বিড়াল হারানোর কষ্ট আমি মুছেছি ।
ওকে , এখন আপনাদের কাছে বো স বিড়াল নামক একটি গান উপহার দেবো ।
গানের কথা হলো:
তোমার আওয়াজ খুবই সুন্দর ,
তুমি আমার একাকীত্ব মুছে দিয়েছো ।
যখন ঘুম পায় , তখন আমি ঘুমিয়েছি ,
টেলিফোন করি না , ইন্টারনেটে ঢুকি না ,
প্রতিদিন তোমার সংগে কাটাবো ।
আমি বিশ্বাস করি , আমাদের প্রত্যেকের শৈশবে অনেক অবিস্মরণীয় ঘটনা আছে । কিছু কিছু সময় এগুলো স্মরণ করলে , আমাদের জীবন আরো সুন্দর হবে ।
আপনাদের কিছু অবিস্মরণীয় অভিজ্ঞতা থাকলে , আমাদের কাছে বলবেন , আমাদের ইমেইল ঠিকানা হচ্ছে ----- , তার বানান হচ্ছে ---- । আশা করি , আরো বেশী বন্ধু চিঠি বা ইমেইলের মাধ্যমে তাদের গল্প বলবেন ,তাহলে আমাদের অনুষ্ঠান আরো চমত্কার হবে বলে আমি বিশ্বাস করি ।
ওকে , শৈশবের বন্ধু ছাড়াও আমাদের আরো অনেক বন্ধু আছে । কাজ করার পর , বন্ধু আমাদের জন্য আগের চেয়ে আরো গুরুত্বপূর্ণ । কারণ কাজকর্মে , বন্ধু আমাদের কাছে বিভিন্ন সাহায্য করতে পারেন । যেমন , আমদের এশীয় শিল্পকলা উত্সবের বিশেষ অনুষ্ঠান । আমি মনে করি , আপনাদের জন্যে একটি ভালো অনুষ্ঠান উপহার দেবার জন্যে আমরা একটানা ১৮টি ঘন্টা কাজ করেছি । আমাদের চারজন খুবই ঐক্যবদ্ধ । তাই , অনুষ্ঠান শেষ হবার পর , যদিও আমরা খুবই ক্লান্ত , কিন্তু আমাদের মন খুবই আনন্দিত এটা হচ্ছে মৈত্রীর শক্তি । এটা হচ্ছে আমি সি আর আই বাংলা বিভাগে যোগ দেয়ার পর , সবচেয়ে অবিস্মরণীয় একটি ঘটনা । কারণ আমার এই তিনজন বন্ধুর সাহায্য , আমি এই কাজ সম্পন্ন করতে পেরেছি । তাই , এটা আমার জন্যে তাত্পর্যসম্পন্ন ।
আচ্ছা , এখন আমাদের এই তিনজন ঘনিষ্ঠ বন্ধু এবং অনুষ্ঠানটি পছন্দ করার জন্যে আপনাদের একটি সুন্দর গান উপহার দেবো । তা হচ্ছে আমার চেয়ে তোমার দিন আরো ভালো যাক নামক একটি সুন্দর গান ।
গানের কথা হলো :
জানি না , তোমার মন কেমন আছে ?
আমার জীবনে তোমার হাসি সবচেয়ে দামী ।
যখন তোমার মন ভালো নেই ,
তখন কি আমার কথা ভেবেছো ?
কারণ , আমি চিরদিন তোমার পাশে থাকি ।
আমার চেয়ে তোমার দিন আরো ভালো যাক ,
এ আমার উত্তম কামনা ।
এই গান আমার সকল বন্ধুদের উপহার দিয়েছি । কারণ এটা আমার মনের কথা । আপনাদের সাহায্য আর সমর্থন ছাড়া , আমি কোনো কাজ করতে পারি না । তাই , আশা করি , আমি আমাদের সকল বন্ধুদের সংগে স্থায়ীভাবে থাকবো ।
|