v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2004-12-27 17:11:37    
পাঠ ৬

cri
বাক্যঃ

১। 他 是 谁?

     tā shì shéi

----তিনি কে?

২। 他 是 我 爸 爸。

     tā shì wǒ bà ba

----তিনি আমার বাবা।

৩। 我 来 介 绍 一 下。

      wǒ lái jiè shào yí xià

----আমি একটু পরিচয় দিই।

৪। 这 是 老 张。

     zhè shì lǎo zhāng

----ইনি হচ্ছেন লাও চাং।

নতুন শব্দঃ

谁 shéi তিনি / কে

介绍 jiè shào পরিচয়

妈妈 mā ma মা

爸爸 bà ba বাবা

哥哥 gē ge বড় ভাই

姐姐 jiě jie বড় বোন

朋友 péng you বন্ধু

先生 xiān shēng স্বামী/ সাহেব

夫人 fū rén মেম সাহেবা (স্ত্রী অর্থে)

ব্যাখ্যাঃ

১। (他是我爸爸) এই সহজ বাক্য মনে রাখলে আরো অনেক বাক্য তৈরি করতে পারেন।

যেমন (爸爸) এই শব্দের বদলে অন্যান্য শব্দ দিলে হবেঃ

(他是我的朋友) মানে তিনি আমার বন্ধু।

(他是我的朋友毛大海) মানে তিনি আমার বন্ধু মাও তাহাই।

যদি (他) এই শব্দের বদলে অন্যান্য শব্দ দিলে হবেঃ

(我是他姐姐) মানে আমি তাঁর বড় বোন।

২। (我来介绍一下。) মানে আমি একটু পরিচয় দিই। (一下) এর অর্থএকটু বলা যায়। বাংলায় যেমন বলা হয়, একটু শুনুন বা একটু বসুন। ঠিক সে অর্থে। সাধারণতঃ আমরা একজন অন্য জনকে পরিচয় দেয়ার আগে এই বাক্য বলি। তারপর সেই লোকের নাম বা সম্পর্ক প্রভৃতি অবস্থা ব্যাখ্যা করি।

    (张) হলো চীনের খুব সাধারণ পারিবারিক নাম। যেমন বাঙ্গালীদের মধ্যে অনেকের নাম চৌধুরী। আর (老) শব্দটার অর্থ হলো প্রবীণ। কারো বয়স আপনার চেয়ে বেশি বা কেউ আপনার সিনিয়ার হলে, তাঁকে সম্মান দেখানোর জন্য তাঁর পারিবারিক নামের সামনে (老) থাকতে পারে। তাঁর বিপরীদ শব্দ হচ্ছে (小) , মানে ছোট। যদি কার বয়স আপনার চেয়ে কম হয়, বা আপনার জুনিয়ার হয়, তাহলে তাঁর পারিবারিক নামের সামনে (小) লাগাতে পারেন।