v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2004-12-27 09:14:54    
বন্ধু

cri
    মৈত্রী হচ্ছে বিশ্বের সবচেয়ে দামী বিষয় ।আমাদের বাংলা বিভাগ হলো একটি বন্ধুত্বপূর্ণ গ্রুপ। প্রতিটি সদস্য পরস্পরের বন্ধু । প্রতিদিন আমরা সুন্দরভাবে মিষ্টিমন নিয়ে মিলেমিশে থাকি । গত শনিবারের অনুষ্ঠান আপনাদের মনে আছে ?তা ছিলো এশিয় শিল্পকলা সম্পর্কিত একটি অনুষ্ঠান । আমি জানি না আপনারা সেই অনুষ্ঠানকে পছন্দ করেছেন কিনা । কিন্তু সেটা হচ্ছে তাহের , ছাই ইউয়ে, লিলি আর আমার চেষ্টার ফল । কারণ সাক্ষাত্কারের বিষয় অনেক বেশি , আমাদের প্রতিটি মিনিট কাজে লাগাতে হবে । তাই ডাইনিং হলে গিয়ে খাওয়ার সময়ও পাইনি ।যদিও আমরা ক্ষিধে সহ্য করেছি , তবে আমাদের অনুষ্ঠানের কথা ভাবতেই মনে খুশী আর ধরে না ।রাতে আমাদের খেতে হবে ।ছাই ইউয়ে টেলিফোনে কয়েকটি খাবারের অর্ডার দিয়েছে। আমরা চার জন অফিসে খেতে শুরু করেছি । ম্যাড্যাম ফং রসিকতা করে বলেছেন : তোমাদের উত্সাহ লক্ষনীয় । শুনে আমরা সবাই হু হু করে হেসেছি । আমি মনে করি , বন্ধুরা এক সংগে কাজ করলে , একটুও ক্লান্তি নেই । শুক্রবার দিনগত রাত আড়াইটায় আমরা অবশেষে অনুষ্ঠান তৈরী শেষ করেছি। যার খুশির অনুভূতি বর্ণনার ভাষা নেই । অনেক কথা বলেছি , এখন আমরা একটু বিশ্রাম নেবো । একটি গান শোনাবো। তার নাম হচ্ছে বন্ধু ।গানের কথা হলো :

    নৌকা বাওয়ার সময়ে কে বৈঠা ব্যবহার করে না ?

    পাল তোলার সময়ে বাতাস না থাকলে কি অবস্থা হয় ?

    বন্ধু যখন ছেড়ে চলে যায় , তখন কার না মন খারাপ হয় ?

    নৌকা বাওয়ার সময়ে আমি বৈঠা ব্যবহার না করে থাকতে পারি ।

    পাল তোলার সময়ে বাতাস না থাকলে আমি সইতে পারি ।

    কিন্তু প্রিয় বন্ধু আমার , তুমি আমায় ছেড়ে গেলে, আমি মোটেই সইতে পারি না ।

    সত্যি, এই পৃথিবীতে যদি বন্ধু না থাকে , তাহলে সে অবস্থা কল্পনাই করা যায় না । বন্ধুদের মধ্যে সবচেয়ে মূল্যবান হলো পারস্পরিক সমঝোতা ও সহায়তা ।দু জনের আনন্দ আর বেদনা পরস্পর ভাগাভাগি করা যায় । আমি একজন বন্ধুর কাছে একটি হৃদয়স্পর্শী গল্প শুনেছি ।দু জন বন্ধু মরুভূমিতে ভ্রমণ করছে । আমি তাদেরকে ক ও খ নাম দিয়েছি । একবার তারা কোনো কারণে ঝগড়া করেছে ।ক খকে মুখে আঘাত করেছে । নীরবে খ বালিতে লিখেছে যে "আজকে আমার প্রিয় বন্ধু আমাকে মেরেছে " ।তারপর তারা সামনে এগিয়ে গেছে । হঠাত খ নদীতে পড়েছে । আর ক ভাগ্যবান খর প্রান রক্ষা করেছে । পরে খ ছুরি দিয়ে পাথরে খোদাই করে লিখেছে যে "আজকে আমার প্রিয় বন্ধু আমার প্রান রক্ষা করেছে " । ক অবাক হয়ে বলেছে :কেন আমি তোমাকে মারার পর, তুমি বালিতে লিখেছো ,পক্ষান্তরে এখন তুমি পাথরে খোদাই করে লিখেছো অন্য কথা । খ হেসে বলেছে : বন্ধু আমার ক্ষতি করলে তা আমার মনে ছাপ ফেলবে না । বন্ধু আমাকে সাহায্য করলে তা আমার মনে গভীর ছাপ ফেলেবে । এ গল্প থেকে বোঝা যায় ,আমরা কখনো বন্ধুর আন্তরিক সহায়তা ভুলে যাবো না । এ পর্যন্ত আপনারা কি ভাবছেন ? দৈনন্দিন জীবনে যদি ঘনিষ্ঠ বন্ধুর সংগে মাঝে মাঝে আমরা দ্বিমত পোষন করি , তাহলে কি ঝগড়া করবো? দয়া করে ছোটো ছোটো অনিচ্ছাকৃত ক্ষতি ভুলে যাবেন । তারপরে আপনারা দেখবেন নিজেদের পাশে অনেক কাছের বন্ধু আছে । আচ্ছা , আমি আপনাদের চীনের শিল্পী লিয়াং ইংছির গাওয়া (আজকে) নামে একটি গান উপহার দেবো । আশা করি আপনারা এই গান পছন্দ করবেন । গানের কথা হলো :

    বিদায়ের ক্ষণ আমি কখনো ভুলে যাবো না

    বন্ধু , তোমার সংগে ঊষ্ণ আলিংগন করে বিদায় জানিয়েছি

    আগে আমরা একসাথে সবখানে ঘুরেছি

    আগে আমরা আকাশের দিকে তাকিয়ে ঘুমিয়েছি

    বিদায়ের সময়ে কেঁদো না

    আমি জানি , একদিন কোনো এক স্থানে আমরা আবার মিলিত হবো ।

    মিষ্টি কন্ঠ। বন্ধু , আয়নার মতো। তাদের কাছে আপনি নিজের ত্রুটি দেখতে পারেন এবং বন্ধুর কাছে অনেক জিনিস শিখতে পারেন। যে মানুষের বন্ধু নেই, সে খুবই দুর্ভাগা ।বন্ধু হলো আপনার ঐশ্বর্য। বন্ধুত্ব আপনি বিপুল টাকা খরচ করেও কিনতে পারবেন না । বন্ধুর কাছে ধন্যবাদ বলার কোনো দরকার নেই ।