চীনের জাতীয় কৃষক ক্রীড়া প্রতিযোগিতা প্রতি চার বছরে একবার করে আয়োজিত হয় । ইতিপূবে যথাক্রমে পেইচিং , হুপেই প্রদেশের সিয়াও গাং , সাংহাই ও সিছুয়ান প্রদেশের মিয়েন ইয়াংয়ে চারটি জাতীয় কৃষক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হয়েছে । দুই হাজার সালের জুলাই মাসে চিয়াংসি প্রদেশের ই ছুন শহর চীনের পঞ্চম জাতীয় কৃষক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের অধিকার পায় ।
ই ছুন শহরের পক্ষে এটা যেমন একটি দুলর্ভ উন্নয়নের সুযোগ, তেমনি এমন একটি পরীক্ষা যা তাকে উত্তীর্ণ হতেই হবে ।
ই ছুন শহরের কেন্দ্রস্থলে হুয়াং পো লু নামে একটি রাস্তা আছে । এর আশেপাশেই রয়েছে শহরের ভেতরের কয়েকটি বিশ্ববিদ্যালয় ,মাধ্যমিক স্কুল ও বিশেষ পেশাগত স্কুল। তাই এই ছোটো গলি অথার্ত রাস্তাটি লোকদের গমনাগমনের প্রধান পথে পরিণত হয়েছে । কিন্তু ছোটো গলির এই হলুদ কাদামাটির কাঁচা রাস্তা ছিলো এবড়োথেবড়ো। প্রায়ই পানি জমে যেতো । এই ছোটো গলির অনেক অধিবাসী সারা বছরের চার ঋতুতেই রবারের জুতো পরে আসা-যাওয়া করতেন। রাস্তাটির দু'পাশে কোনো আলোর ব্যবস্থা ছিলো না বলে রাতে রাস্তাটিতে প্রায়ই লুটপাট ও মারপিটের ঘটনা ঘটতো ।
দু'হাজার সালের জুলাই মাস থেকে ই ছুন শহরের আটাত্তরটি ছোটো গলির সংস্কারের কাজ শুরু হয় । হুয়াং পো লু রাস্তা সমস্যারও মৌলিক সমাধান হয়েছে । বতর্মানে হুয়াং পো লু রাস্তার চেহারা সম্পূর্ণ বদলে গেছে । ছোটো গলির ভেতরের সিমেন্টের রাস্তা খুই সমতল মসৃণ । রাতে রাস্তার দু'পাশে উজ্জ্বল আলোর ব্যবস্থা করা হয়েছে । ফেন চু সেন বংশপরম্পরায় এই গলিতে বাস করেন । তিনি আনন্দের সংগে বলেন , "অতীতে সন্ধ্যা হলেই আমরা দরজা বন্ধ করতাম ,বেরুতাম না ,কিন্তু এখন যখন খুশী বাইরে এসে বেড়াতে পারি ।"
ছোটো ছোটো রাস্তা ও ছোটো ছোটো অলিগলির পরিবতর্ন হলো ই ছুয়েনের নাগরিক সভ্যতার দুষ্কর বিপ্লব আরম্ভের প্রতিচ্ছবি । পঞ্চম জাতীয় কৃষক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনকালে ই ছুন শহরকে "সবুজ পাহাড় , সুন্দর নদী , সবুজ আস্তরণ ও সম্প্রীতি"-র প্রাকৃতিক উদ্যান শহর হিসেবে গড়ে তোলার জন্য শহরের বন পার্ক, সাংস্কৃতিক কেন্দ্র চত্বর , সিউ চিয়াং নদীর সংস্কার ইত্যাদি চল্লিশটি প্রধান প্রকল্প পরপর চালু হয় ।
ই ছুনের লোকদের মাতৃনদী সিউ চিয়াং নদীর কথাই ধরা যাক ।শহরের সম্প্রসারণ ,শিল্পের উন্নয়ন আর জনসংখ্যার বৃদ্ধির দরুণ অনেক বছর ধরে শহরের দুষিত পানি তার সমস্ত ময়লা নিয়ে সিউ চিয়াং নদীতেই পতিত হতো । তার উপর বালি উত্তোলণ জাহাজ নদীপথে যথেচ্ছভাবে খননের ফলে সিউ চিয়াং নদীর পানি দিনদিন দূষিত ও দুগর্ন্ধময় হয়ে উঠে । এ নিয়ে শহরবাসীদের অসন্তোষের অন্ত ছিলো না । ই ছুন শহরের পৌর পাটির্কমিটি ও পৌর সরকার মাতৃনদী রক্ষার অভিযান শুরু করে । শহরের দূষিত পানির ময়লা আটকানো প্রকল্প শুরু হয় , শিল্পপ্রতিষ্ঠানগুলোর দূষিত পানি নি:সরণের সংস্কার শুরু হয় ,নদীপথে বালি খননের তত্পরতা নিষিদ্ধ হয় এবং নদীপথের পলিমাটি নিষ্কাশিত হয় । বতর্মানে সিউ চিয়াং নদীর পানি স্বচ্ছ পরিষ্কার ।
অল্প দু'তিন বছরের মধ্যে ই ছুন শহরের রাস্তাগুলোর দৃশ্যের অব্যাহত পরিবতর্ন ঘটে । সুন্দর পাহাড় ও নদনদীর প্রাকৃতিক শহরের প্রাথমিক কাঠামো পরিলক্ষিত হয়েছে । শহরের অবকাঠামোও দিনদিন পরিপূর্ণ হয়ে উঠেছে । ই ছুন শহরের রাস্তাগুলো প্রশস্ত ও আলোকোজ্জ্বল হয়েছে এবং ই ছুন শহর বড় ও সুন্দর হয়েছে । একটি জনমত জরীপে দেখা গেছে , ই ছুন শহরের বিরাট পরিবতর্নের প্রতি শহরবাসীদের সন্তোষের সূচক ছিয়ানব্বই শতাংশে পৌঁচেছে ।
বিরাটাকারের সাবির্ক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন সাধারণত: খুবই ব্যয়সাপেক্ষ ব্যাপার । কিন্তু বৃহত্ কৃষি এলাকা বলে পরিচিত ই ছুন শহরের অথর্নৈতিক শক্তি খুব বেশী নয় । সীমিত আথির্ক শক্তির অবস্থায় কিভাবে উচ্চমানের কৃষক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা যায় এটা একটি খুবই বাস্তব প্রশ্ন ।
ই ছুন শহর স্পষ্টভাবে বলেছে , ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের প্রক্রিয়া হচ্ছে বিজ্ঞানসম্মত উন্নয়নের ধারণায় অবিচল থাকা ও তা বাস্তবায়নের প্রক্রিয়া । যেমন সূক্ষ্মাতিসূক্ষ্ম হিসাব করে নিজের শক্তি অনুসারে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করতে হবে , তেমনি ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের বিভিন্ন মানদণ্ড নিশ্চিত করতে হবে অথার্ত্ মানদণ্ডের প্রশ্ন আপোস করা চলবে না । যাতে ক্রীড়া প্রতিযোগিতা পূণর্সাফল্যের সংগে অনুষ্ঠিত হয় । চিন্তাধারার উপায়ের পরিবতর্ন আর সযত্ন কাজকর্ম পরিচালনার ফলে তারা বুদ্ধির পরিচয় দিয়ে একেকটি কঠিন প্রশ্নের সমাধান করে যেমন কাযর্করভাবে কৃষক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের জন্য প্রয়োজনীয় সফ্ট ওয়্যার ও অবকাঠামোর নিমার্ন নিশ্চিত করেছেন ,তেমনি প্রচুর অর্থ বাঁচিয়েছেন ।
|