|
![](/images/spacer.gif) |
(GMT+08:00)
2004-12-24 14:56:31
|
ই ইউ আগামী বছর থেকে নতুন অভিন্ন কৃষি নীতি কার্যকরী করবে
cri
ইউরোপীয় পরিষদ ২৩ তারিখে ঘোষণা করেছে যে, ইইউ আগামী পয়লা জানুয়ারি থেকে নতুন অভিন্ন কৃষি নীতি কার্যকরী করবে। পরিষদের কৃষি ও গ্রামোন্নয়ন বিষয়ক দ্বায়িত্বশীল ব্যক্তি মাদাম মারিয়ান ফিশের বৌয়েল বলেছেন, নতুন কৃষি নীতি ইউরোপীয় কৃষি-খামারের মালিকদের সত্যিকার শিল্পোদ্যোক্তা হওয়া এবং ভবিষ্যতে ইউরোপের গ্রামের টেকসই উন্নয়ন ও কৃষি পণ্যের প্রতিদ্বন্দ্বিতার সামর্থ্যের উন্নতির হওয়ার অনুকূল। সংস্কার হওয়ার পর অভিন্ন কৃষি নীতি ইইউয়ের কৃষি-ভর্তুকি দেয়ার পদ্ধতি পরিবর্তন করবে, এই ভর্তুকি উত্পাদন-পরিমাণের সংগে সম্পর্ক-মুক্ত হবে। এই নীতিতে কৃষি উত্পাদনের ফলপ্রমূতা ও গ্রমীণ অঞ্চলের উন্নয়নের ওপর বেশী গুরুত্ব দেয়া হবে এবং সংগে সংগে পরিবেশ গুণগত, মান ও প্রাণী সংরক্ষণ ইত্যাদি বিষয় নিয়ে বেশি চিন্তা করা হবে।
|
|
|