v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2004-12-24 12:05:37    
সেরা টেবিল টেনিস তারকা ওয়াং নান

cri
    চীনের খ্যাতনামা নারী টেবল টেনিস তারকা ওয়াং নানের জম্ম চীনের লিয়াও নিং প্রদেশে ।সাত বছর বয়সে তিনি টেবিল টেনিস চর্চা শুরু করেন । ১৯৮৯ সালে তিনি লিয়াও নিং প্রদেশের টেবিল টেনিস দলে যোগ দেন । ১৯৯৩ সালে তিনি জাতীয় দলে প্রবেশ করেন ।তিনি একজন বাঁ-হাতি ওপেন-গ্রিপ খেলোয়াড় । ১৯৯৪ সালে অক্টোবর মাসে সুইডেন উন্মুক্ত টেবিল টেনিস প্রতিযোগিতায় তিনি নারী একক দফার প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করেছেন ।

    ১৯৯৭ সালে এপ্রিল মাসে তিনি বৃটেনের ম্যাঞ্চেষ্টারে অনুষ্ঠিত ৪৪তম বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে তিনি তেং ইয়া পিং, লি জুই ,ইয়াং ইং , ওয়ান জেংর সংগে নারী দলগত প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করেছেন । ১৯৯৭ সালের জুলাই মাসে মার্কিন টেবিল টেনিস উন্মুক্ত প্রতিযোগিতায় তিনি নারী একক দফার চ্যাম্পিয়ন হন একই সালের সেপ্টেম্বর মাসে তিনি সাংহাইয়ে অনুষ্ঠিত বিশ্ব কাপ নারী টেবিল টেনিস প্রতিযোগিতায় অংশ নেন এবং একক দফায় চ্যাম্পিয়ন হয়েছেন ।

    ১৯৯৮ সালের জুন মাসে জাপানে অনুষ্ঠিত ডিজুন কাপ নিখিল জাপান টেবিল টেনিস উন্মুক্ত প্রতিযোগিতায় তিনি লি জুইর সহখেলোয়াড় ছিলেন ।তাঁরা নারী দ্বৈত দফায় প্রথম স্থান অর্জন করেছেন । ১৯৯৮ সালের সেপ্টেম্বর মাসে জাপানের ওসাকায় অনুষ্ঠিত ১৪ তম এশিয়া গেমসে তিনি তাঁর দলের সহ -খেলোয়াড়দের সংগে একত্রে নারী দলগত প্রতিযোগিতার স্বর্ণপদক অর্জন করেছেন । ১৯৯৮ সালের ডিসেম্বর মাসে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ১৩তম এশিয় গেমসে টেবিল টেনিস প্রতিযোগিতায় তিনি নারী একক দফায় চ্যাম্পিয়ন হয়েছেন । তিনি তাঁর সহ খেলোয়াড়দের সংগে একত্রে দলগত প্রতিযোগিতার শীরোপাও অর্জন করেছেন ।তিনি ওয়ান লি জিংর সংগে মিশ্র জুটি দফার প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করেছেন ।তিনি লি জুর সংগে নারী দ্বৈত দফায় শীরোপা অর্জন করেছেন । তিনি ছিলেন এশিয়া গেমসে টেবিল টেনিস প্রতিযোগিতার স্বর্ণপদক অর্জন করার এক মাত্র খেলোয়াড় ।

    ১৯৯৯ সালের জনুয়ারী মাসে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক টেবিল টেনিস পেশাগত ভ্রারাম্যমানপ্রতিযোগিতায় তিনি একক দফায় চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি লি জুইয়ের সংগে দ্বৈত দফার শীরোপা অর্জন করেছেন । ১৯৯৯ সালের আগস্ট মাসে নেদারল্যান্ডসের আইএনহোফে ৪৫ তম বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে তিনি নারী দ্বৈত দফায় শিরোপা জয় করেন ।

    ২০০০ সালের জানুয়ারী মাসে অষ্ট্রেলিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক টেবিল টেনিসের পেশাগত ভ্রাম্যমান প্রতিযোগিতায় তিনি লি জুইয়ের সংগে নারী একক দফায় প্রথম হয়েছেন । ২০০০সালের জুন মাসে জাপানের কোবেতে অনুষ্ঠিত জাপান টেবিল টেনিস উন্মুক্ত প্রতিযোগিতায় তিনি নারী একক দফায় শীরোপা অর্জন করেছেন । ২০০০ সালে সেপ্টেম্বরসিডনি ওলিম্পিক গেমসে তিনি লি জুইয়ের সংগে নারী দ্বৈত দফার স্বর্ণপদক অর্জন করেছেন । ২০০৪সালে এথেন্স ওলিম্পিক গেমসে তিনি জাং ইনিংয়ের সংগে নারী দ্বৈত দফায় স্বর্ণপদক অর্জন করেন ।