v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2004-12-23 12:11:37    
গভীর প্রেম

cri
    আজকের অনুষ্ঠানে প্রথমেই আমি দুজন শ্রোতার দুটো চিঠি আর ই-মেইলের জন্য ধন্যবাদ জানাই । তাদের একজন হলেন ভারতের পশ্চিম মেদিনীপুর জেলার বন্ধু সৌমিত্র রায় , যিনি গত সপ্তাহে আমাদের অনুষ্ঠান প্রচারিত হবার পর , আমাকে একটি ই-মেইল পাঠিয়েছেন । ই-মেইলে তিনি বলেছেন , আমাদের সংগীত সাগর অনুষ্ঠান তিনি খুবই পছন্দ করেন , এবং আশা করেন , আমাদের মধ্যকার যোগাযোগ বজায় থাকবে । আমি বলতে চাই , এটা আমারও ইচ্ছা , আমি জানি না , আমার ইমেইল আপনি পেয়েছেন কি না ? আশা করি , ভবিষ্যতে আমরা ঘনিষ্ঠ বন্ধু হতে পারবো ।

    অন্যজন বন্ধু হলেন বাংলাদেশের জয়পুরহাট জেলার স্টুডেন্ট লিসনার্স ক্লাবের এম এম পারভেজ । তার চিঠিতে তিনি বলেছেন যে , যদি এই অনুষ্ঠানে চীনের গানের পাশাপাশি জনপ্রিয় বাংলা গান বাজানো হয় , তাহলে আরো প্রাণবন্ত হয়ে উঠবে । আপনার ভালো প্রস্তাব আর চিঠির জন্য ধন্যবাদ জানাই । ভবিষ্যতের অনুষ্ঠানে আমি আপনার এই প্রস্তাব বিবেচনা করবো । আশা করি , আপনি বরাবরই আমাদের এই অনুষ্ঠান সমর্থন করবেন ।

    এই দুজন বন্ধু আমার জন্যে খুবই গুরুত্বপূর্ণ । কারণ , তারাই প্রথম আমার কাছে চিঠি বা ইমেইল পাঠিয়েছেন । তাই , আপনারা আমার একটি ছোট্ট উপহার পাবেন । এটা হচ্ছে আমার ব্যক্তিগত উপহার , হয়তো তার দাম বেশী নয় , আশা করি , আপনারা তা পছন্দ করবেন , এবং আশা করি , আরো বেশী বন্ধু আমাদের সংগে যোগাযোগ করবেন , এখন সকল বন্ধুর জন্যে একটি গান বাজিয়ে শোনাবো, তার নাম বন্ধু ।

    গানের কথা হলো :

    এইসব বছরগুলোতে আছে অনেক কষ্ট-দু:খ

    কিন্তু আমি একা একা তার মুখোমুখী হই ।

    কারণ , আমার মনে প্রেম আছে , আর আছো তুমি ।

    একটি শুভেচ্ছা , একটি বাক্য , একটি অবিস্মরণীয় মৈত্রী,

    বন্ধু আমার মনে আজীবন গাথা থাক ।

    আশা করি , গানের কথার মতো , অনুষ্ঠানের শ্রোতাবন্ধুরাওআমার স্থায়ী বন্ধু হবেন ।

     বন্ধুদের কাছে শুভেচ্ছা জানানোর পর , এখন আমরা আজকের প্রধান বিষয়--গভীর প্রেমে ফিরে আসবো ।

    আমি জানি না , আপনাদের মনে গভীর প্রেমের অনুভুতি কি রকম ? কিন্তু আমার মনে , এটা খুবই মিষ্টি , খুবই উষ্ণ , খুবই প্রবল এবং খুবই অবিস্মরণীয় । গভীর প্রেমে নিমজ্জিত প্রেমিক-প্রেমিকার চোখে সবকিছুই ভালো , সব কথাই সুন্দর । তাই , কিছু কিছু লোক মনে করেন , গভীর প্রেমে হাবুডুবু খাওয়া মানুষের রায় দেয়ার শক্তি নেই । তারা শিশুর মতো । তাদের মনে কোনো বন্ধুর কথা নেই , শুধু দু'জনা মিলেই একটি পৃথিবী ।এবার নিজের কথা একটু বলি । আমার সকল ঘনিষ্ঠ বন্ধুই আমার সংগে কথা বলার সময়ে , আমার প্রতি অসন্তোষ প্রকাশ করেন । কারণ , কিছু কিছু সময়ে , আমরা পরস্পরকে আমন্ত্রণ জানাই । জরুরী কথা শেষ করার পর , ছায়াছবি দেখি , খাবার খাই , কিন্তু আমার স্বামি আমাকে টেলিফোন করলে , আমি বন্ধুদের ত্যাগ করে , আমার স্বামীর সংগে সময় কাটিয়েছি । তাই , তারা সবসময় বলেছেন , কোনো অনুষ্ঠানে গভীর প্রেমিকদের আমন্ত্রণ করবেন না । অবশ্যই , এটা একটি ঠাটা । কিন্তু এই থেকে প্রমাণিত হয়েছে যে , গভীর প্রেমে পড়া মানুষ শিশুর মতো । এখন এসব শিশুর জন্যে একটি গান উপহার দেবো । তা হলো আমার ভালোবাসার ফিরিস্তি ।

    গানের কথা হলো :

    আমি ভালোবাসি তোমার বুকে এলিয়ে পড়া ,

    ভালোবাসি দিক-কাল-জ্ঞানশূন্য হয়ে পাশাপাশি থাকা ,

    আমার কাধেঁ রাখা তোমার হাত আমি ভালোবাসি ,

    ভালোবাসি আনন্দের সাগরে তুমি-আমি ডুবে থাকা ।

    এতো আনন্দময় গান , এতো আনন্দময় প্রেমিক-প্রেমিকা । আশা করি , আপনারাও প্রত্যেকেই ভালো মন আর মিষ্টি প্রেম উপভোগ করছেন । এটা হচ্ছে  আমার মনের কথা । কারণ , আন্তরিকভাবে প্রেম করা , এটা যেমন খুবই আনন্দের তেমনি খুবই মূল্যবান । আমাদের পৃথিবী এতো বড়ো , যে এতে একটি আন্তরিক আর নিখাদ প্রেমিক-জুটি খুজেঁ পাওয়া সহজ নয়। তাই আমরা প্রত্যেকেই তাকে গুরুত্ব দেই । মিলন হোক বা বিরহ হোক , এটা হচ্ছে একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা । তাই , আন্তরিকভাবে প্রেম করবেন । দুরদুরান্তের বন্ধুরা , আপনাদের গভীর প্রেমের অনুভুতি আর গল্প মনে আছে ? আশা করি , এই বিষয়ে বলার সময়ে , তা আপনাদের মনে অনেক মিষ্টি অনুভুতি বয়ে আনবে , এটা আমার ইচ্ছা । আমাদের ই-মেইলের ঠিকানা হচ্ছে ---- তার বানান হচ্ছে ---- । আশা করি , আরো বেশী বন্ধু তাদের মনের কথা আমাকে জানাবেন । এই অনুষ্ঠান শুধু আমার মঞ্চ নয় , বরং মূলত: আপনাদেরই । আমি আন্তরিকভাবে এখানে আপনাদের তথ্যের অপেক্ষা করবো ।

    আচ্ছা , প্রেমিক জুটি বন্ধুরা , আমি বলতে চাই , প্রেমে মিষ্টি আছে , তেতো আছে , তাই সব মিলিয়ে পরষ্পরকে গ্রহণ ও সম্মান করবেন। কারণ , লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে আপনারা পরষ্পরকে জেনেছেন , চিনেছেন , ভালোবেসেছেন । এটা সহজ নয় । আমি আশা করি , সকল প্রেমিক জুটিই অবশেষে সাফল্যের মুখ দেখতে পারবেন ।

    ওকে , এখন আমরা একসাথে একটি গান উপভোগ করবো । তা হচ্ছে এস এচ ই-য়ের গাওয়া অপরিহার্য নামে একটি সুন্দর গান ।

    গানের কথা হলো:

    Can you feel love tonight

    আজ রাতে তুমি কি ভালোবাসা অনুভব করতে পাবো ?

    আমরা একসংগে ভবিষ্যতকেসাগত জানাই ,

    আমাদের প্রেম অপরিহার্য , অনিবার্য ,

    আনন্দের অনুভুতি , আমাদের ছায়া সংগী ।