আজকের অনুষ্ঠানে প্রথমেই আমি দুজন শ্রোতার দুটো চিঠি আর ই-মেইলের জন্য ধন্যবাদ জানাই । তাদের একজন হলেন ভারতের পশ্চিম মেদিনীপুর জেলার বন্ধু সৌমিত্র রায় , যিনি গত সপ্তাহে আমাদের অনুষ্ঠান প্রচারিত হবার পর , আমাকে একটি ই-মেইল পাঠিয়েছেন । ই-মেইলে তিনি বলেছেন , আমাদের সংগীত সাগর অনুষ্ঠান তিনি খুবই পছন্দ করেন , এবং আশা করেন , আমাদের মধ্যকার যোগাযোগ বজায় থাকবে । আমি বলতে চাই , এটা আমারও ইচ্ছা , আমি জানি না , আমার ইমেইল আপনি পেয়েছেন কি না ? আশা করি , ভবিষ্যতে আমরা ঘনিষ্ঠ বন্ধু হতে পারবো ।
অন্যজন বন্ধু হলেন বাংলাদেশের জয়পুরহাট জেলার স্টুডেন্ট লিসনার্স ক্লাবের এম এম পারভেজ । তার চিঠিতে তিনি বলেছেন যে , যদি এই অনুষ্ঠানে চীনের গানের পাশাপাশি জনপ্রিয় বাংলা গান বাজানো হয় , তাহলে আরো প্রাণবন্ত হয়ে উঠবে । আপনার ভালো প্রস্তাব আর চিঠির জন্য ধন্যবাদ জানাই । ভবিষ্যতের অনুষ্ঠানে আমি আপনার এই প্রস্তাব বিবেচনা করবো । আশা করি , আপনি বরাবরই আমাদের এই অনুষ্ঠান সমর্থন করবেন ।
এই দুজন বন্ধু আমার জন্যে খুবই গুরুত্বপূর্ণ । কারণ , তারাই প্রথম আমার কাছে চিঠি বা ইমেইল পাঠিয়েছেন । তাই , আপনারা আমার একটি ছোট্ট উপহার পাবেন । এটা হচ্ছে আমার ব্যক্তিগত উপহার , হয়তো তার দাম বেশী নয় , আশা করি , আপনারা তা পছন্দ করবেন , এবং আশা করি , আরো বেশী বন্ধু আমাদের সংগে যোগাযোগ করবেন , এখন সকল বন্ধুর জন্যে একটি গান বাজিয়ে শোনাবো, তার নাম বন্ধু ।
গানের কথা হলো :
এইসব বছরগুলোতে আছে অনেক কষ্ট-দু:খ
কিন্তু আমি একা একা তার মুখোমুখী হই ।
কারণ , আমার মনে প্রেম আছে , আর আছো তুমি ।
একটি শুভেচ্ছা , একটি বাক্য , একটি অবিস্মরণীয় মৈত্রী,
বন্ধু আমার মনে আজীবন গাথা থাক ।
আশা করি , গানের কথার মতো , অনুষ্ঠানের শ্রোতাবন্ধুরাওআমার স্থায়ী বন্ধু হবেন ।
বন্ধুদের কাছে শুভেচ্ছা জানানোর পর , এখন আমরা আজকের প্রধান বিষয়--গভীর প্রেমে ফিরে আসবো ।
আমি জানি না , আপনাদের মনে গভীর প্রেমের অনুভুতি কি রকম ? কিন্তু আমার মনে , এটা খুবই মিষ্টি , খুবই উষ্ণ , খুবই প্রবল এবং খুবই অবিস্মরণীয় । গভীর প্রেমে নিমজ্জিত প্রেমিক-প্রেমিকার চোখে সবকিছুই ভালো , সব কথাই সুন্দর । তাই , কিছু কিছু লোক মনে করেন , গভীর প্রেমে হাবুডুবু খাওয়া মানুষের রায় দেয়ার শক্তি নেই । তারা শিশুর মতো । তাদের মনে কোনো বন্ধুর কথা নেই , শুধু দু'জনা মিলেই একটি পৃথিবী ।এবার নিজের কথা একটু বলি । আমার সকল ঘনিষ্ঠ বন্ধুই আমার সংগে কথা বলার সময়ে , আমার প্রতি অসন্তোষ প্রকাশ করেন । কারণ , কিছু কিছু সময়ে , আমরা পরস্পরকে আমন্ত্রণ জানাই । জরুরী কথা শেষ করার পর , ছায়াছবি দেখি , খাবার খাই , কিন্তু আমার স্বামি আমাকে টেলিফোন করলে , আমি বন্ধুদের ত্যাগ করে , আমার স্বামীর সংগে সময় কাটিয়েছি । তাই , তারা সবসময় বলেছেন , কোনো অনুষ্ঠানে গভীর প্রেমিকদের আমন্ত্রণ করবেন না । অবশ্যই , এটা একটি ঠাটা । কিন্তু এই থেকে প্রমাণিত হয়েছে যে , গভীর প্রেমে পড়া মানুষ শিশুর মতো । এখন এসব শিশুর জন্যে একটি গান উপহার দেবো । তা হলো আমার ভালোবাসার ফিরিস্তি ।
গানের কথা হলো :
আমি ভালোবাসি তোমার বুকে এলিয়ে পড়া ,
ভালোবাসি দিক-কাল-জ্ঞানশূন্য হয়ে পাশাপাশি থাকা ,
আমার কাধেঁ রাখা তোমার হাত আমি ভালোবাসি ,
ভালোবাসি আনন্দের সাগরে তুমি-আমি ডুবে থাকা ।
এতো আনন্দময় গান , এতো আনন্দময় প্রেমিক-প্রেমিকা । আশা করি , আপনারাও প্রত্যেকেই ভালো মন আর মিষ্টি প্রেম উপভোগ করছেন । এটা হচ্ছে আমার মনের কথা । কারণ , আন্তরিকভাবে প্রেম করা , এটা যেমন খুবই আনন্দের তেমনি খুবই মূল্যবান । আমাদের পৃথিবী এতো বড়ো , যে এতে একটি আন্তরিক আর নিখাদ প্রেমিক-জুটি খুজেঁ পাওয়া সহজ নয়। তাই আমরা প্রত্যেকেই তাকে গুরুত্ব দেই । মিলন হোক বা বিরহ হোক , এটা হচ্ছে একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা । তাই , আন্তরিকভাবে প্রেম করবেন । দুরদুরান্তের বন্ধুরা , আপনাদের গভীর প্রেমের অনুভুতি আর গল্প মনে আছে ? আশা করি , এই বিষয়ে বলার সময়ে , তা আপনাদের মনে অনেক মিষ্টি অনুভুতি বয়ে আনবে , এটা আমার ইচ্ছা । আমাদের ই-মেইলের ঠিকানা হচ্ছে ---- তার বানান হচ্ছে ---- । আশা করি , আরো বেশী বন্ধু তাদের মনের কথা আমাকে জানাবেন । এই অনুষ্ঠান শুধু আমার মঞ্চ নয় , বরং মূলত: আপনাদেরই । আমি আন্তরিকভাবে এখানে আপনাদের তথ্যের অপেক্ষা করবো ।
আচ্ছা , প্রেমিক জুটি বন্ধুরা , আমি বলতে চাই , প্রেমে মিষ্টি আছে , তেতো আছে , তাই সব মিলিয়ে পরষ্পরকে গ্রহণ ও সম্মান করবেন। কারণ , লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে আপনারা পরষ্পরকে জেনেছেন , চিনেছেন , ভালোবেসেছেন । এটা সহজ নয় । আমি আশা করি , সকল প্রেমিক জুটিই অবশেষে সাফল্যের মুখ দেখতে পারবেন ।
ওকে , এখন আমরা একসাথে একটি গান উপভোগ করবো । তা হচ্ছে এস এচ ই-য়ের গাওয়া অপরিহার্য নামে একটি সুন্দর গান ।
গানের কথা হলো:
Can you feel love tonight
আজ রাতে তুমি কি ভালোবাসা অনুভব করতে পাবো ?
আমরা একসংগে ভবিষ্যতকেসাগত জানাই ,
আমাদের প্রেম অপরিহার্য , অনিবার্য ,
আনন্দের অনুভুতি , আমাদের ছায়া সংগী ।
|