v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2004-12-17 23:41:53    
এসো চীনা শিখি

cri
    পরিবেশের কারণে খুব ছোট বেলা হতে আমার স্কুলে যাওয়া। ভালো ছাত্র হওয়ার দরুণ কোন ক্লাসেই দ্বিতীয় বার থাকতে হয় নি, চেহারা যতই ছোট হোক না কেন? আব্বা বার বার একই ক্লাসে রাখার জেদ ধরলেও আমার কান্নার কারণে তা কখনো কার্যকরী হয় নি। গত বছরের মাঝামাঝিতে বের হয়ে পুর-প্রকৌশলী হিসেবে বর্তমানে ঢাকায় চাকরী করছি। এখনও অনেকে আমাকে হাইস্কুলের ছাত্র ভেবে ভুল করে থাকেন।

    প্রাথমিক কথাতে ফিরে আসি। মুখ দিয়ে যখন অ আ ক খ উচ্চারণ করতে শিখেছি তখন থেকেই চীনা রূপকথা দাদা-দাদী/নানা নানীর মুখে শুনেছি, বিশেষ করে ড্রাগনের গল্পের কথা এখনও মনে আছে। তখন চীন সম্পর্কে কিছুই জানতাম না। আর একটু বড় হয়ে চতুর্থ-পঞ্চম শ্রেণীতে শিক্ষকের মুখে চীনা শিশুদের লোহার জুতা পড়ার আর পোষাকের গল্প শুনেছি, বইতে চীনা মেয়েদের পোষাক পরিহিত ছবি দেখে মনে নানা রকম কল্পনার ঢেউ খেলে যেত। আর একটু বড় হয়ে নবম-দশম শ্রেণীতে ইসলাম ধর্ম বইতে হাদিসের মধ্যে চীন সম্পর্কে বিশদ জানতে পারলাম। তখন হতেই মনে করতাম জীবনে বেঁচে থাকলে চীন দেশে যেতে হবে। বর্তমানে ৫০টির উপরে আমার বই সংগ্রহ করা হয়ে গেছে চীন দেশ সম্পর্কে জানার জন্য। এত দিন আর্থিক সমস্যার কারণে খুব জোর দিয়ে কিছু একটা করতে পারতাম না । কিন্তু বর্তমানে চাকরী করছি, তাই মন চাইলে কিছু একটা করা সম্ভব। আমার ইচ্ছা আছে চীন বিষয়ক বই দিয়ে আমি একটা লাইব্রেরী করব এবং সেখানে সাধারণ মানুষের অবাধ বিচরণ থাকবে। চীন দেশের ভাষা আরও বেশী আয়ত্ব করে চীনা ভাষা শিখার উপর মানুষকে প্রশিক্ষণ দেওয়ার কার্যক্রম চালু করব। এ বিষয়ে আপনাদের সর্বোপরি সহযোগিতা চাই।

    আপনাদের এসো চীনা শিখি অনুষ্ঠানের উপর মতামত তুলে ধরা হল, যার মাধ্যমে আপনাদের অনুষ্ঠান সাজাতে সহযোগিতা হবে।

    চীনা ভাষা শেখার আসর থেকে এসো চীনা শিখিতে পরিবর্তিত হয়ে আজ ছয় বছরে উপনীত হয়েছে । এসো চীনা শিখি আসরের মধ্যে নতুন নতুন চীনা ভাষা শেখার ফলশ্রুতিতে আমাদের মাঝে এক নিবিঢ় যোগসূত্র রচিত হয়েছে; দূরত্ব কমে গিয়ে মনে হচ্ছে আমরা একি আকাশের , নীচে একি স্থানের বাসিন্দা, আমাদের মাঝে কোন ভেদাভেদ নেই। আমরা একই মায়ের সন্তান। এত জটিল ভাষাকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের সুহৃদ কর্মী ইউ কোয়াং য়ুএ ও মহিউদ্দিন তাহের উপস্থাপন করে , এত বেশী সহজ করে দিয়েছেন, যেন মনে হয় চীনা ভাষা আমার নিজের ভাষা। আমরা কতটুকু শিখতে পেরেছি প্রতিযোগিতার পাশাপাশি যদি বাংলাদেশে এসে একটা ওয়ার্ক-শপের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয় এবং প্রকৃত বিজয়ীদের সার্টিফিকেট দেওয়া হয়, তবেই আসবে আমাদের প্রকৃত সাফল্য। আগামী আসরগুলোতে আরো নতুন নতুন আইটেম যোগ করে বর্ধিত কলেবরে প্রচার করা হলে অনুষ্ঠানের বৈচিত্র আসবে। এসো চীনা শিখি আসরের দীর্ঘায়ু কামনা করি।

    অনুষ্ঠানকে শ্রোতাদের কাছে আরো মনোমুগ্ধকর করে তুলতে হলে বিষয়গুলির দিকে সুনজর দিতে হবে, উক্ত বিষয়গুলি পয়েন্ট আকারে তুলে ধরা হল:

১) এসো চীনা শিখি আসরের উপর ছবি ভিত্তিক সহায়ক পুস্তিকা প্রকাশ করে শ্রোতাদের নিকট বিলি করতে হবে।

২) এসো চীনা শিখি আসরটির সময় বাড়াতে হবে।

৩) এসো চীনা শিখি আসরটি এত বেশী সাধারণ বিষয় আলোচনা করে যে মাঝে মাঝে একঘেয়েমী লেগে যায়।

৪) এসো চীনা শিখি আসরে মাঝে মাঝে চীনা নাটক প্রচার করা যেতে পারে, এতে চীনা কর্মীদের অভিনয়ের মাধ্যমে সকল কিছু ফুটে উঠবে।

৫) শ্রোতাদের নিকট আরো সহজ বোধ্য করে তুলতে এসো চীনা শিখির উপর অডিও ক্যাসেট পাঠানো যেতে পারে।

৬) এসো চীনা শিখির ভাষা আরো বেশী সহজে আয়ত্ব করতে চীনা ভাষার ম্যাগাজিন পাঠানো যেতে পারে।

৭) সপ্তাহে তিন দিন অনুষ্ঠান প্রচার করা এবং তার উপর ট্রায়াল ক্লাসের ব্যবস্থা করা যেতে পারে।

৮) এসো চীনা শিখি আমি তুমি সে ম্যাগাজিনে ধারাবাহিক ভাবে প্রকাশ করা যেতে পারে।

৯) শ্রোতার চীনা ভাষা কতটা আয়ত্ত করেছে , তা জানতে টেলিফোনের মাধ্যমে শ্রোতাদের সাক্ষাত্কার নেওয়া যেতে পারে।

১০) এসো চীনা শিখির ভাষা শিখার পরিপূর্ণ কোর্স বাংলা ওয়েব সাইটে সংযোজন করা যেতে পারে।

১১) এসো চীনা শিখি আসরের মত এসো চীনা গান শিখি আসর চালু করলে; এসো চীনা গান শিখি আসরের মাধ্যমেও মৌলিক একটা ধারণা তৈরী হবে।

১২) চীনা ছাত্রদের বিভিন্ন বিষয়ের উপর প্রামান্য চিত্র ভিত্তিক কথা এসো চীনা শিখি আসরে তুলে ধরা যেতে পারে।

১৩) এসো চীনা শিখি আসরের উপর প্রামান্য চিত্র ভিত্তিক সিডি শ্রোতাদের নিকট প্রেরণ করা যেতে পারে।

১৪) এসো চীনা শিখি আসর ইউনিট আকারে প্রচার করা হোক এবং চার ইউনিট পর পর দুটি করে প্রশ্ন করা হোক, এ ভাবে পরিপূর্ণ ইউনিটের প্রশ্নের জবাব প্রদানকারী ব্যক্তিকে ডিপ্লোমা প্রদান করা হোক।

১৫)কোন সুনিদিষ্ট বিষয়ের উপর চীনা ভাষায় লেখা আহ্বান করা যেতে পারে; এতে করে আমাদের প্রতিভা বিকশিত হবে।

    সর্বোপরি মনের কথা হলো এসো চীনা শিখি আসরটিকে পরিপূর্ণ রূপ দিতে চাইলে বিষয় গুলি অবশ্যই বাস্তবায়ন করতে হবে।

    এসো চীনা শিখি আসর আমার জীবনের সকল স্বপ্ন পূরনের মিডিয়া। এসো চীনা শিখি অনুষ্ঠানটিকে আমি বড্ড ভালবাসি। চীন আন্তর্জাতিক বেতারের মাধ্যমে যেদিন চীন সফরের সুযোগ পাব সেদিন আমি আমার সঠিক পরীক্ষা। দিতে পারব চীনা মানুষের সঙ্গে প্রাণ খুলে কথা বলে। বিশ্বাস সেদিন আর বেশী দুরে নয়, যেদিন আমার সকল স্বপ্ন পূরন হবে।

                                                           প্রকৌশলী মোঃ মঞ্জুরুল আলম রিপন

                                                           মহাপরিচালক , উত্তরণ সি আর আই লিসনার্স ক্লাব

                                                           ঢাকা, বাংলাদেশ