v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2004-12-17 12:50:51    
চতুর্থ ওলিম্পিক গেমস

cri
    ১৯০৪ সালের ২৭ শে থেকে ৩১শে অক্টোবর পর্যন্ত বৃটেনের লন্ডনে চতুর্থ ওলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় । সেবারকার ওলিম্পিক গেমস ওলিম্পিক ইতিহাসে সময়ের দিক থেকে সবচেয়ে দীর্ঘ । কারণ চতুর্থ ওলিম্পিক গেমস ছয় মাস স্থায়ী ছিলো । সেবারকার ওলিম্পিক গেমস আয়োজনের যোগ্যতা অর্জন করার জন্যে রোম,মিল্যান ,বার্লিন আর লন্ডন এ চারটি শহর প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয় । আন্তর্জাতিক ওলিম্পিক কমিটির আয়োজিত একটি গোপনীয় ভোটদানে ইতালির রোম সেই ওলিম্পিক গেমস আয়োজনের অধিকার পায় । তবে ভূমিকম্প আর আগ্নেয়গিরির উদ্গীরণ বারংবার ঘটার কারণে ইতালি গুরুত্বর অর্থনৈতিক ক্ষতির শিকার হয় । ১৯০৬ সালে রোম চতুর্থ ওলিম্পিক গেমস আয়োজনের অধিকার পরিত্যাগের কথা ঘোষণা করে । সুতরাং আন্তর্জাতিক ওলিম্পিক কমিটি বৃটেনের লন্ডনে চতুর্থ ওলিম্পিক গেমস আয়োজনের নিদ্ধান্ত নয় ।

    বৃটেন এই দায়িত্ব গ্রহণ করার পর ,এক বছরের মধ্যে লন্ডনে এমন একটি বিরাট স্ট্যোডিয়াম নির্মিত হয় যাতে সত্তর হাজার দর্শক বসতে পারে । কয়েকটি ইভেন্টের নিয়ম প্রনয়ণ করার জন্যে ওলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি বেশ কয়েকজন বিশেষজ্ঞকেও আমন্ত্রণ জানিয়েছিলো । ২২টি দেশের ২০৩৪ জন ক্রিড়াবিদ চতুর্থ ওলিম্পিক গেমসে যোগ দেন । তাদের মধ্যে ৩৬ জন নারী ক্রিড়াবিদ । চতুর্থ ওলিম্পিক গেমসে অংশ গ্রহণকারী ক্রিড়াবিদদের সংখ্যা এর আগে আয়োজিত তিন বারের ওলিম্পিক গেমসে অংশ গ্রহণকারীদের মোট সংখ্যার চাইতেও একটু বেশী । তাই চতুর্থ ওলিম্পিক গেমসে প্রাথমিকভাবে ওলিম্পিক গেমসের উদ্দীপনা দেখা দেয় । আইসল্যান্ড ,অষ্ট্রেলিয়া ,রাশিয়া , তুরস্ক এবং ফিনল্যান্ড এ পাঁচটি দেশ প্রথম বার ওলিম্পিক গেমসে অংশ নেয় । চতুর্থ ওলিম্পিক গেমসে তুরস্ক অংশ গ্রহণ করে বলে পাঁচ মহা-দেশের মিলনের লক্ষ্য বাস্তবায়িত হয় । এটা ক্রমান্বয়ে ওলিম্পিক ক্রিড়ার আন্তর্জাতিকীকরণের জন্যে ঐতিহাসিক তাত্পর্যসম্পন্ন ।

    ১৯০৮ সালের ১৩ই জুলাই চতুর্থ ওলিম্পিক গেমসের উদ্বোধন হয় । বৃটেনের রাজা, রানী এবং আন্তর্জাতিক ওলিম্পিক কমিটির চেয়ারম্যান গুবাইটান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । সেবারকার ওলিম্পিক গেমসের নিয়মানুসারে , উদ্বোধনী অনুষ্ঠানে অংশ গ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধি দলকে একই ধরনের কাপড় পরে স্বদেশের জাতীয় পতাকার পরিচালনায় লাইন বেধে স্ট্যাডিয়ামে প্রবেশ করতে হয় । এখানে উল্লেখ করা যেতে পারে যে, তখন ফিনল্যান্ড আর রাশিয়া দু'দেশ মিলে একটি যৌথ প্রতিনিধি দল গঠন করে । রুশ সাম্রাজ্যবাদের পতাকার পরিচালনায় স্ট্যাডিয়ামে প্রবেশ করা অপমান মনে করতো বলে ফিল্যান্ডের ক্রিড়াবিদরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে অস্বীকার করে । ওলিম্পিক চলার পাশাপাশি ফ্রান্স -বৃটেন প্রদশর্নীও অনুষ্ঠিত হয় । তবে সেবারকার ওলিম্পিক গেমস এই প্রদশর্নীর কারণে কম আকর্ষনীয় হয় নি ।

    চতুর্থ ওলিম্পিক গেমসে কয়েকটি ইভেন্টে অপূর্ব বিষয় গৃহীত হল । যেমন , চারগুনিতক চার শো মিটার রিলে দৌড় প্রতিযোগিতায় ক্রিড়াবিদদের মধ্যে রিলের রুল হস্তান্তরের দূরত্ব সম্বন্ধে নির্দিষ্ট নিয়ম ছিল না । ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা আর চারগুনিতক চার শো মিটার দৌড় প্রতিযোগিতা সেবারকার ওলিম্পিক গেমসের প্রধান ইভেন্ট । এ দুটো প্রতিযোগিতা ২৪শে জুলাই অনুষ্ঠিত হয় । ইতালির দৌড়বিড় বিট্রি ম্যারাথন প্রতিযোগিতায় অবসন্ন হয়ে কয়েক বার মাটিতে পড়ে আবার উঠে দাঁড়ান । তা সত্ত্বেও অবশেষে তিনি অন্যদের সাহায্যে চূড়ান্ত লাইনে পৌঁছলেন । যদিও তিনি শীরোপা পান নি , তবু তার মর্ম মানুষকে মুগ্ধ করে । সুতরাং তিনি রাণীর বিশেষ কাপ অর্জন করলেন । বিট্রির কাহিনীর শুনে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন পাদ্রী বলেছিলেন , ওলিম্পিক গেমসের মর্ম এই যে , কেবল বিজয়ের দিকে মনোযোগ না দিয়ে এতে সামিল থাকার দিকে মনোযোগ দেয়া । আন্তর্জাতিক ওলিম্পিক কমিটির চেয়ারম্যান গুবাইতান তার এই কথার খুব প্রশংসা করেন । তিনি এই কথা এভাবে সংশোধন করে করলেন , ওলিম্পিক গেমসের সর্বপ্রধান মর্মকথা হলোঃ অংশ গ্রহণই বড় কথা,জয় -পরাজয় নয় ।১৯০৮ সাল থেকে এই বিখ্যাত বর্ণনা ওলিম্পিক ক্রিড়ার সর্বজনগ্রাহ্য পরিণত হয়েছে ।

    চতুর্থ ওলিম্পিক গেমসের ৪০০ মিটার দৌড় প্রতিযোগিতায় দু'বার চূড়ান্ত প্রতিযোগিতা আয়োজন করা হয় । প্রথমবার মার্কিন দৌড়বিদ কাপাংট প্রথম হন , কিন্তু রেফারি মার্কিন দৌড়বিদ স্বেচ্ছায় অন্যের পথে বাধা সৃষ্টি করেন বলে প্রতিযোগিতার অযোগ্য ঘোষণা করেন । দ্বিতীয় বারের প্রতিযোগিতায় দু জন মার্কিন দৌড়বিদ যোগ দিতে প্রত্যাখ্যান করেন বলে বিনা প্রতিদ্বন্দিতার শর্তে বৃটেনের দৌড়বিদ হোয়েসভিয়া শীরোপা পান । এই ঘটনার পর পরবর্তীকালের ওলিম্পিক গেমসে ৪০০ মিটার দৌড় প্রতিযোগিতা ভিন্ন ট্রাকে চালানো হয় । চতুর্থ ওলিম্পিক গেমস শেষ হওয়ার পর ,সংসলিষ্ট আন্তর্জাতিক একক ইভেন্টের ক্রিড়া সংগঠনগুলোর সংগে আন্তর্জাতিক কমিটির সহযোগিতা জোরদার হয় । ক্রমেই ওলিম্পিক গেমসের প্রতিযোগিতার নিয়ম এবং রেফারির ব্যবস্থা সম্পূর্ণ করা এবং গড়ে তোলা হয় । সেবারকার ওলিম্পিক গেমস চলাকালে আন্তর্জাতিক অপেশাগত সাঁতার সংঘ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় এবং সংসলিষ্ট বিধান , রেজিষ্ট্রেশন এবং বিশ্ব রেকর্ড বিবেচনার বিধান প্রণয়ন করা হয় । সেবারকার ওলিম্পিক গেমসে বৃটেনের ক্রিড়াবিদের নৈপূন্য সবচেয়ে ভালো । পদকের সংখ্যার দিক থেকে বৃটেন প্রথম স্থান পায় । মার্কিন যুক্তরাষ্ট্রের স্থান দ্বিতীয় । সেবারকার ওলিম্পিক গেমসে দৌড়-ঝাঁপ-নিক্ষেপ প্রতিযোগিতা ,সাঁতার ইত্যাদি ইভেন্টে মোট ২৩ টি ওলিম্পিক রেকর্ড সৃষ্টি হয় । এগুলোর মধ্যে ১১টি ছিল বিশ্ব রেকর্ড ।

    এক কথায় ,চতুর্থ ওলিম্পিক গেমসের সফলতা বিশ্বের সর্বএই আর্কষণ সৃষ্টি করে । যার ফলে ওলিম্পিক আদর্শ ক্রমে ক্রমেই বিস্তার লাভ করে ।