v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2004-12-16 16:20:35    
সংগীত সাগর

cri
    দূরদূরান্তের বন্ধুরা , আপনাদের নিজেদের প্রথম প্রেমের গল্প মনে আছে ? আমার ধারনা , এমন মিষ্টি অভিজ্ঞতা ভূলা যায় না। এবারকার অনুষ্ঠানের জন্যে , আমি একজন ঘনিষ্ঠ বন্ধুর কাছে টেলিফোন করেছি , টেলিফোনে তিনি আমার কাছে তার প্রথম প্রেমের গল্প বলেছেন । তার প্রথম প্রেম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শুরু হয়েছে । আমার এই বন্ধুর চেহারা খুবই সাধারণ কিন্তু তার স্বভাব খুবই মুক্তমনা আর প্রাণচঞ্চল , তিনি হলেন একজন খুবই আদুরে মেয়ে । তার নাম হোং , একবার বন্ধুদের পার্টিতে হোং তার প্রেমিকের সংগে পরিচিত হয়েছে । তার নাম ওয়েই , একজন সেনা কর্মকর্তা। বরাবরই হোং সৈনিকদের পছন্দ করেন , তার স্বপ্নে তার প্রেমিকও একজন সৈনিক হবে । তাই , তারা প্রথম সাক্ষাতেই প্রেমে পড়েছেন । তাদের খুব মিষ্টি মিষ্টিঅভিজ্ঞতা হয়েছে। প্রথম দিকে , প্রতি সপ্তাহান্তে ওয়েই হোংয়ের স্কুলে যেয়ে তার অপেক্ষা করতেন । তারা একসংগে ছায়াছবি দেখেছেন , কোফি খেয়েছেন , পরস্পরকে অনেক অনেক কথা বলতে চেয়েছেন । তিনি হোংয়েরসংগে যখন কথা বলতেন , তখন আনন্দেভারে ওঠতো মন । তার পর , আমার এই ঘনিষ্ঠ বন্ধু বিদেশে গিয়ে পড়ালিখা করেছেন । তার পর , তাদের যোগাযোগ কমেছে , ওয়েই মনে করেন , তাদের মধ্যকার ব্যবধান দিন দিন বেশী হয় , তাই অবশেষে , তারা বিচ্ছিন্ন হয়েছেন । আরেকবার তিনি এই গল্প বলার সময়ে , তিনি মনে করেন , এটা হচ্ছে একটি মূলব্যান অভিজ্ঞতা ।

    ওকে , গল্প বলার পর , এখন আপনাদের একটি গান উপহার দেবো , তা হলো চীনের শিল্পী চিং গাং সানের গাওয়া আমার চোখ শুধু তোমাকেই দেখতে চায় নামে একটি সুন্দর গান ।

গানের কথা হলো :

তোমার কোমলতা ,

পাখির মতো আকাশে উড্ডীন ,

তুমি জানো ,

আমার চোখে শুধু তোমাকেই দেখতে পাই ,

তোমার সংগে কাটানো প্রতিটি রাত আর দিন

আমি ভূলবো না ,

তুমি জানো ,

আমার চোখে শুধু তোমাকেই দেখতে পাই ,

তুমি আমার জীবনের একটি বিস্ময় ,

আমার বিশ্বাস , আমার হৃদয়ের সুনিবিড় প্রেম ,

দেবতাকেও মুগ্ধ করে ,

আমরা চিরদিন পরস্পরে মিশে থাকবো ।

 

    আমি বিশ্বাস করি , প্রেমেরচোখে শুধু নিজের প্রেমিক-প্রেমিকা দেখতে পাওয়া যায় । আমি জানি না , আপনাদের প্রেমের গল্প মিষ্টি না বেদনার । আপনারা নিজের গল্প বা অনুভুতি বলতে চাইলে , ইমেইল বা চিঠির মাধ্যমে আমাদের বলবেন । কিন্তু আমি মনে করি , ইমেইল পাঠানোই উত্তম । আমি যত তাড়াতাড়ী সম্ভব আপনাদের কথা পড়তে পারি , কারণ ইমেইলের মাধ্যমে আমাদের যোগাযোগ করতে সময় খুবই কম লাগে । আজ আপনি আমাকে ইমেইল পাঠালে , আগামীকাল আমি তার উত্তর দেবো । তাই , আশা করি , বেশী বেশী বন্ধু ইমেইলের মাধ্যমে আমাদের সংগে আরো ঘনিষ্ঠ বন্ধু হয়ে যাবেন ।

    এখন আমি যে প্রেমিক-জুটির গল্প বলবো , তারা ইন্টারনেটের মাধ্যমে পরিচিত হয়েছেন আর প্রেম করেছেন । আমার এই বন্ধুটিরনাম লু , তার প্রেমিকের নাম ফোং । বিশ্ববিদ্যালয়ে পড়ালিখার সময়ে , ইন্টারন্যাটে গল্প করার সময়ে , তারা পরিচিত হয়েছেন । তার পর , প্রতিদিন তারা নিয়মিত , ইন্টারন্যাটে গল্প করেছেন । তিন মাস অন-লাইর চ্যাটিংয়ের পর , তারা আনুষ্ঠানিকভাবে পরস্পরকে দেখেছেন । ফোং-য়ের জ্ঞান খুব বৈচিত্র্যময় । এখন তিনি পেইচিং বিশ্ববিদ্যালয়ে পড়ালিখা করছেন । এখন পর্যন্ত তারা তিন বছর প্রেম করেছেন । এখন লু একটি কোম্পানিতে কাজ করেন , ফোং পড়ালিখা করছেন , প্রতিদিন কাজ শেষ হবার পর , তারা টেলিফোন করেন । লু আমাকে বলেছেন , দুই বছর পর, ফোং-য়ের পড়ালিখা শেষ হলে, তারা বিয়ে করবেন । তিনি বলেছেন , এটা হচ্ছে তার প্রথম প্রেম , তার প্রেমের বর্ণনা শুধু একটি শব্দ দিয়েই করা যায় , তা হচ্ছে আনন্দ । হ্যাঁ , প্রতিবার আমি তাকে দেখি , আমার মন খুবই ভালো হয়ে , আমি বিশ্বাস করি , এটা হচ্ছে প্রেমের শক্তি ।

    আচ্ছা , সকল মিষ্টি প্রেমিক-প্রেমিকার কাছে একটি গান উপহার দেবো । তা হলো চীনের ব্যান্ড ইউ ছুয়্যানের পরিবেশিত সুন্দরতম নামে একটি সুন্দর গান ।

গানের অর্থ হলো :

বেবি , আজ মিলবো বলে

গত রাতে একটু ও ঘুম নেই চোখে ,

তোমার জন্যে এনেছি ১২টি গোলাপ ,

প্রতিটি ফুল তোমার মতোই সুন্দর ।

বেবি , আমার মনে তুমিই সুন্দরতম ,

এমন চমত্কার অনুভুতির অংশীদার হবো

শুধু তুমি আর আমি ।

 

    হ্যাঁ , আমার মনে হয় , সুন্দরতম জিনিস হচ্ছে প্রেম । অনুষ্ঠান শোনারপর আপনারা আমার এই ধারণায় একমত ? আশা করি , আরো বেশী শ্রোতা আমাদের বড়ো বাড়ীতে যোগ দেবেন । কারণ , আমাদের বাড়ী আরো বড়ো , আমাদের অনুষ্ঠান আরো বৈচিত্রময় । আরেকবার আমাদের ইমেইলের ঠিকানা বলবো , ---- । তার বানান ---- ।

    আজ আমরা প্রথম প্রেম সম্পর্কে কিছু বলেছি । আমি জানি না , আপনাদের মনে এই সম্পর্কে কি ধারণা আছে ? কারণ , প্রত্যেকজনের অভিজ্ঞতা ভিন্ন, তাই আমি কিছু অনুভুতি বলতে পারি , বিশ্বাস করি , প্রত্যেকের নিজস্ব মতামত আছে । কিন্তু প্রথম প্রেম প্রত্যেকের কাছেই অবিস্মরণীয় ।

    এখন চীনের শিল্পী না ইং-য়ের গাওয়া প্রেমের গভীরতা নামে একটি গান শোনাবো ।

গানের কথা হলো :

এক বছরে ৩৬৫টি দিন আছে ,

এই ৩৬৫টি দিনে আমাদের আনন্দময় অনুভুতি আছে ,

যে দিন তুমি আমার সংগে থাকো নি ,

সে দিন আমার মনে হয় , এই দিন খুবই দীর্ঘ ।