v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2004-12-14 16:02:47    
সংগীতা-হান হুং

cri
    হান হুং হচ্ছেন চীনের মুল-ভূভাগের একজন তিব্বতী সুবিখ্যাত গায়ক। তার তিব্বতী নাম হচ্ছে ইয়াং চিন চুমা । ১৯৭১ সালের ছাব্বিশে সেপ্তাম্পর তিনি চীনের তিব্বতে জন্মগ্রহণ করেছেন । নয় বছর বয়স থেকে তিনি আনুষ্ঠানিকভাবে সংগীত পড়া-লিখা করেছেন । ১৯৯৫ সালে তিনি চীনের মুক্তিফৌজের আর্ট ইস্টিটিউডের সংগীত বিভাগে প্রবেশ করে , চীনের সুবিখ্যাত সংগীতা লি সুয়াং চিয়াংয়ের কাছে সংগীত পড়া-লিখা করেছেন । ১৯৯৮ সালে তার প্রথম সি ডি প্রকাশ করেছেন । তার পর তার সুতন্ত্র কন্ঠসর আর শৈলী  শীগ্গিরই জনপ্রিয় হয়েছেন। এখন পর্যন্ত তিনি ইতিমধ্যেই চারটি সিডি প্রকাশ করেছেন। হান হুনয়ের গাওয়া কয়েকটি গান চীনে খুবই জনপ্রিয় , যেমন জন্মস্থান, গান গায় , আসা আসা ,  চাঁদ , এটা নারি,নীল , লাল প্রভৃতি  । 

    গানের কথা হলো :

    তিব্বত , আমার জন্মস্থান , 

    সেখানে সুন্দর নদী আছে , 

    এবং আছে অনেক অনেক গোরু আর খাসি ।

    নীল নীল আকাশ, সাদা সাদা মেঘ ,

    আরো সুন্দর নদী , 

    এগুলো একটি  মর্মস্পর্শী গানের কথা মিস করি ।

 হান হুয়াং হচ্ছেন একজন খুব মোটামোট মেয়ে, তিনি সুন্দর হন নি । তিনি সংগীত মহলে প্রকাশ করার প্রথমকালে অনেক লোক মনে করেন , তিনি জনপ্রিয় নয় । কিন্তু তার কন্ঠসর খুব সতন্ত্র , তাই এখন চীনের সংগীতের মহলে হান হুংয়ের স্থান অপরিহার্য ।