v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2004-12-14 11:11:32    
শাং রাজবংশের ইতিকথা-২

cri
    এ থেকে কল্পনা করা যেতে পারে যে শাং রাজত্বের সময়ে বহু সংখ্যক ক্রীতদাস শ্রম-উত্পাদন কার্যে নিয়োজিত ছিল । প্রত্নতাত্ত্বিক বিশারদদের গবেষণা থেকে আমরা জানতে পারি যে ম ক্রীতদাসদের তাদের মৃত প্রভুদের সংঙ্গে জীবন্ত কবর দেওয়া হত । কোন কোন ক্ষেত্রে এমন জীবন্ত সমাহিত ক্রীতদাসদের সংখ্যা তিনশত থেকে চারশত ছিল । ইন রাজত্বের সময়কার কবরের থ্বংসাবশেষ থেকে এই ধরণের দুই হাজার জীবন্ত মানুষ বলিদানের ঘটনা আবিস্কৃত হযেছে । এ থেকে সহজেই অনুমান করা যেতে পারে ক্রীতদাসদের সংখ্যার বিপুলতা । আরও অনুমান করা হয় যে এই সব ক্রীতদাস ছিল যুদ্ধ-বন্দী অথবা অপরাধী । ঐতিহাসিক তথ্য থেকে আরও জানা যায় যে , শাং রাজত্বের কালে অনবরত যুদ্ধবিগ্রহ লেগে থাকত এবং শাস্তিদান ব্যবস্থা খুব কঠোর ছিল ।

    বর্তমানে যে সব তথ্য পাওয়া যায় তা থেকে শাং শাসনাধীন ভূখন্ডের সীমা কতদূর বিস্তৃত ছিল তা জানা সম্ভব নয় । মোটামুটি ভাবে বলা যেতে পারে যে , উত্তরে বর্তমানে হোপেই প্রদেশের মধ্যভঅগ , দক্ষিণে ইয়াংসি এবং হুয়াই নদীদ্বয় এবং হুপেই প্রদেশ , পূর্বে শানতোং প্রদেশ এবং পশ্চিমে সেনসী প্রদেশ শাং রাজাদের আধিপত্যে ছিল । এই বিরাট অঞ্চলের বহুসংখ্যক উপজাতি এবং ক্ষুদ্র ক্ষৃদ্র রাজ্য শাং রাজাদের আনুগত্য স্বীকার করে নিয়েছিল ।

    চীনা ঐতিহাসিক সিমা ছিয়ান তাঁর "ঐতিহাসিক ঘটনা বিবরণ" নামকে গ্রন্থের "ইন রাজবংশের বিবরণ" অধ্যায়ে শাং রাজবংশের শাসকদের নাম উল্লেখ করেছেন । এই বিবরণে প্রথম শাসক সিয়ে থেকে শুরু করে থাং ( যিনি শাং রাজত্বের পত্তন করেছিলেন ) পর্যন্ত মোট তেরটি বংশধর উল্লিখিত হয়েছে । শাং রাজত্বের পত্তনকারী থাং থেকে শুরু করে শেষ শাসক রাজা চৌ পর্যন্ত মোট ক্রিশজন রাজা রাজত্ব করেছিলেন । এই বিবরণে উল্লিখিত এই সব রাজাদের নাম কচ্ছপের খোলা এবং হাড়ের উপর খোদাইকৃত নামের সংগে মোটামুটি মিল আছে ।

    শাং রাজত্বের স্থিতিকাল নিশ্চিতরূপে নির্ধারণ করা যায় না । জুও ছিউমিং রচিত "কনফুসিয়অসের বসন্ত ও শরত্ উপাখ্যানের টীকা" নামক গ্রন্থ থেকে জানা যায় যে শাং রাজাদের রাজত্বকাল ছিল ছয়শত বছর ।