v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2004-12-13 21:28:23    
বাংলাদেশে চীনা ভাষা শিক্ষা
প্রেক্ষাপট , সুযোগ , সম্ভাবনা(তিন)

cri
    সুং লাই হুই , ভিজিটিং প্রফেসর , চীনা ভাষা বিভাগ

    আধুনিক ভাষা ইনস্টিটিউট , ঢাকা বিশ্ববিদ্যালয়

    চাকুরী ছাড়াও অনেকে ব্যবসায়িক প্রয়োজনে চীনা ভাষা শিখে চীনাদের সাথে সফলতার সাথে ব্যবসা করছেন । চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক বরাবরই ভালো ।

    চীন সরকার প্রতি বছর বেশ কিছু পূর্ণ বৃত্তি দিয়ে থাকে । বিমান টিকিট , থাকা , পড়ার বেতন , দৈনিক ভাতা , শিক্ষা ভাতা এবং চিকিত্সা ভাতা সব খরচই চীন সরকার বহন করে থাকে । চীনা ভাষা শিক্ষায় সহায়তা করার উদ্দেশ্যে গত বছর চীন সরকার ৩টি পূর্ণ বৃত্তি প্রদান করে , যার ১টি ৪ বছর মেয়াদী এবং ২টি ৬ মাস মেয়াদী । উন্মুক্ত, স্বচ্ছ এবং প্রতিযোগীতামূলক পরীক্ষার মাধ্যমে চীনা ভাষা বিভাগ ৩ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীকে চীনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ।

    এ বছর চীন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়কে ৬টি বৃত্তি প্রদান করছে । ৬ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীকে ২ বছর ও বেশী সময়ের জন্য পূর্ণ বৃত্তির আওতায় রাখা হয়েছে , তাদের সমস্ত খরচ চীন সরকার বহন করবে । বর্তমানে যারা আধুনিক ভাষা ইনস্টিটিউটে চীনা ভাষার শিক্ষার্থী , এটা তাদের জন্য খুবই বড় অনুপ্রেরণা । একটু আন্তরিক হলে , ভালোভাবে চীনা ভাষা পড়লে অনেক ছাত্রই পরীক্ষার মাধ্যমে নিজেকে যোগ্য প্রমান করে বৃত্তি পেয়ে চীনে যেতে পারে ।

    চীনা ভাষা শিক্ষা প্রসারের জন্য আধুনিক ভাষা ইনস্টিটিউট চীনা ভাষা বিভাগ ও চীনা দূতাবাসের যৌথ প্রচেষ্টায় অনুষ্ঠিত হয় বিভিন্ন কর্মসূচী ও কার্যক্রম । যেমনঃ ১। চীনকে জানুন ; ২। চীনা আলোকচিত্র প্রদর্শনী ; ৩। চীনা ছায়াছবি প্রদর্শনী; ৪। চীন বিষয়ে প্রতিযোগিতা; ৫। চীনে যাবার উপায় নিয়ে বক্তৃতা ইত্যাদি ।

    গণপ্রজাতন্ত্রী চীনের পক্ষে চীনা দূতাবাস আধুনিক ভাষা ইনস্টিটিউটকে প্রচুর পরিমান শিক্ষার উপকরণ উপহার দিয়েছে । তা ছাড়া অর্থনৈতিক সহযোগিতা হিসাবে আরিফা বৃত্তি প্রদান করেছে । ইদানিং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে চীনা ভাষার শিক্ষার্থী সংখ্যা দিন দিন বাড়ছে । সংক্ষেপে বলা যায় , ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে চীনা ভাষা শিক্ষার উন্নয়নের ধারা প্রবলভাবে শুরু হয়েছে ।

    চীনা ভাষায় পারদর্শী লোকের প্রয়োজনীয়তা দিন দিন বৃদ্ধি পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা শহরে ও অন্যান্য স্থানে কিছু প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে চীনা ভাষা শিক্ষা কোর্স চালু হয়েছে । এক কথায় বলা যায় , দু' দেশের সম্পর্ক ও ব্যবসা বাণিজ্য প্রসারের সাথে সাথে চীনা ভাষা বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং শিক্ষার্থীদের বিভিন্নবাবে আকৃষ্ট করছে । এ রকম বাস্তব পরিবেশে চীনা ভাষা শিক্ষার ভবিষ্যত খুবই উজ্জ্বল । আমার বিশ্বাস অদূর ভবিষ্যতে এ দেশে চীনা ভাষা শিক্ষার ব্যবস্থা অনেক অগ্রসর হবে ।