১০ তারিখে ২০০৪ সালের নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান সুইডেনের রাজধানী স্টকহোম ও নরওয়ের রাজধানী ওসলোয় সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছে ।
এ বছর ১১ জন বিভিন্ন ক্ষেত্রে আদান রাখার জন্যে এই বিশ্ববিখ্যাত নোবেল পুরস্কার জয় করেছেন । সুইডেনের রাজা ও সে দেশের রাজনৈতিক মহল সহ বিভিন্ন মহলের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন । সুইডেনের রাজা পুরস্কার বিজয়ীদেরকে সার্টিফিকেট , স্বর্ণপদক এবং ১ কোটি ক্রৌনার বোনাস বিতরণ করেছেন । সুইডেন সফররত চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী সুই গুয়ান হুয়া মাননীয় অতিথি হিসেবে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । সেদিন সন্ধ্যায় স্টকহোমের পৌর-সরকারের সভাকক্ষে নোবেল তহবিল সংস্থা একটি চমত্কার অনুষ্ঠানের আয়োজন করেছে ।
উল্লেখ্য , ডিসেম্বরের ১০ তারিখ হল খ্যাতনামা সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের মৃত্যু বার্ষিকী । তাঁর স্নরণে প্রতি বছর এই দিনে নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয় ।
|