v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2004-12-10 17:42:35    
হাইটেক প্রযুক্তি জন-জীবনের অংগে পরিণত হচ্ছে

cri
    যখন আপনি গাড়ীতে করে কোনো অপরিচিত জায়গায় গিয়ে তার আশেপাশের অবস্থা সম্পর্কে জানতে চান তখন গাড়ীতে বিশেষভাবে বসানো ন্যাভিগেটর খুলে আপনি যে শুধু পরিষ্কারভাবে নিজের অবস্থান জানতে পারবেন তাই নয় ,বরং একই সময় স্থানীয় থাকা ও খাওয়া-দাওয়ার ব্যবস্থা, আবহাওয়া ইত্যাদির অবস্থাও জানতে পারবেন । বিশেষভাবে তৈরী চশমা চোখে লাগিয়ে আপনি থ্রি-ডাইমেন্শনাল টেলিভিশন দেখতে পারবেন । ইত্যাদি ইত্যাদি । এই সবই সদ্য-সমাপ্ত সপ্তম পেইচিং আন্তজার্তিক বিজ্ঞান ও প্রযুক্তি শিল্প মেলায় প্রদশির্ত নতুন পণ্য । এবারের মেলায় জনসাধারণের জীবনযাত্রার সংগে ঘনিষ্ঠভাবে সম্পকির্ত নতুন পণ্য ও নতুন প্রযুক্তি আরো অনেক রয়েছে ।

    পরপর আয়োজিত সাতবারের পেইচিং আন্তজার্তিক বিজ্ঞান ও প্রযুক্তি শিল্প মেলা হচ্ছে চীনের হাইটেক ও তার পণ্য প্রদশর্নীর মেলা । জানা গেছে , দেশবিদেশের মোট দুই হাজারটি'রও বেশী শিল্পপ্রতিষ্ঠান সদ্য-সমাপ্ত মেলায় অংশ নিয়েছে । এতে হাইটেক উন্নয়নের প্রায় সব ক্ষেত্রের নতুন পণ্যই প্রদশির্ত হয়েছে ।অনেক দশর্ক মেলা পরিদশর্নের সময়ে দেখেছেন ,আগের মেলাগুলোর তুলনায় এবারের মেলায় প্রদশির্ত জনসাধারণের দৈনন্দিন জীবনযাত্রার সংগে ঘনিষ্ঠভাবে সম্পকির্ত পণ্য স্পষ্টভাবে বেড়েছে ।

    মেলার একটি প্রদশর্নী কক্ষে সংবাদদাতা এমন একটি দৃশ্য দেখেছেন যে ,বিভিন্ন জাতের ফুল যেগুলো আগে শুধু মাটিতে জন্মাতে পারতো সেগুলো এখন একেকটি গোল্ডফিশ গামলা ও একেকটি ফুলদানিতে জন্মাছে । লোকেরা যেমন ফুল তেমনি মছিও উপভোগ করতে পারছেন । উদ্ভিদের মূল আগে শুধু মাটির নীচে থাকতো বলে মানুষের অগোচর ছিলো , সেটাও এখন লোকেরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন । এটা হচ্ছে পেইচিংয়ের একটি বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন কোম্পানির জীববিদ্যাবিদের উদ্ভাবিত পানিতে লালিত ফুল । এই কোম্পানির সিনিয়র ইঞ্জিনিয়ার ম্যাদাম তাং ছাং ইউন সংবাদদাতাকে বলেছেন , সাবির্কভাবে জীববিদ্যা প্রকল্প , রসায়ন , পদার্থবিদ্যা , বাগানশিল্প ইত্যাদি ক্ষেত্রের প্রযুক্তি ব্যবহার করে পানিতে লালিত ফুল উদ্ভাবন করা হয়েছে । তিনি বলেছেন ,

    "বতর্মানে আমাদের কোম্পানি পানিতে কয়েক শো জাতের ফুল লালন করেছে । পানিতে লালিত ফুলের অনেক উপকারিতা আছে । প্রথমত: এর সৌন্দয্য খুবই উপভোগ করবার মতো । একে বাগানের দৃশ্যের মতো করে বানিয়ে বাড়ীর বৈঠকখানা ও ব্যাল্কনিতে রাখলে পরিবেশটা বড্ড সুন্দর হয়ে উঠে । দ্বিতীয়ত:এতে বাড়ীর আদ্রর্তা ও ওক্সিজেন বাড়ে বলে মানুষের স্বাস্থ্যের উপকার হয়।" সংবাদদাতা দেখেছেন , পানিতে লালিত ফুলের দশর্কদের সংখ্যা খুবই বেশী । তারা ফুল লালনের এই নতুন উপায়ের প্রতি প্রগাঢ় উত্সাহ দেখিয়েছেন ।

    পেন ইউ ইয়েন নামে একজন পৌঢ় বয়সের পুরুষ সংবাদদাতাকে বলেছেন , বাড়ীতে পানিতে লালিত ফুল রাখলে খুবই মজা হবে , একই সময় বাড়ী সাজিয়ে রাখার আরো ভালো ফল পাওয়া যাবে । তিনি বলেছেন , "মাটির বদলে পানিতে ফুল লালিত হয় ।তাতে বাড়ীর পরিবেশ শুধু সুন্দরই হয় না , বরং পরিষ্কার পরিচ্ছন্নও হয় । তাই এই ব্যাপারে আমি খুবই উত্সাহিত । আমি এই সম্পকির্ত একটি পুস্তক কিনেছি । ফিরে গিয়ে ভালো করে পড়ে দেখবো ।"

    মেলার আরেকটি প্রদশর্নী কক্ষে বিদেশে অধ্যয়ন শেষ করে স্বদেশে ফিরে আসা চাং চি পো- উদ্ভাবিত থ্রি-ডাইমেন্শনাল ক্লার ডিজিটাল ফটোগ্রাফিক প্রযুক্তিও দশর্কদের দৃষ্টি কেড়েছে । এই প্রযুক্তি ব্যবহার করে দ্রব্যাদির থ্রি- ডিইমেন্শনাল আকৃতি ও রং নিখুঁতভাবে ফুটিয়ে তোলা যায় । তারপর লোকেরা ফটো নিয়ে গবেষনা চালিয়ে বিশ্লেষণ করে বিদ্যমান সমস্যা খুঁজে বের করতে পারেন এবং সংশোধনের প্রস্তাব উত্থাপন করতে পারেন । এই প্রযুক্তি বতর্মানে উন্নত বিশ্বের পুরোভাগে রয়েছে এবং চিকিত্সা ,গাড়ির নকশা ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে । চাং চি পো সংবাদদাতাকে বলেছেন , ব্যক্তিগত রূপচর্চা ক্ষেত্রেও এই প্রযুক্তি ব্যবহার করা যায় । তিনি বলেছেন ,

    "যেমন ধরা যাক ,প্লাস্টিক অপারেশনের আগে থ্রি-ডাইমেন্শনাল ক্লার ডিজিটাল ফটোগ্রাফিক প্রযুক্তি ব্যবহার করে মানুষের দেহের ফটো তোলা যায় । তারপর ফটো অনুযায়ী একটি অত্যন্ত চাক্ষুষ অপারেশনের পরিকল্পনা তৈরী করা যায় । এই পরিকল্পনায় দেয়া সংখ্যাগুলো অপারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।"

    অনেক নারী প্লাস্টিক অপারেশনের ক্ষেত্রে এই প্রযুক্তির ব্যবহারের প্রতি খুবই উত্সাহ দেখিয়েছেন । দশর্কদের মধ্যে তেন লিন নামে একজন পৌঢ়া সংবাদদাতার দৃষ্টি কেড়েছে । তিনি মনোযোগের সংগে কর্মীর ব্যাখ্যা শুনেছেন এবং মাঝে মাঝে নোট করেছেন । তিনি সংবাদদাতাকে বলেছেন , তার বয়স চল্লিশের কোঠা পেরিয়েছে , চামড়া আলগা হতে শুরু করেছে ,তিনি অনেক আগেই মুখশ্রীর কারিকুরি করার অপারেশন নিতে চেয়েছেন , কিন্তু তার ভীষণ ভয় অপারেশন হয়তো শরীরের ক্ষতি করবে । এবার যখন তিনি জানতে পান যে,থ্রি-ডাইমেন্শনাল কলার ডিজিটাল ফটোগ্রাফিক প্রযুক্তি মুখশ্রীর কারিকুরি করার অপারেশনের পক্ষে খুবই সহায়ক তখন তিনি আনন্দের সংগে বলেছেন,

    "এই প্রযুক্তির উদ্ভাবন চীনের সৌন্দর্য্যর্প্রিয় নারীদের জন্য সত্যিই একটি সুখবর । আমি আশা করি ,এই প্রযুক্তি যততাড়াতাড়ি সম্ভব মুখশ্রীর কারিকুরি করার অপারেশনে ব্যবহৃত হবে। কারণ এই প্রযুক্তির কল্যানে প্লাস্টিক সার্জারী আরো বিজ্ঞানসম্মত ও নিরাপদ হবে ।"

     বিজ্ঞান ও প্রযুক্তি শিল্প মেলার প্রদশর্নী মঞ্চে সংবাদদাতা চীনের সদ্য-উদ্ভাবিত এইচ.ডি.ভি.যন্ত্রও দেখেছেন । এটি হচ্ছে নতুন প্রজন্মের ডি.ভি.ডি.যন্ত্র । অনেক দশর্ক ,বিশেষ করে ছেলেমেয়ে আর বুড়োবুড়ীরা এইচ。ডি。ভি。যন্ত্রের প্রতি বিশেষ উত্সাহ দেখিয়েছে। অনেক লোক পরপর বেশ কয়েকদিন ধরে দেখতে এসেছেন ।

    তাছাড়া মেলায় প্রদশির্ত সবুজ বাসস্থান , পরিবেশরক্ষা , গৃহনিমার্ন ইত্যাদি ক্ষেত্রের অনেক হাইটেক ও তার পণ্যও বহু দশর্কের দৃষ্টি আকষর্ণ করেছে । বিশেষভাবে উল্লেখযোগ্য যে , জনসাধারণের দৈনন্দিন জীবনযাত্রার সংগে ঘনিষ্ঠভাবে সম্পকির্ত এই সব নতুন পণ্য আর নতুন প্রযুক্তি দশর্কদের দৃষ্টি কাড়ার সংগে সংগে দেশবিদেশের অনেক পুঁজিবিনিয়োগকারীদেরও আকর্ষণ করেছে । তাদের মধ্যে অনেকে বলেছেন , তারা কিছু আগ্রহশীল প্রযুক্তিতে পুঁজিবিনিয়োগ করবেন , যাতে এই সব প্রযুক্তি যথাশীঘ্র সম্ভব ব্যবহৃত হয় । লোকেরা এখন মেলায় যে সব নতুন প্রযুক্তি ও নতুন পণ্য দেখেছেন , হয়তো অদূর ভবিষ্যতেই সে সব নতুন প্রযুক্তি ও নতুন পণ্য তাদের জীবনযাত্রায় প্রবেশ করবে ।