এই বছরে চীনের উন্মুক্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চীনের পুরুষ একক দফার খেলোয়াড়রা চমত্কার ক্রিড়া নৈপুন্য দেখিয়েছেন ।তার মধ্যে চেন জিন,কং ওয়ে জিয়ে আর লি ইউ তিন জন সেরা কৃতিত্ব দেখিয়েছেন ।চেন জিন দু'বার বিশ্ব পুরুষ প্রতিযোগিতায় একক দফার স্বর্ণপদক অর্জন করেছেন । কং ওয়ে জিয়ে চলতি বছরের বিশ্ব পুরুষ প্রতিযোগিতায় রানার্স-আপ হয়েছেন । তাই তিনি এই উন্মুক্ত প্রতিযোগিতায় আগে থেকেই বিখ্যাত । শুধু জিয়াং সু প্রদেশের খেলোয়াড় লি ইউ তখ্যাত ।
লি ইউ ১৯৮৪ সালে জিয়াং সু প্রদেশের নান চিংয়ে গ্রহণ করেন । তিনি জাতীয় পুরুষ ব্যাডমিন্টন দলে প্রবেশ করার পর ২০০০ সালে বিশ্ব পুরুষ দলের জন্যে চ্যাম্পিয়নশীপ অর্জন করেছেন । এটা কোনো উন্মুক্ত প্রতিযোগিতায় যোগদানের আগে তার অর্জিত প্রথম স্বর্ণপদক ,তাও দলের একজন সদস্য হিসেবে ।গত সেপ্টেম্বর মাসে জাতীয় চ্যাম্পিয়নশীপের দল প্রতিযোগিতায় লি ইউ শিয়া মেন শহরের ছেন হংয়ের সংগে শক্তি পরীক্ষা করেছেন । তিনি প্রথম সেটে ১৫-১০ পয়েন্টে ছেন হংকে পরাজিত করেছেন । দ্বিতীয় সেটে ১৫-০ পয়েন্টে এগিয়ে থেকে লি ইউ এত উচ্ছ্বসিত হয়ে পড়েন যে ,হঠাত্ তার পা মচকে যায় । প্রাথমিক চিকিত্সা নেবার পর তিনি প্রতিযোগিতায় ফিরে আসলেও তখন শক্তিশালী ছেং হোংয়ের পরাক্রমশালী আক্রমনের মুখে তার হাতের নাগালে পাওয়া বিজয়টি হাত ফসকে চলে যায় ।
সেবারকার ব্যাডমিন্টন উন্মুক্ত প্রতিযোগিতার ক্রিড়া নির্ঘন্ট লি ইউ'র খুবই প্রতিকূল । প্রথম দফায় তিনি মালয়েশিয়ার সুবিখ্যাত খেলোয়াড় আইয়ের সংগে শক্তি পরিক্ষা করেছেন । তবে তিনি আইয়কে হারিয়েছেন । অবশেষে তিনি প্রতিযোগিতার চার নম্বর খেলোয়াড় --ইন্দোনেশিয়ার বিখ্যাত খেলোয়াড় সোনিকে পরাজিত করেছেন ।
লি ইউ প্রতিযোগিতায় ধৈর্যশীল প্রচেষ্টা করেছেন । যদিও পশ্চাত্পদের সময় তিনিও পরিত্যক্ত নন । অবশ্যই তাঁরও বিচ্যুতি আছে ।তাঁর বয়স শুধু বিশ । বড় প্রতিযোগিতার অভিজ্ঞতা কম । প্রতিযোগিতায় আত্মনিয়ন্ত্রনের সামর্থ্য আরো উন্নত করা দরকার ।
চীনের ব্যাডমিন্টন একক দফার মহা -প্রশিক্ষক চুং বো বলেছেন , ইদানীংকার যুব - খেলোয়াড়রা কদাচিত্ দু'এক জন শক্তিশালী প্রতিপক্ষ খেলোয়াড়কে হারিয়ে দিতে পারেন , তাতে শুধু বোমা যায় যে , তাঁদের উপরে ওঠার সামর্থ্য আছে । তবে একজন সত্যিকার পরিপক্ক ও উচ্চ প্রর্যায়ের খেলোয়াড় হতে হলে দীর্ঘপথ পাড়ি দিতে হবে এবং অনেকবার বড় বড় প্রতিযোগিতায় অংশ নিয়ে পক্কতা অর্জন করতে হবে । বর্তমানে চীনের ব্যাডমিন্টন দলের জন্যে নতুন দফা ওলিম্পিক গেমস আসার আগে মনৌদেহিকভাবে পূণংবিন্যস্ত হবার সময় । লি ইউ এই সুযোগ কাজে লাগাতে পারলে তাঁর ভবিষ্যত সম্ভাবনা উজ্জ্বল বলা চলে ।
|