কিভাবে বন্ধুকে আনন্দ দেবো ? এটা খুবই সহজ , যেমন বন্ধুর হতাশার সময়ে , আমরা তার কাছে একটি চিঠি বা ইমেইল পাঠাতে , হয়তো তার জন্য টেলিভিশন বা বেতারের মাধ্যমে একটি গান প্রচারের অনুরোধ করতে , কিংবা হয়তো অন্যান্য বন্ধুর সংগে মিলে তার জন্য একটি পার্টির আয়োজন করতে পারি ।
এখন , আমি আপনাদের এবং আপনাদের বন্ধুদের একটি সুন্দর গান শোনাবো । তা হলো , চীনের শিল্পী লি শিয়াও লোং-য়ের গাওয়া আনন্দময় জীবন নামে একটি গান ।
এই গানের কথা ব্যাখ্যা করা মুশকিল । কারণ গানের অনেক বাক্য আছে , যেগুলোর অর্থ ব্যাপক ক্ষেত্রের সংগে সম্পর্কিত । এই গানটিতে রয়েছে সাধারণ মানুষের সাদামাটা জীবনের কথা । আমি শুধু একটি অংশের বাংলা রুপান্তর শুনাচ্ছি , এক জীবনে অসংখ্য পথ আছে , অগণিত সাগর ও পাহাড় আছে , আছে দাদুর সাদা চুল এবং দাদীর হাজার হাজার সূচিকর্ম । জীবন আছে বলেই প্রতিদিন হাশিখুশি থাকতে হবে ।
কারণ আনন্দ নিয়ে প্রতিদিন কাটানো হচ্ছে একটি সুখী হবার উপায় । আমাদের জীবনে হতাশা আছে , আমাদের বন্ধুদেরও হতাশা আছে , তাই এই সময়ে আমাদের আনন্দিত পরিবেশ সৃষ্টি করতে হবে । যদি আমাদের জীবনে হাসির আওয়াজ আরো বেশী , তাহলে আমি বিশ্বাস করি , আমাদের জীবন আরো বৈচিত্রময় এবং আরো সুন্দর হবে ।
অবশ্য , আমাদের জীবনের বেশীর ভাগ সময় খুবই শান্ত , প্রত্যেকেই কাজে ব্যস্ত , শিক্ষার্থীরা পরিক্ষার প্রস্তুতির জন্য আন্তরিকভাবে পড়ালেখা করেন , কর্মজীবীরা জীবনের সর্বশক্তি নিয়োগ করে কাজ করেন । তাই আমাদের হতাশার সময় বা আমাদের বন্ধুদের হতাশার সময়ে একটি ভালো মন লাভ করার জন্য সুখী পরিবেশ সুষ্টি করবো । কারণ , শুধু আনন্দের সময়েই আমরা পৃথিবীর এই সুন্দর জিনিস উদ্ধাআর করবো । আমি মনে করি , আমাদের শান্তিরক সময়ে , এই পৃথিবীর রঙ হচ্ছে সাদা , আমাদের হতাশার সময়ে এই পৃথিবীর রঙ হচ্ছে ধূসর , তবে আমাদের আনন্দের সময়ে এই পৃথিবীর রঙ রংধনুর মতো খুবই বৈচিত্রময় । তাই দয়া করে আপনাদের ব্যস্ত কাজকর্ম আর পড়া-লিখার সময়ের মধ্যে কিছু সময় রেখে আনন্দ উপভোগ করবেন । আমি বিশ্বাস করি , আপনারা প্রতি মাসে কিছু কিছু সময় নিয়ে আনন্দ সৃষ্টি করলে , আপনাদের কাজ আরো মুল্যবান হবে , আপনাদের পড়া-লিখা আরো সহজ হবে , এবং আপনারা আবিস্কার করবেন যে , এই পৃথিবী অনেক সুন্দর ।
আচ্ছা এখন আপনাদের নিজেই সুখ খুজেঁ বের করি নামে একটি গান উপাহার দেবো ।
গানের কথা হলো :
গত রাতে আমি একটি স্বপ্ন দেখেছি ,
দেখি আমি মরুসাহারায় আছি দাঁড়িয়ে
একা একা ,
তপ্ত হাওয়ায় অশান্ত মন ,
হঠাত্ , বৃষ্টি নামে ,
বৃষ্টির জলে ধুয়ে যায় আমার যত কষ্ট ,
আমি আবার এই সুন্দর পৃথিবীতে ফিরে আসবো ।
হ্যাঁ , হতাশা প্রত্যেকেরই আছে , তাই খারাপ মন ত্যাগ করে , আরেকবার হাসিখুশী হবেন । কারণ , আপনাদের পাশে অনেক বন্ধু আছে , এবং আমিও স্থায়ীভাবে আপনাদের পাশে থাকবো । এখানে , আমি বলতে চাই , আপনারা স্থায়ীভাবে আমার বন্ধু হন , তাই যখন আপনার মন খারাপ , দয়া করে আপনাদের মনের কথা চিঠি বা ইমেইলের মাধ্যমে আমাকে বলবেন , আমি আমার সর্বশক্তি দিয়ে আপনাদের সাহায্য করবো । আমাদের চিঠির ঠিকানা খুবই স্পষ্ট , আমার ইমেইল ঠিকানা হচ্ছে ---- তার বানান হচ্ছে ---- । আশা করি , আমার সংগে যোগাযোগ করবেন । আমি জানি না , এই নতুন অনুষ্ঠান আপনারা পছন্দ করেন কিনা ? এবং এসব গান বা বিষয়বস্তু আপনারা পছন্দ করেন কিনা ? তাই , আশা করি , আপনারা যত তাড়াতাড়ী সম্ভক আমার কাছে আপনাদের অনুভুতি , প্রস্তাব জানাবেন। আমিও আশা করি , আপনাদের আরো চমত্কার অনুষ্ঠান উপহার দেবো , কাজেই আপনাদের অনুভুতি এবং পছন্দের বিষয় আমি খুবই জানতে চাই ।
ওকে , অনেক কথা বলার পর , এখন আপনাদের চীনের একটি ব্যান্ড এস এইচ ই-য়ের গাওয়া মোহনীয় নামে একটি সুন্দর গান উপহার দেবো ।
গানের কথা হলো:
তুমি আমার মন মোহিণী ,
সাহসী হতে চাই , তোমাকে মিস্ করি ,
তার পর , সকল হতাশা উল্কার বেগে ,
আমায় ছেড়ে পালায় ।
তুমি আমার মন মোহিণী ,
হতাশার সময়ে , তোমাকে মিস্ করি ,
তার পর , হতাশা ভুলে আরেকবার হাসি ।
খুবই সুন্দর একটি গান , কারণ এতে আমার মনের কথা আছে । আমিও আশা করি , এই অনুষ্ঠান আপনাদের মন মোহনীতে পরিণত হবে । এটা আপনাদের আনন্দ দেবে , সমস্যা সমাধান করবে । এটা হচ্ছে আমার স্বপ্ন । আশা করি , আপনাদের সাহায্যে , এই অনুষ্ঠান দিন দিন সমৃদ্ধ হবে ।
|