v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2004-12-09 10:00:31    
সংগীত সাগর

cri
     কিভাবে বন্ধুকে আনন্দ দেবো ? এটা খুবই সহজ , যেমন বন্ধুর হতাশার সময়ে , আমরা তার কাছে একটি চিঠি বা ইমেইল পাঠাতে , হয়তো তার জন্য টেলিভিশন বা বেতারের মাধ্যমে একটি গান প্রচারের অনুরোধ করতে , কিংবা হয়তো অন্যান্য বন্ধুর সংগে মিলে তার জন্য একটি পার্টির আয়োজন করতে পারি ।

    এখন , আমি আপনাদের এবং আপনাদের বন্ধুদের একটি সুন্দর গান শোনাবো । তা হলো , চীনের শিল্পী লি শিয়াও লোং-য়ের গাওয়া আনন্দময় জীবন নামে একটি গান ।

    এই গানের কথা ব্যাখ্যা করা মুশকিল । কারণ গানের অনেক বাক্য আছে , যেগুলোর অর্থ ব্যাপক ক্ষেত্রের সংগে সম্পর্কিত । এই গানটিতে রয়েছে সাধারণ মানুষের সাদামাটা জীবনের কথা । আমি শুধু একটি অংশের বাংলা রুপান্তর শুনাচ্ছি , এক জীবনে অসংখ্য পথ আছে , অগণিত সাগর ও পাহাড় আছে , আছে দাদুর সাদা চুল এবং দাদীর হাজার হাজার সূচিকর্ম । জীবন আছে বলেই প্রতিদিন হাশিখুশি থাকতে হবে ।

    কারণ আনন্দ নিয়ে প্রতিদিন কাটানো হচ্ছে একটি সুখী হবার উপায় । আমাদের জীবনে হতাশা আছে , আমাদের বন্ধুদেরও হতাশা আছে , তাই এই সময়ে আমাদের আনন্দিত পরিবেশ সৃষ্টি করতে হবে । যদি আমাদের জীবনে হাসির আওয়াজ আরো বেশী , তাহলে আমি বিশ্বাস করি , আমাদের জীবন আরো বৈচিত্রময় এবং আরো সুন্দর হবে ।

    অবশ্য , আমাদের জীবনের বেশীর ভাগ সময় খুবই শান্ত , প্রত্যেকেই কাজে ব্যস্ত , শিক্ষার্থীরা পরিক্ষার প্রস্তুতির জন্য আন্তরিকভাবে পড়ালেখা করেন , কর্মজীবীরা জীবনের সর্বশক্তি নিয়োগ করে কাজ করেন । তাই আমাদের হতাশার সময় বা আমাদের বন্ধুদের হতাশার সময়ে একটি ভালো মন লাভ করার জন্য সুখী পরিবেশ সুষ্টি করবো । কারণ , শুধু আনন্দের সময়েই আমরা পৃথিবীর এই সুন্দর জিনিস উদ্ধাআর করবো । আমি মনে করি , আমাদের শান্তিরক সময়ে , এই পৃথিবীর রঙ হচ্ছে সাদা , আমাদের হতাশার সময়ে এই পৃথিবীর রঙ হচ্ছে ধূসর , তবে আমাদের আনন্দের সময়ে এই পৃথিবীর রঙ রংধনুর মতো খুবই বৈচিত্রময় । তাই দয়া করে আপনাদের ব্যস্ত কাজকর্ম আর পড়া-লিখার সময়ের মধ্যে কিছু সময় রেখে আনন্দ উপভোগ করবেন । আমি বিশ্বাস করি , আপনারা প্রতি মাসে কিছু কিছু সময় নিয়ে আনন্দ সৃষ্টি করলে , আপনাদের কাজ আরো মুল্যবান হবে , আপনাদের পড়া-লিখা আরো সহজ হবে , এবং আপনারা আবিস্কার করবেন যে , এই পৃথিবী অনেক সুন্দর ।

    আচ্ছা এখন আপনাদের নিজেই সুখ খুজেঁ বের করি নামে একটি গান উপাহার দেবো ।

    গানের কথা হলো :

    গত রাতে আমি একটি স্বপ্ন দেখেছি ,

    দেখি আমি মরুসাহারায় আছি দাঁড়িয়ে

    একা একা ,

    তপ্ত হাওয়ায় অশান্ত মন ,

    হঠাত্ , বৃষ্টি নামে ,

    বৃষ্টির জলে ধুয়ে যায় আমার যত কষ্ট ,

    আমি আবার এই সুন্দর পৃথিবীতে ফিরে আসবো ।

    হ্যাঁ , হতাশা প্রত্যেকেরই আছে , তাই খারাপ মন ত্যাগ করে , আরেকবার হাসিখুশী হবেন । কারণ , আপনাদের পাশে অনেক বন্ধু আছে , এবং আমিও স্থায়ীভাবে আপনাদের পাশে থাকবো । এখানে , আমি বলতে চাই , আপনারা স্থায়ীভাবে আমার বন্ধু হন , তাই যখন আপনার মন খারাপ , দয়া করে আপনাদের মনের কথা চিঠি বা ইমেইলের মাধ্যমে আমাকে বলবেন , আমি আমার সর্বশক্তি দিয়ে আপনাদের সাহায্য করবো । আমাদের চিঠির ঠিকানা খুবই স্পষ্ট , আমার ইমেইল ঠিকানা হচ্ছে ---- তার বানান হচ্ছে ---- । আশা করি , আমার সংগে যোগাযোগ করবেন । আমি জানি না , এই নতুন অনুষ্ঠান আপনারা পছন্দ করেন কিনা ? এবং এসব গান বা বিষয়বস্তু আপনারা পছন্দ করেন কিনা ? তাই , আশা করি , আপনারা যত তাড়াতাড়ী সম্ভক আমার কাছে আপনাদের অনুভুতি , প্রস্তাব জানাবেন। আমিও আশা করি , আপনাদের আরো চমত্কার অনুষ্ঠান উপহার দেবো , কাজেই আপনাদের অনুভুতি এবং পছন্দের বিষয় আমি খুবই জানতে চাই ।

    ওকে , অনেক কথা বলার পর , এখন আপনাদের চীনের একটি ব্যান্ড এস এইচ ই-য়ের গাওয়া মোহনীয় নামে একটি সুন্দর গান উপহার দেবো ।

    গানের কথা হলো:

    তুমি আমার মন মোহিণী ,

    সাহসী হতে চাই , তোমাকে মিস্ করি ,

    তার পর , সকল হতাশা উল্কার বেগে ,

    আমায় ছেড়ে পালায় ।

    তুমি আমার মন মোহিণী ,

    হতাশার সময়ে , তোমাকে মিস্ করি ,

    তার পর , হতাশা ভুলে আরেকবার হাসি ।

    খুবই সুন্দর একটি গান , কারণ এতে আমার মনের কথা আছে । আমিও আশা করি , এই অনুষ্ঠান আপনাদের মন মোহনীতে পরিণত হবে । এটা আপনাদের আনন্দ দেবে , সমস্যা সমাধান করবে । এটা হচ্ছে আমার স্বপ্ন । আশা করি , আপনাদের সাহায্যে , এই অনুষ্ঠান দিন দিন সমৃদ্ধ হবে ।