আমরা সবাই জানি মা পৃথিবীতে সবচেয়ে মহা মানুষ । কিন্তু একটি সুখী পরিবারে বাবাও খুবই গুরুত্বপূর্ণ । আপনারা আমার সংগে একমত ? আমি আপনাদের চিন্তার জন্যে ৩ মিনিট দিবো ।এই ফাঁকে আমরা একসংগে চীনের শিল্পী ইয় চুইন চিয়ার গাওয়া সুখি পরিবার নামে একটি গান শুনবো ।
আগে পূর্বপুরুষরা বলেছেন , পরিবার সুখী হলে সব কিছুই ভাল হবে ।
স্বামী স্ত্রীকে ভালবাসেন, স্ত্রী স্বামীকে ভালবাসেন , সন্তান বাবা-মাকে শ্রদ্ধা করেন ।বাবা-মা সন্তানকে স্নেহ-যত্ন করেন ।
এইভাবে দিন দিন হাসিখুশিতে কাটাবেন ।
গান থেকে আমরা জানি , মা বাবা দু'জনেই এক সাথে থাকলেই একটি পরিবার পূর্ণাংগ হতে পারবে । মায়ের ভালবাসার তুলনায় বাবার ভালবাসা একটু গভীর । ভালবাসা প্রকাশে বাবার পদ্ধতিও একটু ভিন্ন । তাই আমি বলতে চাই বাবার ভালবাসা পাহাড়ের মতো । চীনের ঐতিহ্যবাহী পরিবারের শিক্ষায় বাবা বারংবার শক্ত, পক্ষান্তরে মা দয়ালু। শিশুর মনে বাবা তার বন্ধু, কিন্তু তার শিক্ষকও । এমনকি বলা যায় যে বাবা তার আদর্শ । পরিবারের শিক্ষায় বাবার প্রভাব খুবই গুরুত্বপূর্ণ । শিশুর সামনে কঠিন থাকলে বাবা তাদেরকে সাহস দেবেন ।শিশু কিছু দোষ করলে বাবা যুক্তিবাদী উপায় নিয়ে সমাধান করবেন । যদি মা শিশুকে অত্যধিক প্রশ্রয় দেন , তাহলে বাবা সঠিক শিক্ষাকের মতো শিক্ষাদান করবেন ।ওকে ,আমরা একসংগে একটু বিশ্রাম নেবো এবং এই ফাঁকে একটা গান শুনবো ।
গানের কথা হলো :
ছোটোবেলায় আমি বাবার কাঁধে বসি ,
কখনো ভুলবো না আমি , আপনি সাধারণ খাবার খেতে আমাকে যত্ন করেছেন ।
আস্তে আস্তে আমি বড় হয়েছি , বাইরে চলে যাচ্ছি ,
আপনি কপট গাম্ভির্য্যের আড়ালে হৃদয় গোপন করেন ।
আমি শুধু আপনার জন্যে একটি গান গাইবো , বিশ্বের সব বাবা-মা ভালো থাকুন ,এ আমার শুভ কামনা ।
সত্যি, শিশুর চোখে বাবার ভালবাসা হচ্ছে একটি বই ,এই বই পড়ে শেষ করা যায় না । আমি বাবার সম্বন্ধে একটি প্রবন্ধ পড়েছি । প্রবন্ধটি ১৯৮৯ সালে মার্কিন লস এ্যাঞ্জেলেস শহরে সংঘটিত একটি ভূমিকম্প বর্ণনা করেছে । একজন বাবা নিজের দৃঢ়সংকল্প নিয়ে ছেলের স্কুলের ধ্বংস-স্তপ ৩৮ ঘন্টা খনন করেছেন । অবশেষ তিনি ছেলের জীবন রক্ষা করেছেন । পড়তে পড়তে আমার চোখ ভিজে গেছে ।এ রকমের ভালবাসার কোনো তুলনা নেই ।
শৈশরে আমরা মনে করি বাবা সব করতে পারবেন , আমাদের জন্যে সব করেন । দিনে দিনে আমরা বড় হয়েছি । আমাদের নিজের ইচ্ছা আছে ,নিজের চিন্তা আছে । মাঝে মাঝে বাবার কথা শুনিনি । কিন্তু আমাদের জন্য বাবার ভালবাসা আগের মতো একই রকমের মতো গভীর । তারপর , বাবা বুড়ো হচ্ছেন , আমরা বড় হচ্ছি । কিন্তু বাবার ভালবাসার একটুও পরিবর্তন হয়নি। তিনি নীরবে পেছন থেকে আমাদের দিকে তাকিয়ে থাকছেন । আচ্ছা, এখন আমি বিশ্বের সব বাবার জন্য একটি সুন্দর গান উপহার দেবো ।
গানের নাম হলো সময় । এই গান মানুষের বুড়ো বয়সের অস্পষ্ট অনুভূতি বর্ণনা করেছে । আচ্ছা,এখন গান শুনুন ।
গান শুনে শুনে আমি নিজের ছোটবেলার সময় স্মরণ করছি । আমার বাবা বড়শি দিয়ে মাছ ধরতে পছন্দ করেন । গরমকালে বাবা নদীর তীরে বসে বসে ছিপ ধরে মাছের জন্যে অপেক্ষা করতেন তখন আমি পাশে মনযোগ দিয়ে দেখতাম । কিন্তু মিনিটের পর মিনিট কেটেছে , একটি মাছও ধরা পড়ে নি ।আমি ধৈর্য হারিয়ে ফেলেছি । বাবার কাছে প্রশ্ন করছি , কন মাছ ধরিনি ? বাবা উত্তরে বলেছেন :বড়শি দিয়ে মাছ ধরার প্রক্রিয়াটাই আসল, তার ফলাফল একটুও গুরুত্বপূর্ণ নয় । আমি বলেছি , তাহলে তো মজা নেই । বাবা আমার মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বলেছেন , একটি মাছও ধরা পড়েনি,তা সত্বেও আমার মন এ প্রক্রিয়ার ভেতর দিয়ে পবিত্র হয়েছে । পরবর্তীতে বাবার এ কথা আমার ভবিষ্যতের জীবনেও প্রতিফলিত হয়েছে ।
বাবার ভালবাসা অনেক গভীর আর ব্যাপক, কিন্তু আমি কলম নিয়ে আর বেশি লিখতে পারি না । কারণ বাবার ভালবাসা হচ্ছে নীরব। আপনাদের এ ধরণের ভালবাসা অনুসন্ধান করার কোনো প্রয়োজন হয় না । কারণ এ রকমের ভালবাসা আপনার হৃদয়ে দৃঢ়ভাবে গাঁথা থাকে । আমাদের বড় হওয়ার সংগে সংগে নিজের চিন্তা মাকে বলি , বাবার কাছে অল্প অল্প বলি । কিন্তু আজকে আমরা বাবার সাদা চুল দেখে হঠাত্ আবিষ্কার করি যে বাবার জন্যে আমাদের কথাও খুবই প্রয়োজনীয় । আমি জানতে চাই , এখন খুবই দেরী হয়ে গেছে ?
নিজেকে বলি ,এ পৃথিবীতে যে মানুষ তোমার এত যত্ন নিয়েছেন , তুমি তার ওপরে বেশি গুরুত্ব দাওনি । কারণ তুমি বাইরের বিশ্ব জানতে আগ্রহী । তুমি যদি কখনো আহত হও, তবে নিশ্চয়ই উপলব্ধি করবে যে বাবা-মা সবচেয়ে বেশি ভালবাসা তোমাকে দেবেন । আমার মনে পড়ছে ব্যবধান সংক্রান্ত একটি কথা ।তা হলো :পৃথিবীতে সবচেয়ে দূর ব্যবধান হলো আমি তোমার সামনে দাঁড়িয়েছি, কিন্তু তুমি জানো না "আমি তোমাকে ভালবাসি "। নিজের বাবার সম্বন্ধেও আমর কি একই অনুভূতি আছে ?বন্ধুরা, আমার সংগে আপনারা যার যার বাবার কাছে শুভেচ্ছা দেবেন ,কেমন ?
|