v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2004-12-07 17:34:37    
ফ্রান্সের তিনটে প্রদর্শনী

cri
    ফরাসী সংস্কৃতি বর্ষ উপলক্ষে সম্প্রতি চীনের রাজধানী পেইচিংয়ে তিনটি বৈশিষ্ট্যময় প্রদর্শনীর আয়োজন করা হয়েছে । এই তিনটে প্রদর্শনীর নাম হলোঃ ফ্রান্সের ইম্প্রেসনিষ্ট চিত্র প্রদর্শনী, ফ্রান্সের গত এক শ' বছরের ডিজাইন প্রদর্শনী আর জেনারেল দ্য গলের জীবনী প্রদর্শনী। এই তিনটি প্রদর্শনী থেকে ফরাসী জনগনের রোম্যান্টিক , স্বাধীনতাপ্রিয়ও সৃষ্টিশীল মনোভাব প্রতিফলিত হয়েছে ।

    ২০০৩ সাল থেকে ২০০৫ বছর পর্যন্ত সময়ের মধ্যে চীন ও ফ্রান্স মিলিতভাবে একে অপরের দেশে চীন -ফ্রান্স সংস্কৃতি বর্ষ আয়োজন করেছে । এ বছরের অক্টোবর মাস থেকে ফরাসী সংস্কৃতি বর্ষ চীনে শুরু হয়েছে । এই তিনটি প্রদর্শনী ফরাসী সংস্কৃতি বর্ষের সুচনা । যদিও এই তিনটে প্রদর্শনীর বিষয়বস্তু ভিন্ন , কিন্তু দর্শকরা এই তিনটি প্রদর্শনী পরিদর্শনের মাধ্যমে আরো ভালোভাবে ফ্রান্স সম্বন্ধে জানতে পারেন ।

    চীন ফ্রান্স সংস্কৃতি বর্ষের চীনা পক্ষের সাংগঠনিক কমিটির প্রতিনিধি , চীনের সংস্কৃতি মন্ত্রনালয়ের কর্মকর্তা ফু থোন বলেছেন , বর্তমান ফরাসী সংস্কৃতি বর্ষের অন্যতমো বিষয় হলো রোম্যান্টিক ও সৃষ্টজনশীল ফ্রান্স । সংস্কৃতি বর্ষের কর্মসুচীগুলোর মধ্য দিয়ে চীনের নাগরিকরা রোম্যান্টিক ফ্রান্স সম্বন্ধে আরোভালোভাবে উপলব্ধি করতে পারেন এবং ফ্রান্সের রোম্যান্টিকতা সম্পর্কে নতুন উপলব্ধি পাবেন ।

    চীনের জাতীয় চারুকলা গ্যালারীতে অনুষ্ঠিত ফ্রান্সের ইম্প্রেসনিষ্ট চিত্র প্রদর্শনীতে ফ্রান্সের ইম্প্রেসনিষ্ট চিত্রশিল্পীদের ৫১টি চিত্র স্থান পেয়েছে , ফ্রান্সের এই ধরনের চিত্র এই প্রথমবার বিদেশে প্রদর্শিত হচ্ছে , এর আগে চীনের বেশীর ভাগ দর্শক শুধু চিত্র- এলবাম থেকে ফ্রান্সের ইম্প্রেসনিষ্ট চিত্রশিল্পীদের শিল্পকর্ম উপভোগ করেছেন । এই প্রদর্শনীতে চিত্রশিল্পী সি মোনেটের প্রতিনিধিত্বকারী চিত্র 'বাঁশিওয়ালা বালক '-সহ তার ১১টি চিত্র প্রদর্শিত হয়েছে , চিত্রশিল্পী অগুস্টে রেনোইরের আঁকা ছবির সামনে দর্শকদের ভীড় জমে । এই সব চিত্র থেকে ইম্প্রেসনিষ্ট চিত্রের উত্পত্তি , বিকাশ শৈল্পিক নৈপুন্য চমত্কারভাবে ফুটিয়ে তোলা হয়েছে । ইম্প্রেসনিষ্ট চিত্রের আবির্ভাব ঘটার প্রথম দিকে চিত্রশিল্পীরা চিত্রকর্ম সৃষ্টির ঐতিহ্য ভংগ করে শুধু ইতিহাস, উপকথা ও ধর্মীয় বিষয়গুলোতে সীমাবদ্ধ না থেকে বাস্তব ব্যক্তি ও দৃশ্য প্রতিফলনের প্রচেষ্টা চালিয়েছেন , তারা তখনকার সমাজের বিভিন্ন মহলের সমালোচনা ও অভিযোগের সম্মুখীন হয়েছিলেন । কিন্তু তারা সাহসের সংগে ঐতিহ্যের প্রতি চ্যালেঞ্জ করে নতুন স্টাইলের চিত্র সৃষ্টির নিরলস প্রয়াস চালিয়েছেন ।

    চীনের জাতীয় যাদুঘরে অনুষ্ঠিত ' গত এক শ বছরে ফ্রান্সের ডিজাইন ' নামক প্রদর্শনীতে ফ্রান্সের বিশ্ববিখ্যাত ডিজাইন শিল্পের সৌন্দর্য্য ফুটিয়ে তোলা হয়েছে । চার হাজার বর্গমিটার বিস্তীর্ণ এই প্রদর্শনী কক্ষে ২২০টি ডিজাইন কর্ম স্থান পেয়েছে । এই সব শিল্পকর্মের মধ্যে আছে ফ্রান্সের সবচেয়ে আগের মটরগাড়ী ও মোহনপূর্ণ রেনাউল্ট মটরগাড়ী , কনকর্ড বিমান ও এয়ারবাস- বিমান , এক্সপ্রেস ট্রেন , বিংশ শতাব্দীর বিশের দশকে আবিস্কৃত ইলেক্ট্রনিক ফীডার বোতল , বিশ্ববিখ্যাত শানেল পারফিউম , কার্টিয়া মনিমুক্তা ইত্যাদি । চীনের কেন্দ্রীয় চারুকলা ইন্সটিটিউটের উপপ্রধান মিঃ ফান তি আন বলেছেন , গোটা বিংশ শতাব্দীতে ফ্রান্স ডিজাইনের প্রতিনিধিত্বকারী ভুমিকা নিয়েছে । ফ্রান্সের ডিজাইন যেমন বিশ্বের বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি, তেমনি গত শতাব্দীর সংস্কৃতি প্রতিফলিত হয়েছে , এই প্রদর্শনীতেও ফরাসী জাতির রোম্যান্টিক, স্বাধীনতাপ্রিয় আর সৃষ্টিশীল মনোবলের সংগে সংগতিপূর্ণ ।

    পেইচিংয়ের আরেকটি প্রদর্শনী কক্ষে অনুষ্ঠিত "চার্লস দ্য গলের জীবনী " নামে এক প্রদর্শনী ফ্রান্সের জাতীয় বীর , প্রয়াত ফরাসী প্রসিডেন্ট জেনারেল দ্য গলের জীবন দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে । দ্বিতীয় মহাযুদ্ধে জেনারেল দ্য গলের স্বাধীন ফ্রান্সের একমাত্র নেতা হিসেবে ফ্রান্সের স্বাধীনতা রক্ষার জন্য নিরলস সংগ্রাম চালিয়ে ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন । ১৯৬৪ সালে তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট থাকাকালে ফ্রান্স চীন গণ প্রজাতন্ত্রকে স্বীকৃতি দিয়ে পাশ্চাত্য দেশগুলোর মধ্যে সর্বপ্রথমে চীনের সংগে আনুষ্ঠানিকভাবে কুটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে । এই প্রদর্শনী পরিদর্শনের সময় দর্শকরা এই তথ্যও জানতে পারবেন যে ৪০ বছর আগে , জেনারেল দ্য গল বিশ্বের কাছে চীনের সংগে কুটনৈতিক সম্পর্ক স্থাপন সম্বন্ধে ব্যাখ্যা করার সময় বলেছিলেন , মানুষের মন পৃথিবীর যে কোনো জায়গা থাকুক না কেন , আগে বা পরে সম্মিলনীতে মিলিত হতে পারে ,এই সম্মিলনী হলো স্বাধীনতা, সমতা আর বিশ্ব ভ্রাতৃত্বের সংগে সম্মিলনী ।

    এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে চীনের জনগনের পররাষ্ট্র সোসাইটির প্রধান লু ছিউ থিয়েন বলেছেন , জেনারেল দ্য গল হচ্ছেন ফ্রান্সের একজন জাতীয় বীর , তিনি ফ্রান্সের জাতীয় মনোবলের প্রতীক । এই প্রদর্শনী পরিদর্শন করে দর্শকরা চীন ও ফ্রান্সের সম্পর্কের অন্যতমো প্রতিষ্ঠাতা জেনারেল দেগাওলের জীবনী সম্বন্ধে অবহিত হওয়া ছাড়া ফরাসী জাতির ইতিহাস ও সংস্কৃতি আরো ভালোভাবে উপলব্ধি করতে পারেন ।

    চীন ও ফ্রান্সের মধ্যে কুটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪০ তমো বার্ষিকী উদযাপনের সময় এই তিনটি ফরাসী প্রদর্শনীর অনুষ্ঠান পেইচিংয়ে আলোড়ন সৃষ্টি করেছে । প্রদর্শনী তিনটি পরিদর্শনের জন্য দর্শকদের ভীড় জমেছে । দর্শক মিস সিয়ে হাই লান তার বন্ধুর সংগে এই তিনটি প্রদর্শনী দেখেছেন । তিনি বলেছেন , চীনা সংস্কৃতির মতো ফরাসী সংস্কৃতির ইতিহাসও সুদীর্ঘ , কিন্তু ফ্রান্স চীন থেকে বেশী দূরে বলে সেখানে গিয়ে প্রত্যক্ষভাবে তার সংস্কৃতি উপলব্ধি করা সহজ ব্যাপার নয় , অতীতকালে আমরা ফ্রান্সের প্রদর্শনী ও সংস্কৃতি জানার সুযোগ কম পেয়েছি , এবার আমি একটানা তিনটি ফরাসী প্রদর্শনী পরিদর্শনের সুযোগ পেয়ে সত্যিই নিজেকে ধন্য মনে করি ।