পাঁচ ডিসেম্বর পেইচিংয়ের একটি অধিবেশন সুত্র জানা গেছে , আগামী তিন বছের পেইচিংয়ের পরিবেশের উন্নতি সাধনের ২০টি প্রকল্প বাস্তবায়নে এক হাজার দুশো বিশ কোটি মার্কিন ডলার ব্যয় করা হবে । ২০০৭ সালের মধ্যে পেইচিংয়ের বনাঞ্চলেরর অনুপাত হবে শতকরা ৫০ ভাগ । পাহাড়ী অঞ্চল , সমতল ভুমি ও শহরাঞ্চলে তিনটা বনানী গড়ে তোলা হবে , ৫০টি দশ হাজার বর্গ মিটারের সবুজ জমি তৈরী করা হবে , শহরাঞ্চল ও উপকন্ঠের নাগরিকদের দৈনন্দিন জীবনের আবর্জনা পরিস্করন করা হবে এবং শিল্পের বর্জ্য পদার্থ বিশুদ্ধ করা হবে ।
২০০৮সালে পেইচিংয়ে ওলিম্পিক গেম্স চলার সময়ে পেইচিংয়ের শহরাঞ্চলের বাতাসে সালফার ডাই অক্সাইড ও নাইট্রোজেন ডাই অক্সাইডের অনুপাত বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দ্ধরিত মানদন্ডের সমকক্ষ হবে ।
|