দশই জুলাই তীব্র রৌদ্রোজ্জ্বল সকালে নিজের ঠিকা নেয়া সান্ থৌ শহরের ছাও ইয়া এলাকার হে পিন উপশহরের প্রায় শ'খানেক একর ধানক্ষেতে দাঁড়িয়ে একগুচ্ছ ভারী ধানের শিষ আঁকড়ে তুলে ধরে মা সি তি হাসিমুখে বললেন , "এ বছর সত্যিই নীতি ভালো , খাদ্যের দাম ভালো এবং আবহাওয়াও ভালো । আমার চাষ করা খাদ্যশস্যের চমত্কার ফলন হয়েছে ।"
মা সি তি হলেন চীনের খাদ্যশস্য চাষের বৃহত্ পরিবার এবং চীনের কুয়াংতুং প্রদেশের খাদ্যশস্য চাষের বৃহত্তম পরিবার । বতর্মানে তিনি মোট ছয় শো তেত্রিশ একর আবাদী জমির ঠিকা নিয়ে ধানের চাষ করছেন । ওই দিন হলো তার ব্যাপকাকারে আউশ ধান কাটার শেষ দিন । এবার গ্রীষ্মকালের ফসল কাটার মৌসুমে তার আমন্ত্রণে চিয়াংসু প্রদেশের্ নানচিং ইত্যাদি জায়গার কৃষকরা এসে ফসল কাটার যন্ত্র দিয়ে ধান কেটেছেন । ছয় শো একরেরও বেশী জমির ধান কাটতে দশদিনও লাগে নি । ধান পাওয়া গিয়েছে উনিশ লক্ষ কিলোগ্রাম । একর প্রতি গড়পড়তা উত্পাদন পরিমান হয়েছে তিন হাজার কিলোগ্রাম । চমত্কার ফলন হয়েছে ।
তিনি আনন্দের সংগে সংবাদদাতাকে বলেছেন ,"কেন্দ্রীয় সরকারের এক নম্বর দলিলের প্রকাশ খুবই ভালোই হয়েছে । আমাদের খাদ্যশস্য চাষের পরিবারগুলোর সত্যিই এতে উপকার হয়েছে।"
মা সি তি বলেছেন , এ বছর খাদ্যের দাম বেড়েছে । প্রতি পন্চাশ কিলোগ্রাম ধান বেচে প্রায় আশি ইউয়ান করে পাওয়া যায় । যদিও রাসায়নিক সারের দাম ,ডিজেল তেলের দাম ,জমি কর ইত্যাদিও বেড়েছে তবুও তার আউশ ধানজনিত নীট আয় হবে সাত লক্ষ ইউয়ানেরও বেশী । একই সময় কৃষি যন্ত্রপাতি কেনার জন্য বৃহত খাদ্যশস্য চাষের পরিবারগুলোকে রাষ্ট্রের ভরতুকি দেয়ার নীতিও বাস্তবায়িত হয়েছে । সম্প্রতি তিনি প্রায় দশ লক্ষ ইউয়ান খরচ করে দুটো ট্রাক্টর ও তিনটি ফসল কাটা যন্ত্র কিনেছেন । সরকার তাকে তিন লক্ষ ইউয়ান ভরতুকি দিয়েছে । তাছাড়া কুয়াংতুং প্রাদেশিক পার্টি কমিটির কৃষি বিষয়ক সহকারি সম্পাদক ঔ কুয়াং ইউয়াং তার কৃষিখেত পরিদশর্নের সময়েই কৃষি যন্ত্রপাতি কিনে উত্পাদনের আরো সম্প্রসারনে তাকে সাহায্য করার জন্য প্রাদেশিক কৃষি সহায়তা তহবিল থেকে তাকে পাঁচ লক্ষ ইউয়ান দেয়ার নিদের্শ দিয়েছেন ।
সংবাদদাতা ধান শুকানো ক্ষেত্রে দেখেছেন ,মা সি তি'র অস্থায়ীভাবে ভাড়া করা এক শো'রও বেশী শ্রমশক্তির মধ্যে কেউ কেউ ধান শুকাচ্ছেন ,কেউ কেউ বস্তায় ধান ভরছেন এবং কেউ কেউ পরিবহন ট্রাকে ধানভরা বস্তা বোঝাই করছেন । মা সি তি বলেছেন ,তার উত্পাদিত ধান বিক্রয়ের ব্যাপারে তার কোনো দুশ্চিন্তা নেই । পরিবহনের পথেই বিক্রি হয়ে যায় । যাঁরা বেশী দাম দেন তাদের কাছেই বিক্রি হয়ে যায় । কিছু খাদ্যশস্য ক্রয়বিক্রয় কোম্পানির লোকেরা তার ধানখেতেই তার ধান ক্রয়ের জন্য অপেক্ষা করছেন ।
মা সি তি বলেছেন ,এখন তিনি আরো বেশী কৃষিজমির ঠিকা নেয়ার জন্য কিছু গ্রামীন কমিটির সদস্যদের সংগে আলাপ আলোচনা করছেন । তিনি আমন ধান চাষের জমির আয়তন আরো পন্চাশ একরেরও বেশী বাড়ানোর অথার্ত্ মোট ছয় শো ছেষট্টি একরেরও বেশী জমিতে আমন ধান চাষের পরিকল্পনা আঁটছেন।
|