চীনের পররাষ্ট্রমন্ত্রনালয়ের মুখপাত্রী চাং ছিইয়ো ৩ তারিখে সাংবাদিকদের অনুরোধে ইউক্রেনের পরিস্থিতি প্রসংগেবলেছেন যে , ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচন ইউক্রেনের অভ্যনতরীন ব্যাপার ।চীন ইউক্রেন জনগনের নির্বাচনের প্রতি সম্মান প্রদর্শন করে ।
চাং ছিইয়ো বলেছেন , চীন ইউক্রেনের স্বাধীনতা , সার্বভৌমত্ব আর ভূভাগীয় অখন্ডতা রক্ষাকে সমর্থন করে , ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সৃষ্টসংকট আইনের আওতায় শান্তিপূর্ণ উপায়ে নিস্পতি হতে পারবে বলে চীন বিশ্বাস করে করে এবং আন্তরিকভাবে আশা করে যে , ইউক্রেনের সমাজ স্থিতিশীল থাকবে , অর্থনীতি বিকশিত হবে আর জনগন সুখে থাকবেন ।
|