v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2004-11-26 09:29:32    
লি থিং আর সুন টিয়ান টিয়ান

cri
    লি থিং ১৯৮৭ সালে চীনের হু বেই প্রদেশের উ হান স্টেডিয়ামে টেনিস প্রশিক্ষন নিতে শুরু করেন ।১৯৯৬ সালে তিনি মার্কিন নিকে টেনিস স্কুলে ৬ মাসের জন্য প্রশিক্ষন নিয়েছিলেন । ১৯৯৭ সালে তিনি জাতীয় দলে যোগ দেন।

    লি থিং চীনের জাতীয় টেনিস দলের পক্ষ থেকে পর পর ব্যাংককে আয়োজিত এশিয়া গেমস , সিডনি ওলিম্পিক গেমস আর আগের সব যুক্ত কাপ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। তা ছাড়া , তিনি চারটা উন্মুক্ত প্রতিযোগিতাসহ আন্তর্জাতিক পেশাগত প্রতিযোগিতা অংশ নেন । ২০০০ সালে তাসখন্দ উন্মুক্ত প্রতিযোগিতা দ্বৈত দফায় তিনি শিরোপা অর্জন করেছেন । ২০০০ সালে মার্কিন টেনিস নারী দ্বৈত দফায় তিনি দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করেছেন । ২০০১ সালে ২১তম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের গেমসে তিনি নারী দ্বৈত দফার স্বর্ণপদক অর্জন করেছেন । প্রায় দুই বছর ব্যাপী দেশ -বিদেশের গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় অংশ নেওয়ার ফলে , লি থিংয়ের যোগ্যতা দ্রুত বেড়েছে ।২০০৩ সালে তিনি সুন টিয়ান টিয়ানের সংগে ডাবেল্ইউ টি এ ভিয়েনা , কিউবেক , বাটিয়া তিন ধাপের নারী দ্বৈত দফায় স্বর্ণপদক অর্জন করেছেন ।নারী দ্বৈত দফায় পৃথিবিতে তাঁদের সবচেয়ে ভাল স্থান হলেন ২০০৪ সালের মে মাসের ২৪ । বর্তমানে তাঁদের স্থান হলেন উত্রিশ ।২০০৪ সালে ডাবেলইউ টি এ হাইটেলাবা ধাপ প্রতিযোগিতায় তাঁরা নারী দ্বৈত দফায় রানার্স -আপ হন । এথেন্স ওলিম্পিক গেমসে তাঁরা নারী দ্বৈত দফায় স্বর্ণপদক অর্জন করেছেন । এইটা চীন দেশের ইতিহাসের সবচেয়ে ভাল রেকর্ড।

    সুন টিয়ান টিয়ান ১৯৮৯ সালে হে নান প্রদেশের অপেশাদার ক্রীড়া ইস্কুলেটেনিস চর্চা শুরু করেন ।১৯৯৩ সালে তিনি হে নান প্রদেশের টেনিস টীমে প্রবেশ করেন । ২০০০ সালে তিনি জাতীয় দলে যোগ দেন ।