২০ তম বিশ্ব চীনা বাস্কিটবল আমন্ত্রণী প্রতিযোগিতা ২৫ তারিখ শান টৌয়ে শুরু হয়েছে ।
মার্কিন যুক্তরাষ্ট্র ,ক্যানাডা, নেদারল্যান্ডস ,অষ্ট্রেলিয়া, দক্ষিণপূর্ব এশিয়া ,চীনের ১৮টি প্রদেশ আর শহর এবং হংকং ম্যাকাও থেকে আসা ১৮০টি দলের ২৪০০ জন খেলোয়াড় চাঁর দিনের এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ।জানা গেছে , এইবারের প্রতিযোগিতার আকার এতো বড় হয়েছে এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সংখ্যা এতো বেশী হয়েছে , উভয় এই প্রতিযোগিতার রেকর্ড ভঙ্গ করেছে ।বিশ্ব বাস্কিটবলের ইতিহাসে তা বিরল । শান টৌ শহর পুঙ্খানুপুঙ্খরুভাবে এইবারের প্রতিযোগিতার প্রস্তুতি নিয়েছে।
বিশ্ব চীনা বাস্কিটবল আমন্ত্রণী প্রতিযোগিতা ১৯৮৫ সালে প্রবর্তিত হয় । প্রথম ছটি প্রতিযোগিতা মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে অনুষ্ঠিত হয়েছে । পেইচিং শহর আর ইয়ান জৌ শহরও এই প্রতিযোগিতার আয়োজন করেছে ।
|