v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2004-11-24 10:25:20    

সংগীতা-ছিছিন


cri
    ছিছিন নামক এক জন গায়ককে আপনাদের সংগে পরিচিত করতে চাই ।ছিছিন,১৯৬০ সালের ১২ই জানুয়ারি তারিখে চীনের তাইওয়ানে জন্মগ্রহণ করেন । যৌবনে বাবামা খুব ব্যস্ত বলে তার বেশি যতন নিতে পারেন নি ।তাই তাই তিনি অসত-সংগে পড়ে বিপথে গিয়েছিলেন । এমনকি তাকে শিশোর অপরাধ দমনকেন্দ্রেও যেতে হয়েছে। জেলখানায় ৩ বছরের সময়ে তিনি আস্তে আস্তে সহিষ্ণুতা এবং সমাজে সবার সংগে মিলেমেশে থাকার উপায় উপলব্ধি করেছেন । তার দিদির সাহায্যে তিনি একটি গিটার নিয়ে সংগীত রচনা ও পরিবেশনার কাজে আতমনিয়োগ করেন ।একবার রেস্তোরাঁয় গান গাওয়ার সময়ে তিনি একজন বিখ্যাত সংগীত ব্যক্তিত্বের দৃষ্টি আকর্ষন করেন। তারপর তিনি একটি রেকর্ডিং কোম্পানিতে যোগ দেন এবং নিজের প্রথম রচনা (সেই সুন্দর তাকে আবার দেখেছি) প্রকাশ করেছেন । আগে তার অধিকাংশ রচনা ছিলো লোকসংগীত । পরের রচনা হচ্ছে নেকড়ে দুই ।এতে তিনি বরাবরকার স্টাইল পরিবর্তন করে নৃত্যচঞ্চল সংগীত রচনা করেছেন ।এর পরে সারা দেশের শ্রোতারা এমনকি সারা এশিয়ার অসংখ্য শ্রোত তার উপর গুরুত্ব দিয়েছেন । আমরা ছিছিনকে খুব পছন্দ করি ।কারণ তিনি সাদামাটা রং পছন্দ করেন ,কারণ তিনি ভুল হলে সংগে সংগে তা ঠিক করেন। কারণ তিনি কখনো নিজের অনুভূতির সংগে প্রতারনা করেননি । সংগীতের প্রতি তার নিবিড় প্রতিশ্রুতি আমাদের গভীরভাবে মুগ্ধ করেছে ।

    এখন আমরা একসংগে ছিছিনের একটি খুব জনপ্রিয় গান শুনবো ।তার নাম হচ্ছে (হয়তো শীতের সময় )

    আমি নীরবে তোমায়ক ছেড়ে চলে যাই

    দয়া করে মুছে ফেলো চোখের জল

    আমার জন্য কাঁদো না কখনো

    আমার চলার পথ অন্ধকারে ঢেকে গেছে

    তোমার হাসিই আমার শুভেচ্ছা

    তুমি যখন থাকবে না আমি আরো বেশি যতন নেবো নিজের

    তুমি জানতে চেয়েছেন কবে আমি বাড়ি যাবো?

    আমিই কি জানি? মনে হয়ে শীতের সময