চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্রী চাং ছি ইউয়ে ২৩ তিরিখে পেইচিংয়ে একটি সংবাদ সম্মেলনে বলেছেন , চীন পক্ষ মিসরের শার্ম এল শেইখে অনুষ্ঠিত ইরাক সমস্যা সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনের উপর গুরুত্ব দেয় ।
তিনি বলেছেন , বর্তমানে ইরাকে যে ক্রমাগত চাঞ্চল্য বিরাজ করছে , তাতে চীন পক্ষ উদ্বেগ আর মনোযোগ প্রকাশ করেছে । চীন পক্ষ আশা করে যে , ইরাকে যতো তাড়াতাড়ি সম্ভব স্থিতিশীলতা পুনরুদ্ধার হবে , সাধারণ নির্বাচন সময়মতো অনুষ্ঠিত হবে এবং ইরাকী জনগণের স্থিতিশীল ও শান্তিপূর্ণ জীবনযাপনের জন্য পুনঃপ্রতিষ্ঠার কাজ যথাশীঘ্রই চালানো হবে বলেও তিনি সংগে সংগে আশা প্রকাশ করেছেন ।
|