 আমি আপনাদের জন্যে একটি খুবই সুন্দর গানের প্রস্তুতি নিয়েছি । তা হচ্ছে চীনের শিল্পী ইয়াং খুয়েনয়ের গাওয়া " যা নির্ধারণ করা যায় না " নামে একটি সুন্দর গান ।
----গান ১----
গানের কথা হলো:
আগেভাগে বলে দেয়া যায় না
কে কাকে ভালোবাসবে ।
সুখ হচ্ছে একটি ক্ষণস্থায়ী সুন্দর অনুভুতি ।
প্রেমের ক্ষেত্রের ,
ভুল বা সঠিক , একটি স্পষ্ট সীমানা নেই ,
তাই , একটি নিখুঁত প্রেম খুজেঁ বের করা যায় না ।
এটা হচ্ছে একটি সুন্দর গান , তাই না ? গত বছরে এই গানটি ছিলোখুবই জনপ্রিয় । প্রায়ই প্রত্যেক যুবক-যুবতীর কন্ঠেএই গানটি শোনা যেত ।
ইয়াং খুয়েন তার বৈশিষ্ট্যময় কন্ঠের কল্যাণে , বার্ষিক দশটি উত্কৃষ্ট গানের পুরস্কার আর সবচেয়ে সমাদৃত গায়কের পুরস্কার পেয়েছেন । তাছাড়া , চীনের মুল-ভূভাগের গণ-মাধ্যমের বিচারে , তিনি হলেন এশিয়ার প্রতিভাবান গায়ক , তাঁর ভবিষ্যত্ খুবই উজ্জ্বল ।
এই গানের কথা আর সুর ও ইয়াং খুয়েন নিজেই রচনা করেছেন । এই গানটি প্রচারের পর , তার সহজ কথা আর প্রাঞ্জলসুন্দর সুর খুব দ্রুত ব্যাপক যুবক-যুবতীদের দৃষ্টি আকর্ষণ করেছে ।
|