চীনের কৃষিমন্ত্রী তু ছিন লিন চীনের "ছিউ সি" পত্রিকার সাম্প্রতিকতম সংখ্যায় প্রকাশিত তার একটি প্রবন্ধে বলেছেন , মূলত: চীনের খাদ্য সমস্যা সমাধান করতে হলে খাদ্য উত্পাদনের সার্বিক ক্ষমতার গঠন জোরদার করতে হবে এবং খাদ্য উত্পাদনের স্থিতিশীল বিকাশ নিশ্চিত করার দীর্ঘকালিন ব্যবস্থা গড়ে তুলতে হবে ।
তু ছিন লিন তার প্রবন্ধে বলেছেন , চীন পৃথিবীর নয় শতাংশেরও কম আবাদী জমি দিয়ে পৃথিবীর প্রায় একুশ শতাংশ জনসংখ্যা লালন করছে । কিন্তু চীনের খাদ্য উত্পাদনের ভিত্তি এখনো মজবুত নয় । বিশেষ করে পরবর্তী একটি বেশ দীর্ঘ সময়পর্বে জনসংখ্যা বৃদ্ধি ও সামাজিক বিকাশের সংগে সংগে খাদ্যের চাহিদা অবিরাম বাড়তে থাকবে ।
তু ছিন লিন বলেছেন , চীনের খাদ্য উত্পাদনের স্থিতিশীল বিকাশ নিশ্চিত করার জন্য ভবিষ্যতে চীন আবাদী জমি রক্ষার মাত্রা বাড়াতে থাকবে এবং আবাদী জমির গুনগত মান উন্নত করতে থাকবে , খাদ্য উত্পাদন বৃদ্ধির উপায় পরিবর্তন করে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির উপর নির্ভর করে খাদ্য উত্পাদন বাড়ানোর প্রচেষ্টা চালাবে ,কৃষিজমির বুনিয়াদী ব্যবস্থা গঠন খাতে অর্থবরাদ্দ বাড়াবে , এবং একই সময় নীতির ক্ষেত্রে প্রাধান্য দেয়া ও ভর্তুকি দেয়ার ব্যবস্থা গ্রহণ করে খাদ্য উত্পাদনের ক্ষেত্রে কৃষকদের সক্রিয়তা উদ্বুদ্ধ করবে ।
|