v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2004-11-19 16:13:48    
শেনসি প্রদেশের কৃষিকদের নব্বই কোটি ইউয়ান রেনমিনপিরও বেশী প্রত্যক্ষ উপকার হয়েছে

cri
   চীনের শেনসি প্রদেশ এ বছর কৃষিজাত বিশেষ দ্রব্য কর বাতিল, কৃষি করের হার কমানো , খাদ্যশস্য ভরতুকি বিতরণ ইত্যাদি চীনের কৃষকদের অনুকূল ধারাবাহিক নীতি প্রকাশ করেছে । ফলে গোটা প্রদেশের কৃষকদের নব্বই কোটি ইউয়ান রেনমিনপিরও বেশী প্রত্যক্ষ উপকার হয়েছে ।

    শেনসি প্রদদেশে এ বছর তামাক ছাড়া অন্যান্য কৃষিজাত বিশেষ দ্রব্যের কর বাতিল করা হয়েছে । গোটা প্রদেশে কৃষিকরও সাত শতাংশ থেকে নেমে ছয় শতাংশ হয়েছে । প্রাথমিক হিসাব অনুযায়ী , গোটা প্রদেশের কৃষকরা গত বছরের তুলনায় এ বছর তেপান্ন কোটি ইউয়ান রেনমিনপি'র কম কৃষিকর ও কৃষিজাত বিশেষ দ্রব্য কর দিয়েছেন । এ বছর থেকে উত্তর শানসি প্রদেশের প্ররোনো বিপ্লবী ঘাঁটি এলাকার ইয়েননান ও ইয়ুলিন দুটি শহর যাবতীয় কৃষিকর মওকুফের সিদ্ধান্ত নিয়েছে । সিয়ান , সিয়েন ইয়াং ইত্যাদি এলাকা দরিদ্র কৃষক ও প্রাকৃতিক দুর্যোগকবলিত কৃষকদের কৃষিকর মওকুফ করেছে । গোটা প্রদেশে মোট প্রায় বিশ কোটি ইউয়ান রেনমিনপি মূল্যের কৃষিকর মওকুফ করা হয়েছে ।

    শানসি প্রদেশ সরকার খাদ্য ঝুঁকি তহবিল থেকে পনেরো কোটি ইউয়ান রেনমিনপি বের করে গোটা প্রদেশের বত্রিশটি প্রধান প্রধান খাদ্য উত্পাতন জেলার খাদ্যশস্য চাষীদের সরাসরি ভরতুকি তেয়ার সিদ্ধান্ত নিয়েছে । এ বছর গোটা প্রদেশের প্রায় তিনশো একর আয়তনের খাদ্যশস্য চাষের জমিকে সরাসরি ভরতুকি দেয়া নির্ধারন করা হয়েছে । । জুন মাসের শেষ নাগাদ গোটা প্রদেশে মোট চৌদ্দ কোটি ত্রিশ লক্ষ ইউয়ান রেনমিনপি মূল্যের খাদ্যশস্য ভরতুকি বিতরন করা হয়েছে । শানসি প্রদেশ এ বছর জমি হস্তান্তর তহবিল থেকে সাড়ে তিন কোটি ইউয়ান রেনমিনপি বের করে গোটা প্রদেশে বসন্তকালে প্লাস্তিক ফিল্মের সাহায্যে ভুট্টা চাষীদের প্লাস্তিক ফিল্ম ভরতুকিও দিয়েছে । তাছাড়া উন্নত ধরনের খাদ্যশস্যের উচ্চ ফলনের প্রযুত্তি জনপ্রিয় করে তোলার জন্য শানসি প্রদেশ আশি লক্ষ ইউয়ান রেনমিনপি'র বিশেষ তহবিলও গঠন করেছে । ইয়েননান শহরের অর্থ বিভাব এবছর গ্রামান্চলের অবকাঠামো নির্মানখাতে পাঁচ কোটি ত্রিশ লক্ষ ইউয়ান রেনমিনপি অর্থ বরাদ্দের ব্যবস্থাও নিয়েছে ।

    শানসি প্রদেশ হচ্ছে একটি বৃহত্ খাদ্য ও ফলমূল উত্পাদনকারী প্রদেশ । কৃষিজাত বিশেষ দ্রব্য কর বাতিলের ফলে একরপ্রতি ফলগাছের ক্ষেতের আয় বেড়েছে পাঁচ শো ইউয়ান রেনমিনপি'রও বেশী । গোটা প্রদেশে প্রতিটি ফলচাষী পরিবারের গড়পড়তা বোঝা গত বছরের তুলনায় দু'শো ইউয়ান কমেছে । এ বছর গোটা শানসি প্রদেশে মোট চৌত্রিশ লক্ষ সত্তর হাজার কৃষক পরিবার সরাসরি খাদ্য ভরতুকি পেয়েছে । প্রতিটি কৃষক পরিবারের গড়পড়তা আয় একচল্লিশ দশমিক দুই ইউয়ান বেড়েছে । ইয়েননান শহরে কৃষিকর মওকুফের ফলে কৃষকদের বোঝা নয় কোটি ইউয়ান রেনমিনপি কমেছে । কৃষকদের মাথাপিছু গড়পড়তা বোঝা আটান্ন ইউয়ান কমেছে । "বেশী দেয়া" ও "কম নেয়া"র নীতি প্রবর্তনের ফলে গোটা প্রদেশের কৃষকদের উত্পাদনের উদ্দীপনা বিরাটমাত্রায় বেড়েছে । বত্রিশটি ফল উত্পাদনকারী জেলায় শানসি প্রদেশের কৃষি বিভাবের চালানো নমুনাওয়ারী জরীপ অনুযায়ী , এ বছরের প্রথম কোয়ার্টারেই ফল বাগানে একরপ্রতি উত্পাদনে কৃষকদের বরাদ্দ দাঁড়িয়েছে চার শো সাতান্ন দশমিক ছয় আট ইউয়ান রেনমিনপি , অর্থাত্ আগের বছরগুলোর তুলনায় বিপুলমাত্রায় বেড়েছে ।