চীনের শেনসি প্রদেশ এ বছর কৃষিজাত বিশেষ দ্রব্য কর বাতিল, কৃষি করের হার কমানো , খাদ্যশস্য ভরতুকি বিতরণ ইত্যাদি চীনের কৃষকদের অনুকূল ধারাবাহিক নীতি প্রকাশ করেছে । ফলে গোটা প্রদেশের কৃষকদের নব্বই কোটি ইউয়ান রেনমিনপিরও বেশী প্রত্যক্ষ উপকার হয়েছে ।
শেনসি প্রদদেশে এ বছর তামাক ছাড়া অন্যান্য কৃষিজাত বিশেষ দ্রব্যের কর বাতিল করা হয়েছে । গোটা প্রদেশে কৃষিকরও সাত শতাংশ থেকে নেমে ছয় শতাংশ হয়েছে । প্রাথমিক হিসাব অনুযায়ী , গোটা প্রদেশের কৃষকরা গত বছরের তুলনায় এ বছর তেপান্ন কোটি ইউয়ান রেনমিনপি'র কম কৃষিকর ও কৃষিজাত বিশেষ দ্রব্য কর দিয়েছেন । এ বছর থেকে উত্তর শানসি প্রদেশের প্ররোনো বিপ্লবী ঘাঁটি এলাকার ইয়েননান ও ইয়ুলিন দুটি শহর যাবতীয় কৃষিকর মওকুফের সিদ্ধান্ত নিয়েছে । সিয়ান , সিয়েন ইয়াং ইত্যাদি এলাকা দরিদ্র কৃষক ও প্রাকৃতিক দুর্যোগকবলিত কৃষকদের কৃষিকর মওকুফ করেছে । গোটা প্রদেশে মোট প্রায় বিশ কোটি ইউয়ান রেনমিনপি মূল্যের কৃষিকর মওকুফ করা হয়েছে ।
শানসি প্রদেশ সরকার খাদ্য ঝুঁকি তহবিল থেকে পনেরো কোটি ইউয়ান রেনমিনপি বের করে গোটা প্রদেশের বত্রিশটি প্রধান প্রধান খাদ্য উত্পাতন জেলার খাদ্যশস্য চাষীদের সরাসরি ভরতুকি তেয়ার সিদ্ধান্ত নিয়েছে । এ বছর গোটা প্রদেশের প্রায় তিনশো একর আয়তনের খাদ্যশস্য চাষের জমিকে সরাসরি ভরতুকি দেয়া নির্ধারন করা হয়েছে । । জুন মাসের শেষ নাগাদ গোটা প্রদেশে মোট চৌদ্দ কোটি ত্রিশ লক্ষ ইউয়ান রেনমিনপি মূল্যের খাদ্যশস্য ভরতুকি বিতরন করা হয়েছে । শানসি প্রদেশ এ বছর জমি হস্তান্তর তহবিল থেকে সাড়ে তিন কোটি ইউয়ান রেনমিনপি বের করে গোটা প্রদেশে বসন্তকালে প্লাস্তিক ফিল্মের সাহায্যে ভুট্টা চাষীদের প্লাস্তিক ফিল্ম ভরতুকিও দিয়েছে । তাছাড়া উন্নত ধরনের খাদ্যশস্যের উচ্চ ফলনের প্রযুত্তি জনপ্রিয় করে তোলার জন্য শানসি প্রদেশ আশি লক্ষ ইউয়ান রেনমিনপি'র বিশেষ তহবিলও গঠন করেছে । ইয়েননান শহরের অর্থ বিভাব এবছর গ্রামান্চলের অবকাঠামো নির্মানখাতে পাঁচ কোটি ত্রিশ লক্ষ ইউয়ান রেনমিনপি অর্থ বরাদ্দের ব্যবস্থাও নিয়েছে ।
শানসি প্রদেশ হচ্ছে একটি বৃহত্ খাদ্য ও ফলমূল উত্পাদনকারী প্রদেশ । কৃষিজাত বিশেষ দ্রব্য কর বাতিলের ফলে একরপ্রতি ফলগাছের ক্ষেতের আয় বেড়েছে পাঁচ শো ইউয়ান রেনমিনপি'রও বেশী । গোটা প্রদেশে প্রতিটি ফলচাষী পরিবারের গড়পড়তা বোঝা গত বছরের তুলনায় দু'শো ইউয়ান কমেছে । এ বছর গোটা শানসি প্রদেশে মোট চৌত্রিশ লক্ষ সত্তর হাজার কৃষক পরিবার সরাসরি খাদ্য ভরতুকি পেয়েছে । প্রতিটি কৃষক পরিবারের গড়পড়তা আয় একচল্লিশ দশমিক দুই ইউয়ান বেড়েছে । ইয়েননান শহরে কৃষিকর মওকুফের ফলে কৃষকদের বোঝা নয় কোটি ইউয়ান রেনমিনপি কমেছে । কৃষকদের মাথাপিছু গড়পড়তা বোঝা আটান্ন ইউয়ান কমেছে । "বেশী দেয়া" ও "কম নেয়া"র নীতি প্রবর্তনের ফলে গোটা প্রদেশের কৃষকদের উত্পাদনের উদ্দীপনা বিরাটমাত্রায় বেড়েছে । বত্রিশটি ফল উত্পাদনকারী জেলায় শানসি প্রদেশের কৃষি বিভাবের চালানো নমুনাওয়ারী জরীপ অনুযায়ী , এ বছরের প্রথম কোয়ার্টারেই ফল বাগানে একরপ্রতি উত্পাদনে কৃষকদের বরাদ্দ দাঁড়িয়েছে চার শো সাতান্ন দশমিক ছয় আট ইউয়ান রেনমিনপি , অর্থাত্ আগের বছরগুলোর তুলনায় বিপুলমাত্রায় বেড়েছে ।
|