গ্রীসের রাজধানী এথেন্সে অনুষ্ঠিত দ্বিতীয় ওলিম্পিক গেমসে মার্কিন ক্রিড়াবিদরা চমত্কার নৈপূন্য দেখিয়ে ছিলেন বলে ১৯০১ সালের মে মাসের ২১তারিখে আয়োজিত আন্তর্জাতিক ওলিম্পিক কমিটির চতুর্থ অধিবেশনে তৃতীয় ওলিম্পিক গেমস যুক্তরাষ্ট্রের সেন্টলুইসে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় ।
১৯০৫ সালের পয়লা জুলাই থেকে ২৩শে নভেম্বার পর্যন্ত যুক্তরাষ্ট্রের সেন্টলুইসে তৃতীয় ওলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় । সেবার ওলিম্পিক গেমস পাঁচ মাস চলে , যা ওলিম্পিক গেমসের ইতিহাসে প্যারিস দ্বিতীয় ওলিম্পিক গেমসের পর আরেকটি দীর্ঘস্থায়ী গেমস । অনেক দূরত্বের কারণে এবং আসা যাওয়ার খরচ দিতে অক্ষম বলে ফ্রান্সসহ অনেক ইউরোপীয় দেশ এই ওলিম্পিক গেমসে অনুপস্থিত ছিলো । পরিসংখ্যান অনুযায়ী , ইউরোপ মহা-দেশে শুরু বৃটেন , জার্মানী , গ্রীস ,নরওয়ে অস্ট্রিয়া , হাংগেরি , সুইজার্ল্যান্ড এ সাতটি দেশের ৪১ জন ক্রিড়াবিদ এই ওলিম্পিক গেমসে যোগ দেন । তাদের মধ্যে অনেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত স্বদেশী ছাত্র-ছাত্রী এবং প্রবাসী । ইউরোপ ছাড়া , কিউবা , ক্যানাডা , অষ্ট্রেলিয়া , স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র এবং প্রথম বারের মতো ওলিম্পিক গেমসে অংশ-নেয়া দক্ষিণ আফ্রিকা নিজ নিজ দেশের ক্রিড়াবিদদের সেবার ওলিম্পিক গেমসে পাঠায় । অবশেষে মোট ১২ টি দেশের ৬৮১ জন ক্রিড়াবিদ তৃতীয় ওলিম্পিক গেমসে যোগ দেন । ৬৮১ জনের মধ্যে ছিলেন মাত্র আট জন নারী ক্রিড়াবিদ । এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য, সেবার ওলিম্পিক গেমসে শ্বেতাংগ আর কৃষনাংগের মধ্যে আলাদা আলাদাভাবে প্রতিযোগিতার আয়োজন করা হয় । সেবার ওলিম্পিক গেমসে মোট ১৪টি বড় ইভেন্ট অন্তর্ভুক্ত হয় । তবে আগের তুলনায় বেশ কিছু ইভেন্টে কিছুটা পরিবর্তন হয় । দ্বিতীয় ওলিম্পিক গেমসে যে ঘোড়সওয়ারী , ইয়টিং , সাইক্লিং ,সুটিং প্রভুতি প্রতিযোগিতা ছিলো তৃতীয় ওলিম্পিক গেমসে তা বাদ দেয়া হয় । কিন্তু মুষ্টিযুদ্ধ ,হকি , কুস্তি ,ভারোত্তোলন ইত্যাদি ইভেন্ট নতুন করে যুক্ত হয় । নারী ইভেন্টে সুটিং প্রতিযোগিতা অন্তর্ভুক্ত হয় । বাসকেটবল প্রতিযোগিতা প্রদর্শনী খেলা হিসেবে প্রথম বার ওলিম্পিক গেমসে অন্তর্ভুক্ত হয় । ভারোত্তোলন প্রতিযোগিতা বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয় । কুস্তি আর মুষ্টিযুদ্ধ ভার অনুসারে সাতটি শ্রেণীতে ভাগ করা হয় । প্রতিদ্বন্দ্বিতার নিয়মও কিছুটা পরিবর্তিত হয় । শ্রেণী অনুযায়ী প্রতিযোগিতা চালানো হলেও মুষ্টিযুদ্ধারা পিরোপা পাওয়ার পর উচ্চতর শ্রেণীর প্রতিযোগিতায় অংশ নিতে পারেন ।সেবার ওলিম্পিক গেমসে চার জন মুষ্টিযুদ্ধা এই নিয়মের অধিকার পেয়ে ছিলেন । তৃতীয় ওলিম্পিক গেমসে যে সব স্টেডিয়াম এবং জিমনেসিয়াম ব্যবহার করা হয় , সে গুলোর ব্যবস্থা দ্বিতীয় ওলিম্পিক গেমসের চাইতে কিছুটা উন্নত ছিলো । দৌড়-ঝাঁপ-নিক্ষেপ প্রতিযোগিতা ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সেন্টলুইস কলেজে অনুষ্ঠিত হয় । সাঁতার প্রতিযোগিতা প্রদর্শনী মেলার পাশে খনন করা একটি পুকুরে আয়োজিত হয় । কিন্তু প্রথম আর দ্বিতীয় ওলিম্পিক গেমসে সাঁতার প্রতিযোগিতা সাগরে অনুষ্ঠিত হয় । সুতরাং তৃতীয় ওলিম্পিক গেমসে সাঁতার প্রতিযোগিতার শর্ত অপেক্ষকৃত সন্তোষজনক ।
সেন্টলুইস ওলিম্পিক গেমসে প্রথমবার প্রতারণার কেলেংকারী ধরা পড়ে । ৩০শে আগষ্ট ম্যারাথন প্রতিযোগিতায় চ্যামপীয়ন মার্কিন দৌড়বিদ লুজির বিরূদ্ধে পথে গোপনে ১৭ কিলোমিটারের দূরে গাড়িতে বসে থাকার অভিযোগ করা হয় । সুতরাং শিরোপা মার্কিন যুক্তরাষ্ট্রের আরেক জন দৌড়বিদ শিকসের হাতে চলে যায় । কিন্তু হাস্যকর ব্যাপার হলো পরে জানা গেছে , গায়ের জোর বাড়ানোর জন্যে শিকস গন্তব্যস্থলের কাছে সাত মাইল দূরে তার গায়ে দুটো উত্তেজক পদার্থের ইনজেকশন নেন এবং এক পেয়ালা ফরাসী ব্রানডি পান করেন । সেবার ওলিম্পিক গেমসের সবচেয়ে বড় বিফলতা হলো সাংগঠনিক কমিটির বৈষম্যমূলক প্রতিযোগিতার আয়োজন । এ ধরনের বৈষম্যমূলক তত্পরতা জনসাধারণের মধ্যে ক্রোধের ঝড় তোলে । যখন চেয়ারম্যান কুবাইটান এই খবর শুনেন , তখন তিনি ক্রোধের সংগে এই তত্পরতার নিন্দা করেন । তিনি পরবর্তীকালের ওলিম্পিক গেমসে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে তিনি আশা প্রকাশ করেন ।
তৃতীয় ওলিম্পিক গেমসে বিদেশী ক্রিড়াবিদের সংখ্যা এক শোরও কম ছিল । কোনো কোনো ইভেন্ট যেমন ওয়াটার-পোলো তীরন্দাজি প্রতিযোগিতা ,লন টেনিস , কুস্তি, মুষ্টিযুদ্ধ ইত্যাদি প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের সবাই ছিলেন মার্কিনী মনে হচ্ছিল যেন যক্তরাষ্ট্রের জাতীয় গেমস । দৌড়-ঝাঁপ-নিক্ষেপ প্রতিযোগতায় ক্যানাডা আর বৃটেন যথাক্রমে একটি স্বর্ণপদক অর্জন করা ছাড়াও বাকী সবই মার্কিনীরাই পায় । মোট দশ জন ক্রিড়াবিদের প্রত্যেকেই তিনটিরও বেশী স্বর্ণপদক অর্জন করেন জিমন্যাস্টিক প্রতিযোগিতায় মার্কিন জিমন্যাষ্ট হাইডার পাঁচ বার শীরোপা পেয়ে সেবারকার ওলিম্পিক গেমসে সবচেয়ে বেশী শিরোপা বিজয়ী হন । দৌঁড়-ঝাঁপ-নিক্ষেপ প্রতিযোগিতায় ১৩টি ওলিম্পিক রেকর্ড ভেংগে দেয়া হয় । তাদের মধ্যে তিনটি ছিলো বিশ্ব রেকর্ড ।
দ্বিতীয় ওলিম্পিক গেমসের মতো দর্শকদের আর্কষণের জন্য তৃতীয় ওলিম্পিক গেমস চলার সময়েও বিশ্ব পদর্শনীর আয়োজন করা হয় , কিন্তু লোকেরা বিশ্ব প্রদর্শনীর দিকে বেশী মনোযোগ দেন , ওলিম্পিক গেমসের উপর দর্শকদের আগ্রহ বেশী ছিলো না । আন্তর্জাতিক ওলিম্পিক কমিটি এবং ক্রিড়া মহলের ব্যক্তিরা তীব্রভাবে উপলদ্ধি করেন , ওলিম্পিক গেমস এবং বিশ্ব প্রদর্শনী এক সংগে আয়োজন করা একটি ব্যর্থ প্রচেষ্টা । বিশ্ব প্রদর্শনীর আয়োজনের পাশাপাশি ওলিম্পিক গেমসের প্রভাব বাড়তে পারে না বরং দুর্বল হয়ে যায় ।
|