v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2004-11-18 14:21:27    
সংগীত সাগর

cri
    কিভাবে আমরা আনন্দ লাভ করবো? এটা খুবই সহজ , তা হলো কিছু আনন্দময় গান শুনি , কিছু মজার গল্প শুনি এবং কিছু হাসি-খুশি বন্ধুর সংগে গল্প করি । আমি হতাশার সময়ে , এসক উপায় অবলম্বন করেছি , এটা খুবই কার্যকর। তাই কষ্টের সময়ে আপনারাও তা পরখ করে দেখুন , হয়তো কিছুটা হলেও আনন্দ পাবেন ।

    জীবনের কষ্ট-দু:খগুলো জিইয়ে না রেখে ভোলার চেষ্টা করা উচিত। তবে , কখনো-কখনো তা করা সহজ নয় । এই সময় মনকে সতেজ রাখার জন্যে আমরা কি করতে পারি ? আমরা দেখেছি , এ ধরনের পরিস্থিতিতে কিছু লোক গান শুনেন , কিছু লোক সিনেমা দেখেন , কিছু লোক প্রিয় খাবার খান , কিছু লোক বই পড়েন , কিছু লোক বন্ধুর সংগে গল্প করেন । এর প্রতিটি পদ্ধতিই কম-বেশী কার্যকর বলে আমার অভিজ্ঞতা হয়েছে । তবে প্রিয় খাবার খেয়ে কষ্ট ভোলার পদ্ধতিটা আমার দৃষ্টিতে কোনো আদর্শ উপায় নয় । কারণ , আপনি আরো মোটা হবেন । এ ক্ষেত্রে আমার সবচেয়ে প্রিয় উপায় হচ্ছে গান শোনা এবং গল্প করা ।

    ওকে , এখন আমার সংগে একটি গান শুনুন , তার পর আমি গান শোনা আর বন্ধুর সংগে গল্প করার উপকারিতা সম্বন্ধে কিছু বলবো ।

    গানের কথা হলো:

    কফি খুবই তেতো ,

    গুড় খুবই মিষ্টি ,

    আমি সকল স্বাদইপছন্দ করি ।

    হয়তো তাত্ক্ষণিক , হয়তো স্থায়ী ,

    আমাদের জীবনে আনন্দ আছে , আছে বেদনাও ।

    কিন্তু আমি শুধু তোমার সংগে আনন্দের ভাগী হতে চাই ।

    আমার প্রিয় বন্ধুরা , এখন আপনারা যে গানটি শুনছেন , তা হলো চীনের শিল্পী ফুসু-য়ের গাওয়া " আর নয় হতাশা" নামে একটি সুন্দর গান । আপনাদের পছন্দ হয়েছে ?

    আচ্ছা , এখন আমি এই দুটো বিষয় ব্যাখ্যা করবো । মহাকবি শেক্সপীয় বলেছেন , সংগীত হচ্ছে হৃদয়ের ভাষা । কারণ , সংগীতে জীবনের সব ধরণের অনুভুতি আছে । আশা-নিরাশা , হাসি-বেদনা , টক-মিস্টি-ঝাল সবই আছে । শ্রুতিন্দ্রীয়ের মধ্য দিয়ে সংগীত যখন হৃদয়কে স্পর্শ করে , তখন আপনি তার সীমাহীন বিস্ময়রাজ্যে প্রবেশ করবেন , এবং ধাপে ধাপে জানবেন , আপনারা কষ্ট অনেক আর্ত-পীড়িত ও নি:স্বের দু:সহ যন্ত্রণার চেয়ে খুবই নগন্য , তখন আপনি ধীরে ধীরে হতাশা ত্যাগ করবেন । আর আমার কষ্টের সময়ে , আমি প্রথমে গান শোনার পথ বেছে নেই ।

    যদি আমার পছন্দের গান না পাই , তাহলে আমি আমার বন্ধুর সংগে গল্প করি । কারণ , মনের কথা আর কষ্ট বলার পর , বন্ধু আমাকে সাহায্য করে সমস্য বিশ্লেষণে । একই সমস্যায় প্রত্যেকেরই নিজস্ব প্রথক ধারণা আছে , তাই সময়মত আমরা যদি মনের কথা বন্ধুর কাছে বলি , হয়তো বন্ধু এ ক্ষেত্রে সুন্দর একটা সমাধান দিতে পারে । তা ছাড়া , মনের পাথর-চাপা কষ্ট অন্যের সংগে ভাগাভাগি করলে মনটাও একটু হাল্কা হয় ।

    আপনারা কি আমার এসব ধারণায় একমত ?

    এখন আপনাদের চীনের শিল্পী ছেন মিং -য়ের গাওয়া তোমার জন্য নামে একটি গান ।

    গানের অর্থ হলো :

    ইট-পাথরের এই শহরের বিরস কোলাহলে,

    মন লাগেরা কিছুতেই ,

    মন চায় বাতাসের মতো ,

    ডানা মেলে উড়ে যেতে আকাশে ।

    যখন শীতার্ত তুমি , আমি আমার লাবন্যে ,

    রোদ মেখে তোমাকে দেবো উপহার ,

    রাতে যখন তুমি পাশ ফিরে শোবে

    তখন প্রেম এসে তোমাকে আলিংগন করবে ।

    হ্যাঁ , বন্ধুরা , আপনাদের মনকে আনন্দে ভরে দিতে আমি এত কথা বলেছি । আমি আশা করি , আপনাদের সবার জীবন প্রতিদিন সাফল্যের আনন্দে ভালোবাসার স্নিগ্ধতায় ভরে থাক ।

    আমরা সবাই পেশাগত কাজে বা পড়া-শুনায় খুবই ব্যস্ত , তাই একটি সতেজ মন খুবই গুরুত্বপূর্ণ । আমার একজন বন্ধু প্রতিদিনই সুখী , এক দিন আমি তাকে প্রশ্ন করেছি যে , কেনো তুমি প্রতিদিন এতো খুশী ? তিনি মৃদু হেসে আমাকে বললেন , আমরা খুশী হই বা কষ্ট পাই , সময় চুপচাপ বয়ে চলে । আমরা যদি হতাশা হই বা রেগে যাই , তা কোনো সমস্যার সমাধান করবে না এবং সমস্যার সমাধানে কোনো সাহায্যও করবে না । তাই একটি সতেজ ও ফুরফুরে মন নিয়ে সক্রিয়ভাবে সমস্যামোকাবেলা করতে হবে । তার কথা শোনর পর , বহু দিন কেটেছে , এখন আমার মন আরো ভালো । তাই , আপনার কোনো কষ্ট থাকলে , আপনার বন্ধুকে বলুন , হয়তো তিনি আপনাকে অনেক কল্যানকর প্রস্তাব দেবেন ।

    আপনাদের আরো একটি সুন্দর গান উপহার দেবো , তা হলো চীনের শিল্পী ইয়াং খুন-য়ের গাওয়া একটি সুন্দর দিন নামে একটি গান ।

    গানের কথা হলো:

    আমি আনন্দের সাগরে অবগাহন করি ,

    এই অনুভূতি খুবই মিষ্টি ।

    সমস্তহতাশা ত্যাগ করে ,

    চলোআমার সংগে আনন্দ ভাগাভাগি করি ।

    একটি সুন্দর দিন , সব কিছুই দারুণ নিখুঁত ।

    আমি আশা করি , আপনাদের প্রতিদিন সুখী ও সুন্দর হবে । আমাদের জীবনে সতেজ মনের গুরুত্ব দিন দিন বাড়ছে , তাই এই অনুষ্ঠান প্রচার শুরু হবার পর , আমার প্রথম বেছে নেয়া বিষয়বস্তু হচ্ছে আনন্দ। আমার আশা , আমার আনন্দ সংক্রান্ত ধারণা আপনাদের সংগে উপভোগ এবং আদান-প্রদান করা । আমদের যোগাযোগের দুটো সহজ উপায় আছে , একটি ইমেইলের মাধ্যমে অন্যটি চিঠির মাধ্যমে । আমাদের ইমেইল ঠিকানা হচ্ছে popularsongs@hotmail.com । আপনারা আমাদের কাছে চিঠি পাঠালে , দয়া করে খামের উপর "সংগীত" কথাটি লিখবেন । আশা করি , আপনারা যত তাড়াতাড়ী সম্ভব আনন্দ সম্বন্ধে আপনাদের নিজস্ব ধারণা বা আপনাদের আনন্দ লাভের নিজস্ব উপায় আমাদের বলবেন । আমি এখানে আপনাদের তথ্যের অপেক্ষা করছি ।