v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2004-11-17 14:44:16    
সংগীত সাগর

cri
   

    আমি মনে করি, সংগীত হচ্ছে আমাদের জীবনে একটি অপরিহার্য অংশ । খুশী সময়ে , হতাশার সময়ে , পাওয়ার সময়ে , হারানোর সময়ে , আমরা সংগীতের প্রয়োজন অনুভব করি । তাই আমি আশা করি , সংগীতের মাধ্যমে আমরা অনুভুতি আদান-প্রদান করবো , এবং আমাদের মধ্যকার ব্যবধান কমবে ।

    আচ্ছা , শুরুতেই আপনাদের একটি সুন্দর গান উপহার দেবো। তা হলো চীনের শিল্পী থাও চে-য়ের গাওয়া আমি পছন্দ করি নামক একটি গান । নাম হচ্ছে : আমি পছন্দ করি । গানের কথা হলো:

    আমি দাঁড়াই , আমি বসি , আমি পথ চলি , আমি আশায় বুক বাঁধি

    আমি জানি , আমার মন মনের বাইরে চলে গেছে ,

    আমি জানি , একজন আনন্দিত আমি সেখানে তোমার অপেক্ষা করি ,

    আমি আনন্দের অনুভুতি পছন্দ করি ,

    আমি শুধু এক রকম সহজ আনন্দ অনুভব করতে চাই ,

    আমার বন্ধু , আমি আশা করি ,

    তোমার সংগে এই আনন্দের অনুভুতি ভাগাভাগি করবো।

    এই গানটি আপনাদের পছন্দ হয়েছে ? এই গানের নাম হচ্ছে আমি পছন্দ করি , আমি আশা করি ,আপনারা এই নতুন অনুষ্ঠান পছন্দ করবেন।

    আমি এই গানের কথা খুব পছন্দ করি , কারণ আপনাদের সংগে আনন্দিত গান শুনে আনন্দের অনুভুতি প্রকাশ করাই আমার ইচ্ছা । আমি আশা করি , আরো বেশী বন্ধু চিঠি বা ইমেইলের মাধ্যমে আপনাদের অনুভুতি আমাকে বলবেন । আমার ইমেলের ঠিকানা হলো: popularsongs@hotmail.com । ওকে , আমার প্রিয় বন্ধুরা , আনন্দ লাভ করা কিন্তু খুব সহজ । তা হচ্ছে কষ্টের কথা ভুলে যান । তাহলে সহজেই আপনি আরো সুখী হবেন।

    আমি মনে করি , আমাদের জীবনের পথে অনেক হতাশা আচ্ছে , কিস্তু তা ভুলতে হবে । কারণ , আনন্দ-বেদনা যাই থাক , আমাদের অব্যাহতভাবে এগিয়ে যেতে হবে । তাই কষ্টের স্মতিগুলো ঝেড়ে ফেলে দিন , তার পর , আমরা এক সংগে আনন্দিত মন নিয়ে আমাদের স্বপ্নের দিকে যাবো ।গানের নাম হচ্ছে <আনন্দিত স্বপ্ন> গানের কথা হলো:

    তুমি আমার রোদ ,

    তুমি আমাকে শক্তি দাও ,

    তুমি আমায় তুলে নাও , চলো একসাথে সুখের স্বর্গে প্রবেশ করি ।

    আমি এখন থেকে আমার সমস্ত প্রেম নিয়ে ,

    তোমার সংগী হবো ।

    প্রিয় বন্ধুরা , এখন আপনারা যে গানটি শুনছেন , তা হলো চীনের শিল্পী সুন নান-য়ের গাওয়া সুখের স্বপ্ন নামে একটি গান । গানটি ভালো লেগেছে ?

    এই গানের নামের মতো , আমি বিশ্বাস করি , প্রত্যেকেরই একটি সুখের স্বপ্ন আছে । যদি আপনি একজন ছাত্র বা ছাত্রী , হয়তো আপনার স্বপ্ন হচ্ছে জীবনে সাফল্য পাওয়া , যদি আপনি একজন অফিসার , হয়তো আপনার স্বপ্ন হচ্ছে আপনার নেতার প্রশংসা পাওয়া , যদি আপনি একজন কৃষক , হয়তো আপনার স্বপ্ন হচ্ছে এবছরে ভালো ফসল পাওয়া , কিন্তু এখন আমার বৃহত্তম স্বপ্ন হচ্ছে আরো বেশী বন্ধু আমার অনুষ্ঠান পছন্দ করেন । এবং আমি আশা করি , আরো বেশী বন্ধু আমার অনুষ্ঠানে যোগ দেবেন । অনুষ্ঠান সম্পর্কে আমার একটি পরিকল্পনা আছে , তা হলো , এখন থেকে , প্রতি মাসে একটি নতুন বিষয়বস্তুর ভিত্তিতে অনুষ্ঠান প্রচার করবো , যেমন , এই মাসের বিষয়বস্তু হলো আনন্দ , হয়তো আগামী মাসের বিষয়বস্তু হবে প্রেম , তার পর আত্মীয়সজন , তার পর বন্ধু ইত্যাদি ইত্যাদি , এই সম্পর্কে আপনাদের মতামত কি ? কারণ এটি হচ্ছে একটি নতুন সংযোজন , তাই আপনাদের কোনো প্রস্তাব থাকলে আমার কাছে চিঠি বা ইমেইল পাঠাবেন । আমি আন্তরিকভাবে আপনাদের তথ্যের অপেক্ষা করবো।

    জীবনে অনেক ধরনের আনন্দ আছে । আপনার আনন্দ কেমন ? আমার আনন্দ হচ্ছে আমি আমার সকল প্রিয়জনের সংগে থাকবো , এবং আপনাদের সমর্থন পাবো ।

    এখন আপনাদের চীনের গায়ক চেন মিং-য়ের গাওয়া আনন্দময় নিবাস নামে একটি গান উপহার দেবো ।

    গানের কথা এমনি ,

    আমার সাথে চলো ,

    ভোর হলে আমরা রওয়ানা হবো ।

    স্বপ্ন থেকে জেগে উঠার পর মনে আর ভয় নেই ।

    একটা জায়গা আছে , সেটা হলো আনন্দময় নিবাস ।

    তা কাছে থাকে আমার মনে ,

    তা দূরে থাকে আকাশের অসীমে ।

    আশা করি , আমাদের এই অনুষ্ঠান হবে আপনাদের আনন্দময় নিবাস । এটা আমার আন্তরিক ইচ্ছা ।

    অনুষ্ঠানের শেষে , আমি বলতে চাই , আমি সংগীত খুব পছন্দ করি , আমি আপনাদের আনন্দ দিতে উদগ্রীব। তাই আমি আশা করি , আপনাদের সাহায্যে এই অনুষ্ঠান দিন দিন ভালো হবে । আপনাদের মনের কথা , কোনো প্রস্তাব আমার কাছে চিঠি বা ইমেল দিয়ে জানাবেন । কিন্তু আপনি চিঠি পাঠালে , দয়া করে খামের উপর "সংগীত" কথাটি লিখবেন ।