
আমি মনে করি, সংগীত হচ্ছে আমাদের জীবনে একটি অপরিহার্য অংশ । খুশী সময়ে , হতাশার সময়ে , পাওয়ার সময়ে , হারানোর সময়ে , আমরা সংগীতের প্রয়োজন অনুভব করি । তাই আমি আশা করি , সংগীতের মাধ্যমে আমরা অনুভুতি আদান-প্রদান করবো , এবং আমাদের মধ্যকার ব্যবধান কমবে ।
আচ্ছা , শুরুতেই আপনাদের একটি সুন্দর গান উপহার দেবো। তা হলো চীনের শিল্পী থাও চে-য়ের গাওয়া আমি পছন্দ করি নামক একটি গান । নাম হচ্ছে : আমি পছন্দ করি । গানের কথা হলো:
আমি দাঁড়াই , আমি বসি , আমি পথ চলি , আমি আশায় বুক বাঁধি
আমি জানি , আমার মন মনের বাইরে চলে গেছে ,
আমি জানি , একজন আনন্দিত আমি সেখানে তোমার অপেক্ষা করি ,
আমি আনন্দের অনুভুতি পছন্দ করি ,
আমি শুধু এক রকম সহজ আনন্দ অনুভব করতে চাই ,
আমার বন্ধু , আমি আশা করি ,
তোমার সংগে এই আনন্দের অনুভুতি ভাগাভাগি করবো।
এই গানটি আপনাদের পছন্দ হয়েছে ? এই গানের নাম হচ্ছে আমি পছন্দ করি , আমি আশা করি ,আপনারা এই নতুন অনুষ্ঠান পছন্দ করবেন।
আমি এই গানের কথা খুব পছন্দ করি , কারণ আপনাদের সংগে আনন্দিত গান শুনে আনন্দের অনুভুতি প্রকাশ করাই আমার ইচ্ছা । আমি আশা করি , আরো বেশী বন্ধু চিঠি বা ইমেইলের মাধ্যমে আপনাদের অনুভুতি আমাকে বলবেন । আমার ইমেলের ঠিকানা হলো: popularsongs@hotmail.com । ওকে , আমার প্রিয় বন্ধুরা , আনন্দ লাভ করা কিন্তু খুব সহজ । তা হচ্ছে কষ্টের কথা ভুলে যান । তাহলে সহজেই আপনি আরো সুখী হবেন।
আমি মনে করি , আমাদের জীবনের পথে অনেক হতাশা আচ্ছে , কিস্তু তা ভুলতে হবে । কারণ , আনন্দ-বেদনা যাই থাক , আমাদের অব্যাহতভাবে এগিয়ে যেতে হবে । তাই কষ্টের স্মতিগুলো ঝেড়ে ফেলে দিন , তার পর , আমরা এক সংগে আনন্দিত মন নিয়ে আমাদের স্বপ্নের দিকে যাবো ।গানের নাম হচ্ছে <আনন্দিত স্বপ্ন> গানের কথা হলো:
তুমি আমার রোদ ,
তুমি আমাকে শক্তি দাও ,
তুমি আমায় তুলে নাও , চলো একসাথে সুখের স্বর্গে প্রবেশ করি ।
আমি এখন থেকে আমার সমস্ত প্রেম নিয়ে ,
তোমার সংগী হবো ।
প্রিয় বন্ধুরা , এখন আপনারা যে গানটি শুনছেন , তা হলো চীনের শিল্পী সুন নান-য়ের গাওয়া সুখের স্বপ্ন নামে একটি গান । গানটি ভালো লেগেছে ?
এই গানের নামের মতো , আমি বিশ্বাস করি , প্রত্যেকেরই একটি সুখের স্বপ্ন আছে । যদি আপনি একজন ছাত্র বা ছাত্রী , হয়তো আপনার স্বপ্ন হচ্ছে জীবনে সাফল্য পাওয়া , যদি আপনি একজন অফিসার , হয়তো আপনার স্বপ্ন হচ্ছে আপনার নেতার প্রশংসা পাওয়া , যদি আপনি একজন কৃষক , হয়তো আপনার স্বপ্ন হচ্ছে এবছরে ভালো ফসল পাওয়া , কিন্তু এখন আমার বৃহত্তম স্বপ্ন হচ্ছে আরো বেশী বন্ধু আমার অনুষ্ঠান পছন্দ করেন । এবং আমি আশা করি , আরো বেশী বন্ধু আমার অনুষ্ঠানে যোগ দেবেন । অনুষ্ঠান সম্পর্কে আমার একটি পরিকল্পনা আছে , তা হলো , এখন থেকে , প্রতি মাসে একটি নতুন বিষয়বস্তুর ভিত্তিতে অনুষ্ঠান প্রচার করবো , যেমন , এই মাসের বিষয়বস্তু হলো আনন্দ , হয়তো আগামী মাসের বিষয়বস্তু হবে প্রেম , তার পর আত্মীয়সজন , তার পর বন্ধু ইত্যাদি ইত্যাদি , এই সম্পর্কে আপনাদের মতামত কি ? কারণ এটি হচ্ছে একটি নতুন সংযোজন , তাই আপনাদের কোনো প্রস্তাব থাকলে আমার কাছে চিঠি বা ইমেইল পাঠাবেন । আমি আন্তরিকভাবে আপনাদের তথ্যের অপেক্ষা করবো।
জীবনে অনেক ধরনের আনন্দ আছে । আপনার আনন্দ কেমন ? আমার আনন্দ হচ্ছে আমি আমার সকল প্রিয়জনের সংগে থাকবো , এবং আপনাদের সমর্থন পাবো ।
এখন আপনাদের চীনের গায়ক চেন মিং-য়ের গাওয়া আনন্দময় নিবাস নামে একটি গান উপহার দেবো ।
গানের কথা এমনি ,
আমার সাথে চলো ,
ভোর হলে আমরা রওয়ানা হবো ।
স্বপ্ন থেকে জেগে উঠার পর মনে আর ভয় নেই ।
একটা জায়গা আছে , সেটা হলো আনন্দময় নিবাস ।
তা কাছে থাকে আমার মনে ,
তা দূরে থাকে আকাশের অসীমে ।
আশা করি , আমাদের এই অনুষ্ঠান হবে আপনাদের আনন্দময় নিবাস । এটা আমার আন্তরিক ইচ্ছা ।
অনুষ্ঠানের শেষে , আমি বলতে চাই , আমি সংগীত খুব পছন্দ করি , আমি আপনাদের আনন্দ দিতে উদগ্রীব। তাই আমি আশা করি , আপনাদের সাহায্যে এই অনুষ্ঠান দিন দিন ভালো হবে । আপনাদের মনের কথা , কোনো প্রস্তাব আমার কাছে চিঠি বা ইমেল দিয়ে জানাবেন । কিন্তু আপনি চিঠি পাঠালে , দয়া করে খামের উপর "সংগীত" কথাটি লিখবেন ।
|