v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2004-11-16 18:19:11    
প্রাগৈতিহাসিক যুগের উপাখ্যান

cri
    চীনের প্রাচীন গ্রন্থসমূহে নানা-ধরণের মূল্যবান উপাখ্যান ও চরিত্রের উল্লেখ পাওয়া যায়। এই সব উপাখ্যানে বিবৃত সবচেয়ে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেনঃ হুয়াং তি, অর্থাত্ পীত সম্রাট। প্রবাদ, তিনি জেডনির্মিত অস্ত্র দিয়ে অন্যান্য উপজাতিদের বশীভূত করেছিলেন। প্রীত সম্রাটের পত্নী ছিলেন লেই জু। প্রবাদ, তিনি রেশমগুটি পালন প্রথা প্রবর্তন করেছিলেন। শুন নামে এক প্রবাদ পুরুষ লাক্ষা বস্তু প্রস্তুত-প্রণালী আবিষ্কার করেছিলেন। ইয়ু অথবা মহান ইয়ু ব্রোঞ্জ-নির্মিত অস্ত্র প্রয়োগ করে মিয়াও জাতিকে পরাভূত করেছিলেন। প্রবল বন্যার জল রোধ করবার উপায়ও সৃষ্টি করেছিলেন তিনি। এই সব উপাখ্যান বা লোককাহিনী থেকে জানা যায় যে, চীনের আদিম কমিউন সমজব্যবস্থায় না ছিল শ্রেণীবিভাগ ও ব্যক্তিগত সম্পত্তি অথবা না ছিল মানুষের প্রতি মানুষের শোষণ।

    সিয়া (খৃষ্টপূর্ব একবিংশ থেকে খৃষ্টপূর্ব সপ্তদশ শতাব্দী) এবং শাং (খৃষ্টপূর্ব সপ্তদশ থেকে খৃষ্টপূর্ব একাদশ শতাব্দী): প্রবাদ, একটি রাষ্ট্রের শাসক হিসেবে সিয়া রাজবংশই ছিল চীনের সর্বপ্রথম রাবংশ । এই রাজবংশের রাজা ছিলেন মহান বীর ইয়ু-এর পুত্র ছি। ছি'র পর তার বংশধরেরা রাজত্ব করেন। সিয়া রাজবংশের সর্বশেষ রাজা ছিলেন চিয়ে। শাং চিয়েকে পরাস্ত করে একটি নূতন রাজবংশ প্রতিষ্ঠিত করে।

    শাং অথবা ইন রাজবংশের সময় থেকে শুরু হয় চীনের লিখিত বিবরণের ইতিহাস। এই যুগের লিপি কিছু কিছু ব্রোঞ্জের উপর ঢালাই করে লিখিত হয়, কিছু কিছু কচ্ছপের খোলার উপর অথবা জন্তু-জানোয়ারের হাড়ের উপর খোদাই করে লিখিত হয়। এই সব লিপি প্রধানতঃ ছিল ছবিলিপি। শাং যুগের ব্রোঞ্জ-নির্মিত বস্তু তার পরের সব রাজত্বের যুগেই ভূগর্ভ থেকে পাওয়া যায়। আধুনিক যুগের প্রত্নতাত্ত্বিকেরা হোনান প্রদেশের আনইয়াং নামক স্থানে বহুবার খননকার্য চালিয়ে প্রচুর মূল্যবান বস্তু আবিষ্কার করেছেন। চেংচৌ নামক স্থানে ইন রাজত্বের সময়কার লোকেদের বসবাসকারী একটি শহরের লুপ্তাবশেষ এবং সাংস্কৃতিক বিষয়ের নিদর্শন বহু পরিমাণে আবিষ্কৃত হয়েছে। এসব থেকে জানা যায় যে এই শহরটি ছিল ইন লোকেদের সাংস্কৃতিক কেন্দ্র। কচ্ছপের খোলা এবং হাড়ের উপর খোদিত লিপি ১৮৯৯ সালে সর্বপ্রথম আনইয়াং জেলাভুক্ত সিয়াওথুন গ্রামের ইনের লুপ্তাবশেষ থেকে আবিষ্কৃত হয়। ১৮৯৯ সালের পর থেকে এখন পর্যন্ত বহু নিদর্শন ভূগর্ভ থেকে উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে অভিজ্ঞ পন্ডিতদের গবেষণার ফল থেকে আমরা জানতে পারি যে, এই সব লিপিতে ব্যক্ত হয়েছে তত্কালীন ভবিষ্যদ্বক্তাদের বিভিন্ন ঘটনা সম্বন্ধে তাদের ভবিষ্যদ্বাণী।