সম্প্রতি পেইচিং ওলিম্পিক গেমস ২০০৮ এর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের তারিখ নির্ধারন করা হয়েছে।২০০৮ সালের ৮ই অগ্যাষ্ট সন্ধ্যা আটটায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে।সম্প্রতি পেইচিং শহরের মেয়র ওয়াং জি শান এই তথ্য ঘোষণা করার সময়ে বলেছেন, অগ্যাষ্ট মাসের প্রথম দিকে পেইচিংয়ে গরমের দিন বলে অগ্যাষ্ট মাসের শেষ দিকে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের কথা ছিল। তবে, তখন ইউরোপ আর লাদিন আমেরিকায় ছুটির সময় এবং মার্কিন উন্মুক্ত টেনিস প্রতিযোগিতা আর বেসবল লীগ প্রতিযোগিতার সময় পরিবর্তন করা যায় না বলে অবশেষে পেইচিং ওলিপিক গেমস আয়োজনের তারিখ অগ্যাষ্ট মাসের প্রথম দিকে নির্ধারন করা হয়েছে।
গত ৭ই নভেম্বর অনুষ্ঠিত সিউল আন্তর্জাতিক মারাথন প্রতিযোগিতা ২০০৪ অথার্ত নবম এশিয় মারাথন প্রতিযোগিতায় চীনের দৌড়বিদ জেন সু চিন দু ঘন্টা ৩৬ মিনিট ২২ সেকেন্ট সময় নিয়ে নারী গ্রুপের শিরোপা অর্জন করেছেন।
২০০৪ সালের বিশ্ব কাপ ব্যাটমিন্টন প্রতিযোগিতার শেষ ধাপের প্রতিযোগিতা গত ৭ই নভেম্বর ব্রাজিলে সমাপ্ত হয়েছে।চীনের প্রতিযোগিরা ২টি স্বর্ণ পদক, ২টি রৌপ্য পদক এবং ৩টি ব্রোন্জ পদক অর্জন করেছেন।এ বছরের বিশ্ব কাপের চূড়ান্ত ফাইনাল প্রতিযোগিতা আগামী ডিসেম্বর বৃটেনের বার্মিংহামে অনুষ্ঠিত হবে।
প্রথম ওলিম্পিক অর্থনীতি ও শহর উন্নয়ন আর সহযোগিতা সংক্রান্ত ফোরাম গত ৬ই নভেম্বর পেইচিংএ শুরু হয়েছে।দেশ-বিদেশের বিশেষজ্ঞরা এই ফোরামে অংশ নিয়েছেন।
গত ৬ই নভেম্বর পেইচিংএ অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রীড়া ফোরামে উত্তর আমেরিকান পেশাদার বেসবল সংঘ অর্থাত এম এল বির উচ্চ পদস্থ কর্মকর্তারা বলেছেন, ২০০৮ সালের পেইচিং ওলিম্পিক গেমস আয়োজনের আগে চীনে এম এল বি লীগ আর নিয়মিত প্রতিযোগিতা আয়োজন করা হবে।উল্লেখ করা যেতে পারে যে, গত এন বি এর প্রথম চীন প্রতিযোগিতা গত মাসে পেইচিং এবং সাংহাইএ আয়োজন করা হয়েছে।
গত ৬ই নভেম্বর ২০০৪ সালের সিআন আন্তর্জাতিক মারাথন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।এর আগে সিআনে নয় বার মারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি জাতি সংঘ ঘোষণা করেছে, ২০০৫ সালকে আন্তর্জাতিক ক্রীড়া ও ক্রীড়া বর্ষ নির্ধারন করা হয়েছে।ক্রীড়া চর্চার মাধ্যমে স্বাস্থ্য গঠন , শিক্ষা , উন্নয়ন আর শান্তি তরান্বিত করা জাতি সংঘের এবারার এই তত্পরতা চালানোর উদ্দেশ্য।জাতি সংঘ সহা সচিব কোফি আন্নান বলেছেন, ক্রীড়া হচ্চে পৃথিবীর আন্তর্জাতিক ভাষা ।ধর্ম, বর্ণ ,জাতি আর অর্থনৈতিক অবস্থ্য নির্বিশেষে ক্রীড়া জনবাধারণকে ঐক্যবদ্ধ করতে পারে।
নিউইয়র্কে ম্যরাথন প্রতিযোগিতা স্থানীয় সময় গত ৭ই নভেম্বর নিউইয়র্কে শেষ হয়েছে।বৃটেনের বিখ্যাত দৌড়বিদ রাদলিফ ২ ঘন্টা ২৩ মিনিট ১০ সেকেন্ট সময় নিয়ে নারী গ্রুপের শিরোপা অর্জন করেছেন।তিনি ম্যারাথন প্রতিযোগিতায় বিশ্বের সবচেয়ে ভাল রেকর্ড বজায় রেখেছেন।
গ্রীস সরকার গত ৭ই নভেম্বর ঘোষণা করেছে, গত আগষ্ট মাসে আথেন্স ওলিম্পিক গেমসে মোট ৭০০ কোটি ইউরো খরচ করা হয়েছে।জানা গেছে ওলিম্পিক ইতিহাসে এবারকার খরচ সবচেয়ে বেশী।কিন্তু স্থানীয় তথ্যমাধ্যমগুলোতে বলা হয়েছে, চূড়ান্ত হিসেব ৮০০ কোটি ইউরো হবে বলে মনে করা হচ্ছে।
|